ঢাকা শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

অস্ত্র কারবারিরা তৎপর


আব্দুল লতিফ রানা photo আব্দুল লতিফ রানা
প্রকাশিত: ২৫-৫-২০২২ দুপুর ৪:৩২

দেশের জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মাঠ উত্তপ্ত হচ্ছে। সরকারবিরোধী দলগুলো সক্রিয় হয়ে মাঠে নামার চেষ্টা করছে। গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুই দলের ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়েছে। রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে দেশের অবৈধ অস্ত্র ব্যবসায়ীরাও সক্রিয় হচ্ছে। তারা ভিন্ন কৌশলে পাশের দেশ থেকে অস্ত্র আমদানি করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও অভিযান চালাচ্ছে।

গত সোমবার রাতে যশোরে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকীর নেতৃত্বে অভিযানে বিপুল অস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে এর আগেও বেনাপোল থানায় মামলা রয়েছে। বিজিবির এ ধরনের অভিযানের ফলে অবৈধ অস্ত্র ব্যবসায়ীরা নতুন কৌশল ব্যবহারের চেষ্টা করছে।

গোয়েন্দা সূত্র জানায়, দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র রাজধানীতে প্রবেশ করানো হচ্ছে। অস্ত্রগুলো সীমান্তের কাছ থেকে পুরুষদের ক্যারিয়ার হিসেবে ব্যবহার করলেও এখন নারীদের ব্যবহার করছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্র পাচার করছে।

সূত্র জানায়, বেনাপোল স্থলবন্দর, মান্দারতলা, বেনাপোলের সীমান্তের গোগা, কায়বা, চৌগাছা উপজেলার শাহজাদপুর, হিজলা, আন্দুলিয়া, শিকারপুর ও দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্রের চালান পাচার করা হচ্ছে। আর সাতক্ষীরা সদরের কুশখালী ও গাজীপুর ঘাট এলাকা দিয়ে অবৈধ অস্ত্র ব্যবসায়ীরা নতুন কৌশলে অস্ত্র আনছে। বাগেরহাটের শরণখোলার ভোলা নদী হয়ে এবং মোড়েলগঞ্জ ও কচুয়া এলাকা দিয়ে বলেশ্বর নদীপথে অবৈধ অস্ত্রের চালান পাচার করা হচ্ছে। েএছাড়া চুয়াডাঙ্গার দর্শনা, দিনাজপুরের হিলি, কুড়িগ্রামের দুর্গাপুর ও নাগেশ্বরী, খাগড়াছড়ির দীঘিনালা, পানছড়ি, রাঙ্গামাটির বরকল ও বাঘাইছড়ি, ময়মনসিংহের হালুয়াঘাট ও নেত্রকোনার দুর্গাপুর দিয়ে অবৈধ অস্ত্র আসছে। সিলেটের তামাবিল ও কুমিল্লা সীমান্ত দিয়েও আসছে অবৈধ অস্ত্র।

উল্লিখিত এলাকা দিয়ে ইতালির তৈরি ‘পেট্রো বেরেটা’, আমেরিকার ‘স্মিথ অ্যান্ড ওয়েসন’ স্পেনের ‘অ্যাস্ট্রা আনকেটা’র এবং ভারতের তৈরি পিস্তল ও রিভলবার আনা হচ্ছে। তাছাড়া অস্ট্রিয়ার গ্লোক পিস্তল-১৭, ভোলকেনিক ভলিশনাল রিপিটার, ওয়ালথার পিপি, পিপিকে, এস পিস্তল ও ফ্রান্সের বাউনিং হাইপাওয়া পাচারের চেষ্টা করা হচ্ছে। এসব অবৈধ অস্ত্র তালিকাভুক্ত সন্ত্রাসীদের পছন্দের তালিকায় অন্যতম। আর আমেরিকার স্মিথ অ্যান্ড ওয়েসন ব্র্যান্ডের কয়েকটি মডেলের রিভলবার-পিস্তল এ দেশের সন্ত্রাসীরা বেশি ব্যবহার করছে। এর বাইরে রয়েছে ভারতীয় পিস্তল ও রিভলবার।

