তানোরে চিকিৎসাসেবায় সবার শীর্ষে মডার্ণ ক্লিনিক
রাজশাহীর তানোরের প্রত্যন্ত পল্লী এলাকার সাধারণ মানুষের কাছে স্বল্প খরচে উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার বিম্বস্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছে মডার্ণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার। রাজশাহী জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তানোর পৌর সদরের হলের মোড়ে অবস্থিত মোহাম্মদ মার্কেটে মডার্ণ ডায়াগনস্টিক সেন্টারের অবস্থান।
উপজেলার প্রায় ৯০ ভাগ মানুষ কৃষিজীবী, জীবনধারণও সাধারণ। ফলে এসব মানুষ চাইলেও উন্নত চিকিৎসা সেবা নিতে জেলা শহরে যেতে পারে না। আবার উপজেলা সরকারী হাসপাতালেও কাঙ্খিত সেবা পায় না। তবে স্বল্প খরচে এসব মানুষের উন্নত স্বাস্খ্য সেবা প্রদানের অঙ্গীকার ও কাঙ্ক্ষিত মাণের স্বাস্থ্যসেবা দিয়ে চলেছে সরকার অনুমোদিত মডার্ণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার। এখানেই প্রতি মাসে গরিব ও অসহায় মানুষদের বিভিন্ন অসুখের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা প্রদানে মর্ডান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অন্যদের থেকে একধাপ এগিয়ে। এখানের বড় গুণ সাধারণ মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, মডার্ণ ক্লিনিকের প্রতিষ্ঠাতা পরিচালক উদ্যমী যুবক শাহাদত হোসেন। এখানে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, সার্বক্ষণিক একজন বিশেষজ্ঞ চিকিৎসক, আল্ট্রাসনোগ্রাফি, শীতাতাপ নিয়ন্ত্রিত ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এক্স-রেসহ ও বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞদের দিয়ে নির্ভুল রিপোর্ট প্রদান, দালাল ও ধূমপানমুক্ত উন্নত পরিবেশ এবং নিয়ম-শৃঙ্খলা, রোগী ও স্বজনদের সঙ্গে সুন্দর আচরণ ইত্যাদির মধ্যদিয়ে মডার্ণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবায় আস্থা ও ভরসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে। ফলে এখানে প্রতিনিয়ত বাড়ছে চিকিৎসাসেবা গ্রহণকারীদের সংখ্যা। আবার হাতের কাছে স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা পেয়ে এই জনপদের মানুষও খুশি। এই জনপদের সাধারণ মানুষ মডার্ণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উন্নতি ও সম্মৃদ্ধি কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে শাহাদত হোসেন সকালের সময়কে বলেন, তারা ব্যবসা নয়, মানবসেবার প্রত্যয় নিয়ে মডার্ণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু করেছেন।
তিনি আরো বলেন, আমরা সব সময় সাধারণ মানুষকে স্বল্প খরচে উন্নত চিকিৎসাসেবা দেয়ার চেস্টা করে যাচ্ছি। আগামীদিনেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।
তানোর উপজেলা সরকারি হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন, তানোরে মডার্ণ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্যসেবায় বড় ভূমিকা রাখছে।
জামান / জামান
বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক
হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা
মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন
রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র
রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক