ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

তানোরে পুকুরপাড়ের খাস জায়গা দখলে নিতে মারপিট


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৯-৫-২০২২ দুপুর ১২:৩৪
রাজশাহীর তানোরে খাস জায়গা দখলে নিতে মারপিটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কলমা ইউপির চকরতিরাম জামাই পুকুরপাড়ে দখল ও মারপিটের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভূমিহীন ও দখলদারদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় দখল নিয়ে আবারো রক্তক্ষয়ীর সংঘর্ষে মতো ঘটনা ঘপতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
 
সরেজমিন দেখা যায়, উপজেলার চকরতিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরে পাকা রাস্তা। ওই রাস্তা দিয়ে যাওয়া যায় চোরখৈর গ্রামে। চকরতিরাম গ্রামের পশ্চিমে রয়েছে জামাই কুড়ি বা জামাই পুকুর। ওই পুকুরের পাড়ের চারদিকে ওই প্রভাবশালী ও কিছু ভূমিহীন জায়গা নিজের মতো করে দখলে নিয়েছেন। পুকুরটি বরেন্দ্র থেকে খনন করা হয়েছিল। চারদিকে বাঁশ-দড়ি দিয়ে পুরো পাড় দখল করেছেন। এমনকি যাদের পাকা দালান বাড়ি আছে, তারাও টাকার বিনিময়ে দখল করছেন। জায়গা দখলে নিয়ে প্রভাবশালী মুনসুর তার ভাতিজা আশু, শাহজাহান, আনারুল এবং এমদাদুল বাঁশ-খুটি পুঁতে দড়ি দিয়ে দখল করেছেন।
 
সেখানে অসহায় অসুস্থ জামাল উদ্দিন জায়গা দখল করে বাড়ি করছেন। তিনি সকালের সময়কে জানান, আমার হার্টে রিং পরা আছে। চিকিৎসা কাজে আমার ভিটে বাড়ি বিক্রি করে কিছুই নেই। সবার কাছে ধরনা দেওয়ার পর একটা খাস জায়গা পেয়ে ঘর করছি। আমার দেখাদেখি অনেকেই করা শুরু করেছেন। ঘর বাড়ি থাকার পরও আশু দখলে নিয়েছেন। তার কাছে জানতে চাওয়া হয় আপনার বাড়ি থাকার পরও এখানে কে দখল করতে বলেছে তিনি জানান, আমার ছোট বাড়ি এজন্য। আনারুল নামের আরেক জন বাড়ি নির্মাণ করছিলেন তাকেও বলা হয় কে দখল করতে বলেছে তিনি জানান আমার মায়ের জন্য সামান্য জায়গা নিয়েছি গোলাপের মাধ্যমে।
 
বেশকিছু ভূমিহীনরা জানান, আমাদের বাড়ি ঘর তেমন নেই। এজন্য গোলাপ আমাদেরকে এখানে বাড়ি করতে বলেছেন। সে অনুযায়ী বাড়ি করছি। কিন্তু যাদের পাকা দালান বাড়ি আছে তারাও তো দখল করছেন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, জায়গা সরকারের আর মোটা অংকের টাকার বিনিময়ে গোলাপ প্রভাবশালীদেরও দখল করার অনুমতি দিয়েছেন।  জায়গা দখল নিয়ে গত বুধবার মারপিটও হয়। গোলাপ পুকুর চাষ করেন। এজন্য তিনি দখলের অনুমতি দিয়েছেন। অথচ বরেন্দ্র থেকে পুকুর খনন করে চারদিকে উঁচু করে মাটি ছিল।  সেই মাটি ছোট ছোট গাছপালা ঝোপঝাড় কেটে উৎসব করে দখল করছেন। জায়গা সরকারের হলেও যেন মালিক গোলাপ। তিনি টাকা নিয়ে অসহায় লোকজনদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছেন। আমরা তহসিলদারকে জানিয়েছি। কিন্তু তিনি কোন গুরুত্ব দেন নি।
 
উপজেলার কলমা ভূমি অফিসের সহকারী তহসিলদার মিজানুর রহমানের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি সকালের সময়কে জানান, আপনারা আমাকে লিখিত অভিযোগ দেন, ব্যবস্থ নিব। আমি কেন অভিযোগ দেব সরকারি জায়গা দখল করছে।
 
রক্ষা করার দায়িত্ব কার- প্রশ্ন করা হলে তিনিরে জানান, দেখছি, ব্যবস্থা নেয়া হবে বলে এড়িয়ে যান মিজান।

এমএসএম / জামান

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান

ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর তৎপরতায় এক শিক্ষার্থী ফিরে পেল বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন