লোহাগড়ায় নিজাম হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন নিয়ে এলাকাবাসীর নানান জল্পনা-কল্পনা

নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের নিজাম হত্যাকাণ্ডের নতুন মোড় উন্মোচিত হতে যাচ্ছে। পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করছেন সচেতন মহল। শুক্রবার (৩ জুন) সরেজমিন অনুসন্ধানে গেলে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, ওই গ্রামের হেমায়েত শেখের ছেলে শাহ আলমের স্ত্রী জেসমিন নামে এক গৃহবধূর বাড়িতে নিজামের যাতায়াত ছিল। জানা গেছে, শাহ আলম নিজামের বাড়িতে কাজ করত এবং নিজামই নোয়াগ্রাম গ্রামের জামাল বাদশার মেয়ে জেসমিনের সাথে শাহ আলমকে বিয়ে দেন। পরবর্তীতে শাহ আলম জাহাজে চাকরি নেন। নিজাম প্রায়ই ওই গৃহবধূর সাথে মোবাইলে কথাবর্তা বলতেন এবং মাঝেমধ্যে ওই বাড়িতে রাতযাপনও করতেন বলে তারা জানান।
এদিকে সরেজমিন দেখা যায়, নিজাম হত্যাকাণ্ডের স্থান থেকে ওই গৃহবধূর বাড়ি অনুমানিক ২০ ফুট দূরে এবং তার রান্নাঘরের পাটকাঠির বেড়ায় ঘরের খুঁটিতে দুর্বৃত্তের রক্তমাখা হাতের ছাপ রয়েছে। এছাড়া ওই গৃহবধূর টিনের ঘরের বারান্দার দরজায় বাঁশের খুঁটিতে এবং টিনের বেড়ায় রক্তসদৃশ ফোঁটা ও হাতের ছাপ লক্ষ্য করা গেছে। এ কারণে সচেতন মহলে এই হত্যাকাণ্ড নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।
এলাকার শান্তিপ্রিয় মানুষ এই হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনে পিআইবির তদন্তের দাবি জানান। অহেতুক নিরীহ মানুষদের মামলায় জড়িয়ে হয়রানি করার নিন্দাও জানান তারা। পূর্বশত্রুতার জেরে এলাকার বাইরে থাকা অনেককে বভিন্ন ধারায় আসামি দেয়া দুঃখজনক বলেও তারা মন্তব্য করেন
এছাড়া মজিবার শেখ, আবুয়াল শেখ ও হেমায়েত শেখের বাড়ির মধ্যবর্তী স্থানে নিজাম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এখানে মজিবর ও আবুয়ালের ছেলেরা আসামি হলেও জেসমিনের পরিবারের কেউ আসামি না হয়েও পলাতক থাকায় এলাকায় চলছে নানান গুঞ্জন।
এদিতে আসামিপক্ষের বাড়ির মহিলারা ভয়ে নাম প্রকাশ না করার শর্তে জানান, নিজাম হত্যাকাণ্ডের সাথে সাথেই বাড়ি পুরুষশূন্য হওয়ায় একই গ্রামের মিশকাত শেখের ছেলে রোমান শেখ, তামিম শেখ, কবির শেখ, সবুজ শেখ, মৃত হালিম শেখের ছেলে আমিনুল শেখ ওরফে নিঠুর ও পান্নু শেখ, মৃত ফায়েক শেখের ছেলে কামাল শেখ ও কুটি শেখ, মৃত বাদশা শেখের ছেলে মিশকাত শেখ, মুক্ত মোল্যার ছেলে দেলবার, মবিন মোল্যার ছেলে লিংকন, টুলু শেখের ছেলে জহিরসহ অজ্ঞাত ১৫-২০ জন এসে বাড়িঘর কুপিয়ে বসবাসের অনুপযোগী করে গরু, ছাগল, হাঁস-মুরগি, টিভি, ফ্রিজসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে গেছে। এছাড়া দীর্ঘদিন ঢাকায় অবস্থান করছে এবং এলাকার সাথে কোনো সংযোগ নেই এমন কয়েকজনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসামি করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনপূর্বক মিথ্যা মামলায় দোষী সাব্যস্তকারীদের মুক্তি চান তারা।
এদিকে, এজাহারভুক্ত ১৪নং আসামি আলিম বিশ্বাসকে খুলনা থেকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মিলন।
অনুসন্ধানে আরো জানা গেছে, আটক আলিম বিশ্বাস নিহত নিজামের বাড়িতে কাজ করতেন এবং সব সময় তার সাথেই থাকতেন। এমনকি ঘটনার সময়ও আলিম নিজামের সাথে স্বশরীরে উপস্থিত ছিলেন বলে জানা যায়। এক্ষেত্রে আলিমকে জিজ্ঞাসাবাদ করলে খুনের আসল রহস্য বেরিয়ে আসবে বলে সচেতন মহল মনে করেন।
উল্লেখ্য, গত ৩০ মে রাত ৯টায় নিজাম শেখ দুর্বিত্তদের হাতে মর্মান্তিকভাবে খুন হন।
এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
