ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন-র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৫-৬-২০২২ দুপুর ৪:১৫
‘একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ স্লোগানে গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে ও পরিবেশবাদী সকল সংগঠনের সমন্বয়ে মানববন্ধন, র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালনের মধ্যদিয়ে মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রোববার (৫ জুন) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক আব্দুল লতিফের উপস্থিতিতে একটি নাগলিঙ্গম গাছের চারা ও পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের উপস্থিতিতে একটি শত বকুল গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসুচির উদ্বোধন করা হয়।
 
এরপর গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট, মানিকগঞ্জ প্রেসক্লাব, পালক, দিশারী, আলোর পথ, সৃজন ওপেন রোভার স্কাউট, মানুষের পাশে, সেভ দ্য নেচার এবং ইযুথ গ্রিন ক্লাবের পরিবেশকর্মীদের উপস্থিতিতে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধন কর্মসূচিতে মানিকগঞ্জ জেলার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাড. দীপক কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন- গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, প্রেসক্লাবের সাধারণন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বারসিকের সমন্বয়কারী বিমল রায়, গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট মানিকগঞ্জ জেলার সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য রাজ্জাক হোসাইন রাজ, পৌর শাখার সভাপতি শুভ হক, সাধারণ সম্পাদক অভিজিৎ সরকারসহ অনেকে।
 
এ সময় গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট মানিকগঞ্জ জেলার সভাপতি রাজ্জাক হোসাইন রাজ বলেন পরিবেশ রক্ষা না করে পরিবেশকে ধ্বংসের পথে নিয়ে মানুষ যদি মনে করে আমরাই পৃথিবীতে বাস করব, তবে মানুষ একসময় ডায়নোসরের মতো বিলুপ্ত হয়ে যাবে। নদী, মাটি, বায়ু, শব্দসহ সব ক্ষেত্রেই পরিবেশ দুষিত হচ্ছে, আমাদের দেশে এ পরিবেশ রক্ষায় একটি মন্ত্রণালয়ও আছে। কিন্তু দীর্ঘ দিন ধরে এ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কোনো কর্মকাণ্ড আমাদের চোখে পড়েনি।
 
তিনি বলেন, শিল্প কারখানার বর্জ্য, ইটভাটার মাধ্যমে দূষণ হচ্ছে অহরহ। আমাদের দেশে ভেজালবিরোধী অভিযান করছে ভোক্তা অধিকার অধিদপ্তর। অথচ নিষিদ্ধ পলিথিন গ্রাম-গঞ্জ-শহরে মানুষের হাতে হাতে, কিন্তু কোনো অভিযান নেই। শিল্প কারখানা ও ইটভাটা প্রতিনিয়ত পরিবেশের ক্ষতি করছে, কিন্তু আমাদের পরিবেশ মন্ত্রণালয়, এমনকি পরিবেশ অধিদপ্তরের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশের ওপর চ্যাম্পিয়নস অব আর্থ পুরস্কার পেয়েছেন।পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের প্রতিটি অঞ্চলের গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্টের সদস্যদের এগিয়ে আসতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে পরিবেশ রক্ষায় যুদ্ধে নামতে হবে।
 
আলোচনায় সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর আহাম্মেদ বলেন, নিজের বাড়ি, নিজের আঙিনা ও আশপাশের গাছগুলোর যেন যত্ন করি। এ গাছগুলো যেন কেটে না ফেলি। একটি গাছ কাটার আগে ভাবতে হবে, কয়টা গাছ লাগানো যায়। তাহলেই আমাদের পরিবেশ রক্ষা হবে।
 
মানববন্ধন কর্মসূচিতে প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী বলেন, আমাদের দেশে শুধু উন্নয়ন হলেই হবেনা পরিবেশ বান্ধব উন্নয়ন করতে হবে আমাদের দেশে মানুষ্য সৃষ্ট বর্জ্যের পাশাপাশি ই-বর্জ্য বারছে মোবাইল কম্পিউটার সহ সকল ইলেকট্রনিক পন্যের পরিত্যক্ত বর্জ্য ব্যাবস্থাপনার দিকে আমাদের সময় এসেছে পাশাপাশি পরিবেশ আইন বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর কে আরো একটিভ হতে হবে।
 
সভাপতির বক্তব্যে অ্যাড. দীপক ঘোষ ৫ দফা কর্মসূচি দিয়ে বলেন, আমাদের মানিকগঞ্জ শহরের ভিতর দিয়ে একটি মাত্র খাল যা আজ ময়লার ভাগারে পরিনত হয়েছে আগেও খাল সংস্কার হয়েছে কিন্তু আজ তা ভাগার তাই বছর বছর খাল সংস্কারের নামে অর্থ লোপাট যাতে না হয় সেদিকে পৌরপিতার দৃষ্টি আকর্ষণ করেন এবং জেলার সকল শাখা নদীতে দূষন দখল বন্ধ এবং শহরের খালঘেঁষা প্রতিটি মার্কেটের ব্যবসায়ীদের নিজস্ব ডাস্টবিন ব্যবহারের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
 
বিমল রায়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট সাটুরিয়া উপজেলার সভাপতি আপেল মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম মওলা, দৌলতপুর উপজেলার সভাপতি জনি, সাধারণ সম্পাদক কাউছার আহাম্মেদ, সদর উপজেলার আহ্বায়ক ওয়াসিম, যুগ্ম-আহ্বায়ক শ্যামল, মিজানুর রহমান মিজান, সিংগাইর উপজেলার সাধারণ সম্পাদক জাফর তালুকদারসহ অনেকে।

এমএসএম / জামান

নেত্রকোণায় ভাষাসৈনিক এসকে চৌধুরী শিক্ষা বৃত্তি পেয়েছে ৩০ শিক্ষার্থী

শরীফ উসমান হাদী'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী

আ’লীগের সাধারণ সম্পাদক মিতা বিরামপুরে গ্রেপ্তার

গোদাগাড়ীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা

সাতক্ষীরা শহরে বেপরোয়া কিশোর গ্যাং প্রশাসনের ভূমিকা নিরব

কাশিমপুরে ‘ভাড়াটিয়া’ পরিবারের ওপর আবুল বাসারের পুত্রের বর্বরোচিত হামলা, শিশুসহ আহত ৩

ঈশ্বরদীতে এবার পুলিশ কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও টাকা লুটে এলাকায় অতঙ্কের সৃষ্টি

সিংড়ায় পানি সেচকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটের অভিযোগ

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলামের বাড়ির অগ্নিসংযোগ ও ভাঙচুর

রাণীনগরে দিন দুপুর সুন্ধ্যাই চুরি বাড়ছে উপজেলা জুড়ে আতঙ্ক নির্বিকার পুলিশ প্রশাসন

ধানের শীষকে বিজয়ী করতে তালার মহিলা নেত্রী মিনির নিরলস প্রচেষ্টা

রাজস্থলীতে পাহাড়ী ঐতিহ্য শীতের পিঠা জমে উঠেছে বিক্রি

মনোহরগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল