মানুষের জীবন বাঁচাতে জীবন দিলেন ৯ ফায়ার সার্ভিস কর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্মাট গ্রুপের প্রতিষ্ঠান বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছে নিহত ৫০ জনের মধ্যে ফায়ার সার্ভিসের ৯ কর্মী। এরমধ্যে আরও ৬ জন আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে নিখোঁজ রয়েছে। নিহত ফায়ার সার্ভিসের কর্মীদের চট্টগ্রামের মানুষ তাদেরকে বীর শহীদ হিসেবে আখ্যায়িত করেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছে।
নিহত ও নিখোঁজ কর্মীদের পরিচয়সহ একটি তালিকা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে কুমিরা ফায়ার স্টেশনের ৫ কর্মী ও সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ৩ কর্মীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। কুমিরা ফায়ার স্টেশনের লিডার মিঠু দেওয়ান (রাঙ্গামাটি), ফায়ারফাইটার মো. রানা মিয়া (মানিকগঞ্জ), আলাউদ্দিন (নোয়াখালী), শাকিল তরফদার এবং নার্সিং অ্যাটেনডেন্ট মনিরুজ্জামান (কুমিল্লা) নিহত হয়েছেন সীতাকুণ্ড ফায়ার স্টেশনের লিডার নিপন চাকমা (রাঙ্গামাটি), ফায়ারফাইটার রমজানুল ইসলাম (শেরপুর) ও সালাউদ্দিন কাদের চৌধুরী (ফেনী) নিহত হয়েছেন। নিখোঁজ ৪ জন হলেন-কুমিরা ফায়ার স্টেশনের লিডার ইমরান হোসেন মজুমদার (চাঁদপুর) ও ফায়ারফাইটার শফিউল ইসলাম (সিরাজগঞ্জ) এবং সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফায়ারফাইটার রবিউল ইসলাম (নওগাঁ) ও ফরিদুজ্জামান (রংপুর)। ফায়ার সার্ভিসের জানিয়েছে, মোট ৯ জন কর্মীর মরদেহ পাওয়া গেলেও, পরিচয় শনাক্ত করা গেছে ৮ জনের। এ পর্যন্ত নিখোঁজ ফায়ার সার্ভিসের ৪ কর্মীর মধ্যে অপর মরদেহটি কার তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে রবিবার দুপুরে গুরুতর আহত অবস্থায় কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী গাউসুল আজম ও সীতাকুণ্ডু স্টেশনের রবিউলকে হেলিকপ্টারযোগে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়য়।গাউসুলের শরীরের ৮০ শতাংশ এবং রবিউলের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। এদিকে ডিপোতে রাসায়নিক পদার্থ থাকা ৪টি কনটেইনার শনাক্ত
সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনার পর বিএম ডিপোতে রাসায়নিক পদার্থ থাকা চারটি কনটেইনার শনাক্ত করেছে সেনাবাহিনী। সংস্থাটির ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল এ তথ্য জানিয়েছেন।
আরিফুল ইসলাম হিমেল বলেন, ডিপোতে থাকা চারটি কনটেইনারে রাসায়নিক পদার্থ থাকার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এই কন্টেইনারগুলো বিশেষ পদ্ধতিতে অপসারণ করার চেষ্টা করা হচ্ছে।’বর্তমানে বিএম কন্টেইনার ডিপোতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের ১৮৩ জন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত ৪৯ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুইশ জন। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন ৯ জন। হতাহতদের উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে কোন ধরণের সহায়তা করেনি কর্তৃপক্ষের লোকজন। যার কারণে দমকল বাহিনীর কর্মীদের মৃত্যুবরণ করতে হয়েছে। হতাহতদের বাড়ি অধিকাংশ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। হতাহতদের চিকিৎসা সেবা এবং সহায়তার জন্য কর্তৃপক্ষের কোন লোকজনকে দেখা যায়নি। নিহতেদের ১০লাখ টাকা অঙ্গহানিদের ৬ লাখ টাকা এবং আতত পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপুরণ দেয়ার ঘোষণা দেন প্রতিষ্ঠানের জিএম মেজর (অবঃ) শামসুল হায়দার সিদ্দিকী। স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান চট্টগ্রামের বাঁশখালী সংসদীয় আসন থেকে গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছে। বিএম কনটেইনারে বিস্ফোরক দ্রব্য আমদানী এবং দীর্ঘদিন ধরে মওজুদ রাখা হলেও চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ঠ দপ্তরগুলোর বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে।
উল্লেখ্য শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে কদমরসুল এলাকায় বিএম ডিপোতে ভয়াবহ আগুনের পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪৯ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মরদেহের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে কাজ শুরু করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৬ জুন) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের সামনে নমুনা সংগ্রহ করা হচ্ছে। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুন্ডে কদম রসুলস্থ জায়গায় অবস্থিত বি.এম কনটেইনার ডিপোতে কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনার ফলে ভয়াবহ অগ্নিকান্ড ও বিষ্ফোরনের ঘটনায় দায়িদের কঠোর শাস্তি, আহতদের উন্নত চিকিৎসার পাশাপাশি পরিবারের আজীবনের দায়িত্বভার গ্রহন, নিহতদের আমৃত্যু উপার্জনের সমপরিমান ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মোঃ মামুন এবং বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম।
এমএসএম / এমএসএম

শীর্ষ মানবপাচার চক্রের মূল হোতা আটক

বাকেরগঞ্জে কোটি টাকার সেতু কাজে আসছে না, উঠতে হয় মই দিয়ে!

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান, ১০ জেলে গ্রেফতার

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালাবদ্ধ দোকানঘর থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার; পলাতক স্বামী

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড

পটুয়াখালীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ
