বাঘায় ছাত্রলীগ নেতা সোহাগ ৫০ বিঘা ফসলি জমিতে পুকুর খননের উৎসবে মেতেছেন
রাজশাহীর বাঘা উপজেলায় পুকুর খননের উৎসবে মেতে উঠেছেন স্থানীয় এক ছাত্রলীগ নেতা। দিনে কিংবা রাতে থেমে নেই তার পুকুর খননের কাজ। সমতল ৫০ বিঘা কৃষিজমিতে প্রায় ৭টি পুকুর খনন করা হচ্ছে। এরমধ্যে শেষ হয়েছে ৫টি। তার এই কাজ দেখভাল করেন উঠতি বয়সের কিছু যুবক।
স্থানীয়রা জানান, বাঘা উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহানুর রহমান সোহাগ এই পুকুর খননের মূল হোতা। দলীয় ক্ষমতার অপব্যবহার করে পুকুর খনন উৎসবে মতে উঠেছেন এই নেতা। যাদের জমির পাশে পুকুর খনন করা হচ্ছে, তারাও নিরুপায় হয়ে তাদের কৃষিজমি গুলো এই নেতার কাছে লিজ দিতে বাধ্য হচ্ছেন। এছাড়াও জমির অনেক মালিক বিনা অর্থায়নে পুকুর খননের লালসায় মাটি কাটতে দিচ্ছেন। এর ফলে মাটি বিক্রি করে লাভবান হচ্ছেন ওই নেতা। স্পষ্টভাষায় বলতে হয়- জমি আপনার, মাটি নেব আমি। এতে সমতল কৃষিজমির মাটি কাটলেই হয়ে যাচ্ছে পুকুর। আর সেই মাটি বিক্রি করে ওই ছাত্রলীগ নেতা আয় করছেন লাখ লাখ টাকা। প্রশাসনের নজরদারি এড়াতে দিনের চেয়ে রাতেই চলছে পুকুর খননের কাজ। শুধু তিনিই নন, উপজেলার বিভিন্ন স্থানেও থেমে নেই পুকুর খননের কাজ।
এদিকে, পুকুর খননের মাটি বিক্রির পর তা নেয়া হচ্ছে উপজেলার বিভিন্ন স্থানে। ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহনে এসব মাটি পরিবহনের ফলে নষ্ট হচ্ছে চলাচলের রাস্তাগুলো। এতে নষ্ট হচ্ছে পরিবেশ। মাটি পরিবহনের যান চালকদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ। এদের কোনো ড্রাইভিং লাইসেন্স বা গাড়ি চালানোর কোনো বৈধ কাগজপত্র নেই। এতে ঘটছে দুর্ঘটনা। এই নৈরাজ্য চলতে থাকলে চাষবাদের জন্য কৃষিজমির সংকট হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। অপরদিকে অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হবে বলে মনে করছেন স্থানীয়রা।
ট্রাক্টর মালিকদের সাথে কথা বলে জানা যায়, প্রতিটি গাড়ির মাটি বিক্রি হচ্ছে ৫০০-৭০০ টাকায়। এদের একজন আলমগীর হোসেন জানান,তারা মাটি কেনে বিক্রি করেন। এতে তাদেও কিছুটা লাভ হয়। তবে বেশিলভাগ লাভ ভোগ করেন,যাদের কাছ থেকে মাটি কিনে নেন। এসব মাটি কাটা হয় এসকোভেটর মেশিনে। ঘন্টা চুক্তিতে তারা মাটি কেটে দেওয়ার কাজ করেন।
বলিহার গ্রামের রিংকু বলেন এই পুকুর গুলো সব সোহাগ কাটছে।কয়েক মাস আগেও এই জমিতে ধান হতো। পাশের টাতে অনেক বড়বড় আম গাছ ছিল। কিন্তু এখন সে গুলো কেটে পুকুর কাটছেন। এতে এই দিকের জমিতে বর্ষার সময় পানি বেরুবে না তখন হাজার বিঘা জমি পানিতে ডুবে যাবে।
পুকুর খনন জমির মালিক শ্রী ছোটন বলেন আমাদের জমিতেও আম গাছ ছিলো কিন্তু আম ভালো হতোনা। তাই পুকুর কাটতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখি হয়। পরে সোহাগ এর কাছে ১০ বছরের জন্য, লিজ দিই। সে এই থানার ছাত্রলীগ সভাপতি। তাই তাকে কেউ কিছু বলেনি। সে পুকুর কেটেছে এর বেশি বলতে পারবোনা বলে ফোন কেটে দেন। বলিহার গ্রামের শ্রী দিলিপ ও সুমন জানান,তারাও তাদের জমি লিজ দিয়েছেন। সেই জমিতে পুকুর খনন করা হয়েছে।
এবিষয়ে অনেকেই প্রতিবেদককে জানিয়েছেন, যারা দেখভাল করবেন,তাদের সাথে ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট যোগাযোগ ব্যতি রেখে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে এভাবে কাজ চলতে পারেনা। তাদের ভাষায় সিন্ডিকেট চলমান রয়েছে। যার ফলে ভয়ে,অনেকেই প্রতিবাদ করতে চাননা।
