ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

গলাচিপায় মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ গ্রহণ


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২৪-৫-২০২২ দুপুর ১০:৫৭
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ইউনিয়নের জনতা মাধ্যমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর কণ্ঠে ধ্বনিত হলো মাদক, বাল্যবিবাহ এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে। ‘মাদককে না বলুন’, ‘ইভটিজিং বন্ধ করুন’, ‘বাল্যবিবাহ বন্ধ করুন’- এমন প্ল্যাকার্ড হাতে ষষ্ঠ শ্রেণির শাওন, অষ্টম শ্রেণির মো. ইকফা, ষষ্ঠ শ্রেণির তানজিলা আক্তার, বৃষ্টিসহ অনেকেই দেখা যায়। মঙ্গলবার (২৪ মে) সকাল ১০টায় জনতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও শ্রেণিকক্ষের সামনে দাঁড়িয়ে এসব প্রতিরোধ করতে গর্জে ওঠে শিক্ষার্থীরা। ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের নিয়ে শপথবাক্য পাঠ করানো হয়।
 
শপথবাক্য পাঠ করান শুভসংঘ চরবিশ্বাস ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. জুয়েল হাওলাদার। শপথবাক্য পাঠের সময় মাঠের পাশে অবস্থানরত দোকানি ও পথচারীরাও শামিল হন। কালের কণ্ঠ শুভসংঘ উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন শাখার উদ্যোগে জনতা মাধ্যমিক বিদ্যালয়ে এক শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় জনতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এ আওয়াজ প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।
 
কালের কণ্ঠ শুভসংঘ চরবিশ্বাস ইউনিয়ন শাখার সহ-সভাপতি অসীম মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ইব্রাহিম খলিল। আরো উপস্থিত ছিলেন-শুভসংঘ চরবিশ্বাস ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. জুয়েল হাওলাদার, সিনিয়র শিক্ষক মো. মাইনুদ্দিন, সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেন, সিনিয়র শিক্ষক মোসা. তাসলিমা, সহকারী শিক্ষক মো. রাসেল, শুভসংঘ চরকাজল ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, নারী বিষয়ক সম্পাদক আফিফা আকতার, সদস্য সুমাইয়া আকতার প্রমুখ।
 
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থী তাহরিমা মীম বলে, আমারা বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়নে বসবাস করি। উপজেলার অন্য এলাকাগুলোর চেয়ে আমাদের এলাকা অনেক অনাগ্রসর। আমাদের বাবা-মা এবং সামাজিক বিভিন্ন সমস্যার কারণে এখানে বাল্যবিবাহ বেশি হয়। আমরা পড়তে চাই, আমরাও স্বাবলম্বী হতে চাই। বাল্যবিবাহ দিয়ে আমদের শিক্ষার পথ বন্ধ করে দেবেন না।
 
ইভটিজিংয়ের বিষয় বলতে গিয়ে সে বলে, যারা ইভটিজিং করছেন প্রত্যেকেরই মা-বোন রয়েছে। একবার চিন্তা করে দেখুন আপনার কারণে কত মেয়ে পড়াশোনা বন্ধ করতে বাধ্য হচ্ছে। কত মেয়ে রাস্তায় নামতে পারে না? আপনার বোনকে যদি কেউ ইভটিজিং করত তাহলে কি তা মেনে নিতেন? তাই আসুন এগুলো বন্ধ করে আমাদের এলকাকে একটি ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলি।
 
অপর শিক্ষার্থী মো. শাওন বলে, আমরা মাদকমুক্ত সমাজে থাকতে চাই। বড়রা আমাদের মাদকের দিকে প্রভাবিত করবেন না। আপনারও মাদক নেবেন না। একটি মাদকমুক্ত সমাজই একটি সুশৃঙ্খল জাতি উপহার দিতে পারে।
 
প্রধান অতিথি চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল বলেন, শুধু শিক্ষা গ্রহণ করলেই একটি মানুষের পরিপূর্ণতা পায় না, সমাজকে সুস্থ রাখার জন্যও তাকে কাজ করতে হয়। সবাই মিলে আমরা ভালো থাকতে চাই। আর আমাদের ভালো কাজের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে শুভসংঘ। বিগত দিনেও আমরা শুভসংঘের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমরা আজ দৃঢ়কণ্ঠে বলতে চাই, আমাদের জ্ঞাতসারে এ এলাকায় বাল্যবিবাহ, ইভটিজিং করতে দেব না। যদি কোথাও আমরা শুনতে পাই, অবশ্যই আমরা তার প্রতিবাদ করব।

এমএসএম / জামান

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান

ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর তৎপরতায় এক শিক্ষার্থী ফিরে পেল বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন

চন্দ্রদ্বীপে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক মুনির হোসেনের গণসংযোগ

আদমদীঘিতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধুর আত্মহত্যা