ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

তানোরে মানহীন শিক্ষক সমিতির প্রশ্নপত্রে পরীক্ষা, বিব্রত শিক্ষক-শিক্ষার্থীরা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৫-৬-২০২২ দুপুর ২:৩৫
রাজশাহীর তানোরে মাধ্যমিক শিক্ষক সমিতির চাপিয়ে দেয়া মানহীন প্রশ্নপত্র নিয়ে বিব্রত অবস্থায় পড়েছেন শিক্ষক মহল বলে অভিযোগ উঠেছে। শুধু তারাই নন, শিক্ষার্থীরাও বেকায়দায় পড়েছে। ফলে এসব প্রশ্নের কারণেই মেধাশূন্য হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
 
জানা গেছে, চলতি মাসে উপজেলায় অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আওতায় রয়েছে ৫৩টি স্কুল। এসব স্কুলে সমিতি জোরপূর্বক প্রশ্নপত্র দিয়েছে। এসব প্রশ্নপত্র এতই মানহীন, যা কল্পনাতীত।
 
বেশি কয়েকজন প্রধান শিক্ষক জানান, নিয়ম হচ্ছে যে বিষয়ের শিক্ষক তারা প্রশ্ন পত্র তৈরি করবেন। কিন্তু তানোর শিক্ষক সমিতির সভাপতি চাপড়া স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর ও সম্পাদক আকচা স্কুলের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন জোর করে এবং এমপির ভয় দেখিয়ে প্রশ্নপত্র তৈরি করে দিয়েছেন। এত মানহীন প্রশ্নপত্র আমরা শিক্ষকতা জীবনে দেখিনি। শিক্ষার্থীরা প্রশ্ন বুঝতেই পারছে না। শুধু হাতে প্রশ্ন নিয়ে ছোটাছুটি করছে। তাদের কথা কী বলব, আমরাই তো বুঝতে পারছি না। এই সমিতির কোনো অধিকার নেই প্রশ্নপত্র তৈরি করে প্রতিষ্ঠানে দেয়ার। তারপরও ভয়ভীতি দেখিয়ে প্রশ্নপত্র দিয়েছে।
 
দরগাডাঙ্গা স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সকালের সময়কে জানান, আমরা সমিতি থেকে প্রশ্ন নিতে ইচ্ছুক নই। কিন্তু এমপির ভয় দেখিয়ে প্রশ্ন দিয়েছে। এভাবে চললে তানোরে শিক্ষা ব্যবস্থা অচিরেই ধ্বংস হবে। যারা তাদের সমিতির আওতায় নেই, সেসব স্কুলের প্রশ্নপত্রের যে মান, তার পাঁচ ভাগও মান নেই তানোর শিক্ষক সমিতির প্রশ্নে। শুধু তাই নয়, তারা অবসরপ্রাপ্ত শিক্ষকদেরও টাকা দিচ্ছে না।
 
চন্দন কোঠা স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সকালের সময়কে জানান, তানোর শিক্ষক সমিতির উপদেষ্টা এমপি মহোদয়। তার নাম করে সভাপতি-সম্পাদক এসব মানহীন প্রশ্ন দিয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার পাঁয়তারা শুরু করেছেন। তারা অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতাও দিচ্ছে না। আমার চাচাকে মাত্র ৩০ হাজার টাকা দিয়েছে। বাকি টাকার জন্য কয়েক মাস ধরে ঘুরেও নাগাল মিলছে না।
 
তিনি আরো জানান, এমপিকে সমিতির উপদেষ্টা করে সভাপতি-সম্পাদক যা খুশি সেটাই করছেন। আগামীতে আর সমিতিতে থাকব না। এত অনিয়ম মেনে নেয়া যায় না।
 
বনগাঁ চকরহমত স্কুলের দায়িত্বে থাকা প্রধান শিক্ষক মাহবুর সকালের সময়কে জানান, প্রশ্ন মানহীন এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কী করার আছে। এভাবে প্রশ্ন দেয়া ঠিক নয়।
 
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষক জানান, এমপি সমিতির উপদেষ্টা, এই এলাকার শিক্ষা ব্যবস্থা উন্নত করতে সমিতি করেছেন। কিন্তু দুই শিক্ষক নেতা সেটাকে পুঁজি করে বাণিজ্যিকীকরণ করছেন। তারা যে প্রশ্ন দিয়েছেন তা একেবারেই মানহীন।উপজেলায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৬৭টি। এরমধ্যে তানোর সমিতির আওতায় ৫৩টি প্রতিষ্ঠান রয়েছে। এই ৫৩টি প্রতিষ্ঠানে তানোর সমিতির প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে। বাকিগুলোয় বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে।
 
তানোর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আকচা স্কুলের প্রধান শিক্ষক আসলাম উদ্দিন সকালের সময়কে জানান, সারাদেশে সমিতির প্রশ্নে পরীক্ষা হয়। আমরা আলাদা সমিতি, আমাদের প্রশ্নপত্রে ৫৩টি স্কুলে পরীক্ষা হচ্ছে।
 
এভাবে শিক্ষাকে ভাগ করা যায় কি-না এবং আপনাদের প্রশ্নপত্র একেবারে মানহীন, সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মানহীনের বিষয়টি সঠিক নয়।
 
সমিতির সভাপতি চাপড়া স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর রহমান সকালের সময়কে  জানান, সব বিষয়ে মাথা দিলে হবে না। সমিতির উপদেষ্টা এমপি সাহেব বুঝতে হবে। এমপি কি আপনাকে প্রশ্নপত্র দিতে বলেছে- জানতে চাইলে কোনো জবাব না দিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান সকালের সময়কে জানান, তাদের প্রশ্নপত্র তৈরি করার কোনো নিয়ম নেই। আমি কর্তৃপক্ষকে অবহিত করেছি। কিন্তু তারাও গুরুত্ব দিচ্ছেন না।

এমএসএম / জামান

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান

ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর তৎপরতায় এক শিক্ষার্থী ফিরে পেল বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন