ঢাকা শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

নগরীতে জলাবদ্ধতায় সিটি কর্পোরেশন-সিডিএ মুখোমুখি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৬-২০২১ দুপুর ৪:৩৫

চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, প্রকল্প বাস্তবায়নে সৃষ্ট জটিলতা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে নগরবাসীর চরম দুর্ভোগে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী সিডিএর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের প্রকল্প বাস্তয়নের অবহেলাকে দায়ী করছেন। তিনি বলছেন, সিডিএর অবহেলার কারণে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এর দায় সিটি কর্পোরেশন কোনো অবস্থায় নেবে না। সিডিএকে দায় নিতে হবে। অন্যদিকে সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ সিটি মেয়র কোনো কারণে নগরবাসীকে সেবা দিতে ব্যর্থ হলে এর দায় সিডিএর ওপর চাপানো উচিত নয় বলে মন্তব্য করেছেন। জলাবদ্ধতা নিয়ে সিডিএ-সিটি কর্পোরেশন মুখোমুখি অবস্থানে।

গত বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ষষ্ঠ পরিষদের পঞ্চম সাধারণ সভায় মেয়র রেজাউল করিম চৌধুরী অভিযোগ করে বলেন, আমরা সিডিএকে অনুরোধ করার পরও বর্ষার আগেই খালগুলোর যে অংশে বা‍ঁধ দিয়ে পানিপ্রবাহ আটকানো হয়েছে তা অপসারণ করার জন্য। কিন্তু কথা দিয়েও সিডিএ কর্তৃপক্ষ কথা রাখেনি। সিডিএ খালের দুপাশের যে অংশে রিটার্নিং ওয়াল তুলেছে সেখানে খালের মাঝেই মাটির স্তূপ করেছে এবং ওই মাটি না সরিয়ে স্কেভেটর দিয়ে সমান করায় খালের মধ্যে রাস্তা হয়ে গেছে। সিডিএ বলেছে তারা প্রকল্প বাস্তবায়ন করছে, ব্যবস্থাপনা চট্টগ্রাম সিটি করপোরেশনের। কিন্তু প্রকল্পই যখন বাস্তবায়ন হয়নি তখন ব্যবস্থাপনার কথা আসে কেন? সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়ন করে বুঝিয়ে না দেয়ার আগে ব্যবস্থাপনার দায়িত্ব নিতে পারি না। মেয়র প্রশ্ন করেন, প্রকল্প বাস্তবায়নের মেয়াদ আরো ৩ বছর বাড়ানো হলেও এ সময় নগরীকে জলজট থেকে মুক্ত করার কোনো পথ সিডিএ করছে কি? সিডিএর অবহেলা ও অব্যবস্থাপনার জন্য নগরবাসী যে ভোগান্তিতে পড়েছে এর দায় সিডিএ কোনো অবস্থায় এড়াতে পারে না। সভায় নালা-নর্দমা পরিষ্কার ও বন্ধ হয়ে যাওয়া নালার মাটি সরিয়ে নিতে ৪১টি ওয়ার্ডের কাউন্সিলরকে ৮ লাখ টাকা করে মোট ৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন- প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, ওয়ার্ড কাউন্সিলর ছালে আহম্মদ চৌধুরী, মো. সাহেদ ইকবাল বাবু, অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ আবদুল মান্নান, নাজমুল হক ডিউক, ড. নিছার আহমদ মঞ্জু, মো. মোবরক আলী, আবদুল বারেক, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম,  মো. শহিদুল আলম, মো. নুরুল আমিন, গাজী  মো. সফিউল আজিম,  শেখ মো. জাফরুল হায়দার  চৌধুরী, মো. কাজী নুরুল আমিন, সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, আঞ্জুমান আরা, শাহিন আক্তার রোজী, রূমকি  সেনগুপ্ত। ‍এছাড়া প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   

অন্যদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হওয়ায় সিডিএ বোর্ড মেম্বারবৃন্দ সম্প্রতি তাকে ক্রেস্ট প্রদান করে অভিনন্দন জানান। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহমুদুর রহমান হাবীব, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক কেএম ফজলুল্লাহ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী, বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায় প্রকৌশলী মো. জসিম উদ্দিন, মো. জসিম উদ্দিন শাহ্, কেবিএম শাহজাহান, স্থপতি আশিক ইমরান, এমআর আজিম, রুমানা নাসরিন প্রমুখ।

বোর্ড সদস্যবৃন্দ অভিনন্দন জানানোর এক প্রতিক্রিয়ায় চউক চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ জানান, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী সিডিএকে দায়ী করে প্রকাশ্যে দেয়া বক্তব্যকে তিনি অসম্মানজনক বলে মনে করছেন। তিনি জানান, সিটি কর্পোরেশন আর সিডিএ দুটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে কারো ব্যক্তিগত বিরোধ বা স্বার্থ নেই। মেয়র সাহেব যে বিষয়টি নিয়ে সিডিএকে দায়ী করে আসছেন, এভাবে বলা উচিত নয়। সিডিএ ‍এবং সিটি কর্পোরেশনের মধ্যে কোনো সমস্যা থাকলে বসে সমাধান করতে প্রস্তুত আছেন বলে তিনি জানান। আগামীতে এভাবে প্রকাশ্যে মন্তব্য না করে চট্টগ্রামের উন্নয়নে বাধাগ্রস্ত এবং নগরবাসীর মধ্যে বিভ্রান্তি না করার জন্য মেয়রের প্রতি অনুরোধ জানান তিনি। 

এমএসএম / জামান

উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ

ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে

শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২

শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ

বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু

ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন

রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন

বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা

দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন

কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