এদিকে, বিজিবির যশোর ব্যাটালিয়ন কর্তৃক বিশেষ অভিযানে বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনা অনুযায়ী গত সোমবার বিজিবির ব্যাটালিয়নের আওতাধীন রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯/৬-এস হতে আনুমানিক ১ কি.মি বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় বিওপি কমান্ডার সুবেদার মো. আহসান উল্লাহর নেতৃত্বে ৬ সদস্যবিশিষ্ট বিজিবি টহল দলটি বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মো. শাহাজামাল কালুর বাড়ি ঘেরাও করে। পরে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকীর নেতৃত্বে ভারপ্রাপ্ত অপস অফিসার এডি মো. সাজ্জাদ হোসেনসহ অতিরিক্ত বিজিবি সদস্য এবং পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উক্ত বাড়িতে যৌথভাবে অভিযান ও তল্লাশি চালিয়ে ৫ লাখ ৫২ হাজার টাকার ৫টি নতুন পিস্তল, ৫ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪টি বিভিন্ন ধরনের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকায় দুই ব্যক্তিকে গ্রেফতার করে বিজিবি।গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহেল রানা (৩০) ও মো. শাহাজামাল কালু (৫২)। গ্রেফতারকৃতদের বাড়ি যশোর জেলার বেনাপোল থানার সাদিপুর গ্রামে বলে জানা গেছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, পেট্রো বেরেটাসহ বিদেশি অত্যাধুনিক অস্ত্রের মূল্য ৭০০ থেকে ১০০০ মার্কিন ডলার। এসব অস্ত্র অবৈধভাবে বাংলাদেশের সন্ত্রাসী চক্রের সদস্যদের কাছে কেনাবেচা হচ্ছে সাড়ে ৩ থেকে সাড়ে ৫ লাখ টাকায়। গত কয়েক মাস আগেও ৩ থেকে সাড়ে ৪ লাখ টাকায় বিক্রি হতো। ভারতীয় পিস্তল বেচাকেনা হচ্ছে ৫০ থেকে ৬০ হাজার টাকায়। মাস ছয়েক আগে ভারতীয় পিস্তলের দাম ছিল ৩০ থেকে ৩৫ হাজার টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ এড়াতে অস্ত্র চোরাচালানিরা মহিলাদের স্পর্শকাতর স্থানে বিশেষভাবে রেখে ক্রেতা-বিক্রেতার কাছে সরবরাহ করছে। এছাড়া পেঁপে ও তরমুজের মধ্যে অস্ত্র রেখে এক স্থান থেকে অন্য স্থানে নেয়া হচ্ছে। এমনকি কাঁচা তরকারির গাড়ি, শিশুদের স্কুলব্যাগ, বাসের সিটের নিচসহ নানা কৌশলে অস্ত্র বহন করা হচ্ছে। অস্ত্র বহনের জন্য রয়েছে নারী ও পুরুষের বিশেষ সিন্ডিকেট।

অপরদিকে রাজধানীতে সম্প্রতি এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র ব্যবসার চাঞ্চল্যতর তথ্য দিয়েছে গোয়েন্দাদের কাছে। তারা বলেছে, প্রতিনিয়ত বিভিন্ন পয়েন্ট দিয়ে রাজধানীতে ঢুকছে অবৈধ অস্ত্র। রাজধানীর পল্লবী এলাকা থেকে সম্প্রতি বিদেশি পিস্তলসহ মোহাম্মদ রুহুল আমিন ওরফে রিপন নামে একজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতারকৃত রিপন পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এক বছরের ধরে সে অস্ত্র ব্যবসা করছে। তার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে রাজধানীতে তার কাছে পৌঁছে দেয়া হতো অবৈধ অস্ত্র। পরে সে এগুলো বিক্রি করত। রিপন রাজধানীর মিরপুর-পল্লবী এলাকায় অস্ত্র বিক্রির জন্য নিয়োজিত ছিল।

যশোরের ৪৯ বিজিবির অভিযানে ৫টি অস্ত্রসহ দু ব্যক্তি গ্রেফতারের বিষয়ে পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ভূঁইয়া সকালের সময়কে জানান, মামলাটির তদন্ত চলছে। গ্রেফতারকৃদের বিরুদ্ধে আগেও অস্ত্র পাচারের ঘটনা আছে কি-না তাও জানার চেষ্টা চলছে। 

 

এমএসএম / জামান

রেজিস্ট্রি অফিসের প্রভাবশালী নকলনবিশের কাণ্ডঃ মন্ত্রীদের প্রভাবে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

বিসিক এর নীরিক্ষা কর্মকর্তা সাবধান আলী হতে সাবধান!

কেরানীগঞ্জ উপজেলার রাজাবাড়ী রোডে অবৈধ এলপিজি বটলিং প্লান্ট এর সন্ধান

গডফাদার মুরাদ জং-এর বোন পরিচয়ে দলিল দাতা-গ্রহীতাদের জিম্মি করার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে সরকারি খাস জমি ভূমিদস্যুদের দখলে

বগুড়ায় সাবেক অফিস সহকারীর বিরুদ্ধে 'ফ্যাসিস্ট সিন্ডিকেটের' মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইন যেন শুধু খাতা কলমে

প্রকৌশলী কামরুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ

গোয়েন্দা প্রধানসহ লুটপাটের অভিযোগে চার কর্মকর্তা ক্লোজড

নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে ঠিকাদারদের মানববন্ধনে শাস্তি ও অপসারণ দাবী

সীমাহীন দুর্নীতি,অর্থ আত্মসাত ও সরকারি চাকুরির শৃংখলা ভংগের অভিযোগে এলজিইডির নির্বাহী প্রকৌশলী রনজিত দে সাময়িক বরখাস্ত

সরকার বিরোধী কর্মকান্ডে শ্রমিকদের উস্কানি দেওয়ার অভিযোগ

রাজউকের ইমারত পরিদর্শক জয়নাল আবেদিন এর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির বিস্তর অভিযোগ