স্থানীয় কৃষিবিদদের অভিমত, পুকুর একটি কৃষি কিন্ত একটির জন্য অন্যটির ক্ষতি হোক এটা কাম্য নয়। মাছে ভাতে বাঙ্গালি এই প্রবাদ নিয়ে মৎস্য চাষে এই দেশ বিশ্বে দ্বিতীয়। কিন্তু এক শ্রেনী অসাধু ব্যবসায়ীরা আবাদী জমি নষ্ট করে পুকুর খননে মেতে উঠেছে। প্রশাসনের হস্তক্ষেপে এর প্রতিরোধ করা সম্ভব।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, রাতভর রাস্তা দিয়ে মাটি বোঝাই ট্রাক্টর চলে, ট্রাক্টরের বিকট শব্দে ঠিকভাবে পড়ালেখা করতে পারি না। মাটি খেকোদের কারণে আমার মা বাবা সারাদিন খাটাখাটনি করে রাতে একটু শান্তিতে ঘুমাবে, সে উপায় নেই।বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মুক্তা বলেন, মাঝে মধ্যে প্রশাসনের দু’একটি অভিযান চললেও কোনোভাবেই বন্ধ হচ্ছে না কৃষিজমিতে পুকুর খনন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহানুর রহমান সোহাগ জানান, আমি এলাকায় পুকুর লিজ নিয়ে মাছ চাষের ব্যবসা করি। অনেক সময় লিজ নিয়ে পুকুর খনন করে মাছ চাষ করি। তবে যে পুকুরগুলো সংস্কার করার মতো, শুধু সেই পুকুরগুলো লিজ নিয়ে খনন করি। কোন আবাদী জমি লিজ নিয়ে পুকুর খনন করি নাই। আপনি কিছু মনে করলে করেন আমার যায় আসে না,আমার কিছুই করার নেই।
রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি, সাকিবুল ইসলাম রানা বলেন, ছাত্রলীগের কোন নেতা কিংবা কর্মী পদ পদবি ব্যবহার করে অবৈধ কোন কর্মকান্ডে জড়িত থাকে, সেটা প্রমানিত হলে তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হবে।
বাঘা উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা বলেন, কৃষি জমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে ভূমি আইন অপেক্ষা করে খনন করা হচ্ছে এমন খবর পেলে অভিযান পরিচালনা করে বন্ধ করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে অবৈধভাবে পুকুর খনন করা ব্যক্তির জরিমানা ও ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে।
রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, অবৈধ্য পুকুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে
এমএসএম / জামান
বালিয়াকান্দিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
পাবনা জেনারেল হাসপাতালে ১০ শয্যার নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট(স্ক্যানু)এর উদ্বোধন
সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক
বড়াইগ্রামে সুদের ফাঁদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর শাস্তির দাবিতে মানববন্ধ
মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া
মধুখালীতে আদালতের আদেশ অমান্য করে লাল পতাকা অপসারণ ও জোরপূর্বক জমি দখল
রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ
ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ
পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব
হাদিকে প্রকাশ্য গুলি করার রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ
ওসমান হাদির উপর গুলি চালানোর প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গুলি: সীমান্তে টহল ও চেকপোস্ট জোরদার