ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের আশ্বাস জাবি ভিসির


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ২২-৫-২০২২ রাত ৮:৩৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‌র‌্যাগিং প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সভাটি অনুষ্ঠিত হয়।
 
উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও র‍্যাগিং রোধে পরামর্শ প্রদান করেন।
 
এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর হাছান নাঈম বলেন, ‘র‍্যাগিংয়ের ঘটনাগুলো সাধারণত বিশ্ববিদ্যালয়ের ইমিডিয়েট সিনিয়রদের দ্বারাই হয়ে থাকে এবং অধিকাংশ ঘটনা হলগুলোতে ঘটে। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগীয় প্রশাসন ও হল প্রশাসনকে তৎপর হতে হবে। এক্ষেত্রে বিভিন্ন সংগঠনের শিক্ষার্থী প্রতিনিধিদের অংশগ্রহণে মনিটরিং সেল গঠন করা গেলে যেকোন বিষয়ে দ্রুত সাড়া পাওয়া যাবে বলে আমরা মনে করি।’
 
জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘র‌্যাগিং প্রতিরোধে জাবি ছাত্রলীগ সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবে। র‍্যাগিং নিয়ে কাউকে দোষারোপ না করে এর প্রতিকারে আমরা সবাই এগিয়ে আসা দরকার। কাউকে র‍্যাগিং করতে দেখলে তাকে শাস্তির আওতায় নিয়ে এসে অন্যদেরকে এর থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করতে হবে। সঠিক কাউন্সিলিং এর মাধ্যমে র‍্যাগিং দূর হবে বলে আমি মনে করি।'
 
প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বলেন, ‘হলগুলোর প্রভোস্টরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের কাছে যাচ্ছে তাদের সমস্যা জানার জন্য। এই ধারা অব্যাহত থাকবে। কারো সাথে র‍্যাগিংয়ের ঘটনা ঘটে থাকে তাহলে সরাসরি হল প্রভোস্টকে জানানোর অনুরোধ করছি। আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিবো।’
 
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ. স. ম. ফিরোজ-উল-হাসান বলেন, ‘র‍্যাগিংয়ের বিষয়ে প্রক্টিরিয়াল টিম সদা তৎপর। র‍্যাগিং সংশ্লিষ্ট কোনো অভিযোগ প্রমাণিত হলে আমরা কঠোর ব্যবস্থা নিবো। এক্ষেত্রে ছাত্র সংগঠনগুলোর নিকট প্রত্যাশা থাকবে আমাদের সহযোগিতা করার।'
 
উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে নবীন শিক্ষার্থীদের সঙ্গে সদাচরণ করার। র‌্যাগিং করলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী প্রমাণ সাপেক্ষে আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কার্পণ্য করবো না।’
 
এসময় তিনি আরো বলেন, ‘র‌্যাগিং প্রতিরোধে আমাদের তিনটি জায়গায় ভূমিকা রাখতে হবে। প্রথমত, রাতে র‌্যাগিং হচ্ছে কিনা তা তদারকির জন্য হল প্রভোস্টদের দ্রুত একটি কমিটি করার অনুরোধ করছি। শিক্ষার্থীরা যেই রুমে অবস্থান করবে তার সামনে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। এতে করে কেউ র‌্যাগিং এর চেষ্টা করলে তাকে শনাক্ত করতে সহজ হবে। দ্বিতীয়ত, বিভাগীয় প্রধানরা আগামিকাল ক্লাস শুরুর পূর্বে সিনিয়রদের সাথে একটি পরিচয় পর্বের আয়োজন করবেন। যাতে করে সিনিয়ররা পরে পরিচিত হওয়ার জন্য নতুন শিক্ষার্থীদের চাপ না দেয়। তৃতীয়ত, র‌্যাগিংয়ের আরেকটি জায়গা সাতশ একরের খোলা জায়গাগুলো। এজন্য প্রক্টরিয়াল ‍টিম ও সিকিউরিটি গার্ডদের নজরদারি বাড়ানোর জন্য অনুরোধ করছি।’

এমএসএম / এমএসএম

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি