ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

পটিয়া ও চন্দনাইশে ছাত্রলীগের ঘোষিত কমিটির বিরুদ্ধে তৃণমূলে বিক্ষোভ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৬-২০২১ রাত ৮:৬

চট্টগ্রামের পটিয়া ও চন্দনাইশে ৭টি নতুন কমিটি দেয়ায় তৃণমূল কর্মীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে  বিক্ষোভ করে প্রতিবাদ জানান। ঘোষিত কমিটি বাতিল না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতা কর্মীরা।

চন্দনাইশ উপজেলায় মাইনুর রহমান আসিফকে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক আলমগীর ইসলাম, চন্দনাইশ পৌরসভা সভাপতি আমির হোসেন. সাধারণ সম্পাদক রাইসুল আসাদ জয়, দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসাইন, সাধারণ সম্পাদক আসিফুল হক, গাছবাড়িয়া সরকারি কলেজ সভাপতি আসিফ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক শাফাতুন নুর চৌধুরী, ৭টি ছাত্রলীগের নতুন কমিটি শুক্রবার(২৫ জুন) ঘোষণা হওয়ার পর ছাত্রলীগের তৃণমূল নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হওয়ার পাশাপাশি সাবেক ও বর্তমান নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। 

দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক আবু তাহেরের বিরুদ্ধে অনৈতিক ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে বিভিন্ন ধরণের শ্লোগান দেন। পটিয়ায় ছাত্রলীগের ঘোষিত কমিটিতে অধিকাংশ অছাত্র, বিবাহিত, কিশোর গ্যাং লিডারসহ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। চন্দনাইশের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন চন্দনাইশ উপজেলা ও পৌরসভা, গাছবাড়িয়া কলেজ, দোহাহাজারী পৌরসভা ছাত্রলীগের শতশত নেতা কর্মীরা। চন্দনাইশের কমিটিতে অছাত্র বিবাহিত, কিশোর গ্যাং লিডার, মাদক ইয়াবা কারবারিসহ এলডিপি, ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত এমন ব্যক্তি কমিটিতে এসেছে। দীর্ঘদিনের ত্যাগী নেতা কর্মীরা বাদ পড়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে।  চন্দনাইশের কমিটিগুলো বাতিল করার নির্দেশ দিয়েছে এমপি নজরুল ইসলাম চৌধুরী। 

পটিয়া উপজেলা লীগে নাজমুল সাকের ছিদ্দিকীকে আহ্বায়ক ও সেলিম পটিয়া পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক অজয় শীল ও যুগ্ম আহ্বায়ক মো. রুবায়েত হোসেন। পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের গিয়াস উদ্দীন সাব্বিরকে সভাপতি, আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক করে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা পর পরও দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি তারেকুর রহমান তারেক ঘোষিত কমিটিগুলো টাকার বিনিময়ে করা হয়েছে বলে দাবি করে টাকার কাছে তৃণমূল নেতা কর্মীরা হেরে গেছে বলে উল্লেখ করেন। 

পটিয়া ও চন্দনাইশে ৭টি কমিটি ঘোষনার পর পটিয়া ও চন্দনাইশে তৃণমূলে বিক্ষোভ করেছে।পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি শারাফত আহমদ শাহীন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন পটিয়া পৌরসভা ছাত্রলীগের ঘোষিত কমিটি কিশোর গ্যাং লিডারদের কমিটি হয়েছে বলে উল্লেখ করেন। পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহাবায়ক ও পটিয়া পৌরসভার কাউন্সিলর গোফরান রানা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কমিটি বাণিজ্যর অভিযোগ তুলে তাদের বাণিজ্যর কারণে তৃণমূল ও মেধাবি ছাত্ররা ছাত্রলীগ থেকে মুখ ফিরিয়ে নিবে বলে তার কাছে টাকা দাবির অভিযোগ করেন। এ বিষয়ে পটিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির আহ্বায়ক নাজমুল সাকের ছিদ্দিকী বলেন, ঘোষিত কমিটিতে যারা রয়েছে তারা পরীক্ষিত এবং জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপির নির্দেশনায় দক্ষিণ জেলা ছাত্রলীগ যে কমিটি দিয়েছে তা গ্রহণ যোগ্য কমিটি এবং দক্ষিণ জেলার সভাপতি সাধারণ সম্পাদককে অভিনন্দন জানান। দক্ষিণ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবু তৈয়ব সোহেল জানান, কমিটি গঠন হওয়ার আগে আমার কাছে নেতা কর্মীদের ডাটা চেয়েছিল, তবে ব্যক্তিগতভাবে আমি যে সব নেতা কর্মীকে অনুরোধ করছিলাম কমিটিতে দক্ষিণ জেলার সভাপতি সাধারণ সম্পাদক তাদের নাম কমিটিতে রেখেছেন বলে জানান, কমিটি তৃণমূল নেতা কর্মীদের মূল্যায়ন করা হয়েছে বলে দাবি করেন। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ জানান, পটিয়া ও চন্দনাইশে যে সব কমিটি ঘোষণা করা হয়েছে তাদেও অধিকাংশ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত নয়। দক্ষিণ জেলার সভাপতি বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক আবু তাহের অবৈধভাবে সংগঠন বিরোধী কাজ করেছেন, তারা সংগঠনের গঠনতন্ত্র ভঙ্গ করেছে। তৃণমূল নেতা কর্মীদের পক্ষ থেকে দক্ষিণ জেলা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির কাছে এ বিষয়ে অভিযোগ দিবেন বলে জানান।

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত