ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

তানোরে পুকুরপাড়ের খাস জায়গা দখলে নিতে মারপিট


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৯-৫-২০২২ দুপুর ১২:৩৪
রাজশাহীর তানোরে খাস জায়গা দখলে নিতে মারপিটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার কলমা ইউপির চকরতিরাম জামাই পুকুরপাড়ে দখল ও মারপিটের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভূমিহীন ও দখলদারদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় দখল নিয়ে আবারো রক্তক্ষয়ীর সংঘর্ষে মতো ঘটনা ঘপতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
 
সরেজমিন দেখা যায়, উপজেলার চকরতিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরে পাকা রাস্তা। ওই রাস্তা দিয়ে যাওয়া যায় চোরখৈর গ্রামে। চকরতিরাম গ্রামের পশ্চিমে রয়েছে জামাই কুড়ি বা জামাই পুকুর। ওই পুকুরের পাড়ের চারদিকে ওই প্রভাবশালী ও কিছু ভূমিহীন জায়গা নিজের মতো করে দখলে নিয়েছেন। পুকুরটি বরেন্দ্র থেকে খনন করা হয়েছিল। চারদিকে বাঁশ-দড়ি দিয়ে পুরো পাড় দখল করেছেন। এমনকি যাদের পাকা দালান বাড়ি আছে, তারাও টাকার বিনিময়ে দখল করছেন। জায়গা দখলে নিয়ে প্রভাবশালী মুনসুর তার ভাতিজা আশু, শাহজাহান, আনারুল এবং এমদাদুল বাঁশ-খুটি পুঁতে দড়ি দিয়ে দখল করেছেন।
 
সেখানে অসহায় অসুস্থ জামাল উদ্দিন জায়গা দখল করে বাড়ি করছেন। তিনি সকালের সময়কে জানান, আমার হার্টে রিং পরা আছে। চিকিৎসা কাজে আমার ভিটে বাড়ি বিক্রি করে কিছুই নেই। সবার কাছে ধরনা দেওয়ার পর একটা খাস জায়গা পেয়ে ঘর করছি। আমার দেখাদেখি অনেকেই করা শুরু করেছেন। ঘর বাড়ি থাকার পরও আশু দখলে নিয়েছেন। তার কাছে জানতে চাওয়া হয় আপনার বাড়ি থাকার পরও এখানে কে দখল করতে বলেছে তিনি জানান, আমার ছোট বাড়ি এজন্য। আনারুল নামের আরেক জন বাড়ি নির্মাণ করছিলেন তাকেও বলা হয় কে দখল করতে বলেছে তিনি জানান আমার মায়ের জন্য সামান্য জায়গা নিয়েছি গোলাপের মাধ্যমে।
 
বেশকিছু ভূমিহীনরা জানান, আমাদের বাড়ি ঘর তেমন নেই। এজন্য গোলাপ আমাদেরকে এখানে বাড়ি করতে বলেছেন। সে অনুযায়ী বাড়ি করছি। কিন্তু যাদের পাকা দালান বাড়ি আছে তারাও তো দখল করছেন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, জায়গা সরকারের আর মোটা অংকের টাকার বিনিময়ে গোলাপ প্রভাবশালীদেরও দখল করার অনুমতি দিয়েছেন।  জায়গা দখল নিয়ে গত বুধবার মারপিটও হয়। গোলাপ পুকুর চাষ করেন। এজন্য তিনি দখলের অনুমতি দিয়েছেন। অথচ বরেন্দ্র থেকে পুকুর খনন করে চারদিকে উঁচু করে মাটি ছিল।  সেই মাটি ছোট ছোট গাছপালা ঝোপঝাড় কেটে উৎসব করে দখল করছেন। জায়গা সরকারের হলেও যেন মালিক গোলাপ। তিনি টাকা নিয়ে অসহায় লোকজনদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছেন। আমরা তহসিলদারকে জানিয়েছি। কিন্তু তিনি কোন গুরুত্ব দেন নি।
 
উপজেলার কলমা ভূমি অফিসের সহকারী তহসিলদার মিজানুর রহমানের কাছে এসব বিষয়ে জানতে চাইলে তিনি সকালের সময়কে জানান, আপনারা আমাকে লিখিত অভিযোগ দেন, ব্যবস্থ নিব। আমি কেন অভিযোগ দেব সরকারি জায়গা দখল করছে।
 
রক্ষা করার দায়িত্ব কার- প্রশ্ন করা হলে তিনিরে জানান, দেখছি, ব্যবস্থা নেয়া হবে বলে এড়িয়ে যান মিজান।

এমএসএম / জামান

বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন

বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন

হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক

হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা

মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন

রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

​সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র

রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক

বেড়ায় ধর্মীয়-সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করল জামায়াতে ইসলামী