নাজুক বেড়িবাঁধ নিয়ে শঙ্কায় দিন কাটছে সন্দ্বীপবাসীর

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের চৌকাতলী আবদুল হাজী সড়ক থেকে বেড়িবাঁধের অংশ হতে গনু হাজী সড়কের অংশ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতি বছর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের কারণে বিধ্বস্ত হয়ে যায় সারিকাইতবাসীর জীবন। লবণাক্ত পানিতে নিমগ্ন থাকার কারণে এলাকার ভৌত অবকাঠামো তথা রাস্তাঘাটের ব্যাপক ক্ষতিসাধন হয়। নষ্ট হয় ঘরবাড়ি, মাছের ঘের, প্রজেক্টসহ জমির ফসল। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করে। এ থেকে পরিত্রাণের একমাত্র পথ প্রযুক্তিনির্ভর টেকসই বেড়িবাঁধ নির্মাণ। কিন্তু টেকসই বেড়িবাঁধ নির্মাণ তো দূরের কথা, জোড়াতালির মেরামতও জোটেনি দক্ষিণ সন্দ্বীপ সারিকাইত ইউনিয়নের বাসিন্দাদের কপালে।

সরেজমিনে দেখা গেছে, জরাজীর্ণ বেড়িবাঁধের কারণে নদীতে জোয়ার স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেলেই বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে। স্থানীয় সংসদ সদস্যের প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের ১৯৭ কোটি টাকা ব্যয়ে মোট ৭টি প্যাকেজে চলমান সন্দ্বীপের মগধরা, সারিকাইত ও রহমতপুর ইউনিয়নের ৯.৮০ কিলোমিটার সিসি ব্লকসহ বেড়িবাঁধের মাটির কাজ ও ১.২০ কিলোমিটার মাটির কাজ ২০১৭ সাল থেকে শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দুর্ভোগ কাটেনি এ অঞ্চলের বাসিন্দাদের। সন্দ্বীপে সরকারের মেগা এ প্রকল্পটি বাবায়নে ঠিকাদারদের গাফিলতিতে ক্ষুব্ধ স্বয়ং সরকারি দলের নেতাকর্মীরাও। ২০১৮ সালের ডিসেম্বর থেকে কয়েকটি স্পটে কাজ শুরু করলেও এখনো শেষ করতে পারেনি। অন্যান্য প্যাকেজের কাজ চলমান থাকলেও ডলি কন্সট্রাকশন কোম্পানির কাজের গাফিলতিতে নির্ধারিত সময়ে মোট কাজের ৫ শতাংশ করেনি বলে অভিযোগ স্থানীয় বাসীন্দাদের। সারিকাইত ৬ নম্ববর ওয়ার্ডের চৌকাতলী এলাকা ডলি কন্সট্রাকশন কোম্পানির আওতাধীন থাকা অবস্থায় কোনো কাজ করেনি ডলি কন্সট্রাকশন। ফলে বিগত তিন বছরসহ চলতি বছরও বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে প্লাবিত হয়। বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে ডলি কন্সট্রাকশনের কাজ বাতিল করে বিশ্বাস বিল্ডার্সের কাছে ১.৫ কিলোমিটারের. কাজ হস্তান্তর করা হয়।
সারিকাইত ইউনিয়নের চৌকাতলী এলাকার স্থানীয় বাসিন্দা মাস্টার দেলোয়ার হোসেন বলেন, বিগত কয়েক বছর যাবৎ আমরা এই জোয়ারের পানির কারণে কষ্টে আছি। এ বছর বর্ষা শুরুর দিকে কষ্ট করেছি। বর্তমানে বেড়িবাঁধের কাজ কিছু দৃশ্যমান দেখে কিছুটা আনন্দিত হলেও শঙ্কা কাটাতে পারছি না। তবে কাজ যেভাবেই হোক তা যেন টেকসই হয় সেদিকে যাতে কর্তৃপক্ষের সুদৃষ্টি থাকে সে প্রত্যাশা থাকবে।
এ বিষয়ে সারিকাইত ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির বলেন, আমি গত বুধবার বেড়িবাঁধ এলাকা পরিদর্শনে গিয়েছিলাম। আগের কন্সট্রাকশন কোম্পানির গাফিলতিতে আমাদের সাধারণ জনগণের বহু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বর্তমান বরাদ্দ পাওয়া বিশ্বাস বিল্ডার্স কোম্পানির কাজের অগ্রগতি দেখে বেশ সন্তোষজনক মনে হয়েছে। এ বিষয়ে আমাদের এমপি মহোদয়ের অনেক অবদান রয়েছে। আমি উনাকে ধন্যবাদ জানাই।
বেড়িবাঁধ পরিদর্শনে এসে সাংসদ মাহফুজুর রহমান মিতা বলেন, ঠিকাদার কর্তৃক যথাসময়ে বেড়িবাঁধের কাজ সম্পন্ন না হওয়ায় অরক্ষিত হয়ে আছে সন্দ্বীপের দক্ষিণ ও পশ্চিম উপকূল। এ বিষয়ে বহু চেষ্টা ও ঠিকাদারকে কাজ শেষ করতে বলা হলেও করেনি। বিষয়টি নজরে আছে। খুব তাড়াতাড়ি এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব হবে।
এ বিষয়ে বিশ্বাস বিল্ডার্সের সার্ভে ইঞ্জিনিয়ার তৈয়বুর রহমান বলেন, আমরা যতটুক কাজ পেয়েছি তা প্রায় শেষ হয়েছে। সারিকাইত ইউনিয়নের ডলি কনস্ট্রাকশনের অসম্পূর্ণ যতটুকু কাজ পেয়েছি তার জন্য আমাদের নির্ধারিত সময় বেঁধে দেয়া হয়নি। এ কাজ সম্পূর্ণ শেষ করতে আমাদের মোটামুটি দুই বছর লাগতে পারে। আমরা ১.৫ কি.মি কাজ পেয়েছি, তা সম্পূর্ণ নতুন কাজের মতোই। পূর্বের কোম্পানি কিছুই করেনি। আমরা যথেষ্ট চেষ্টা করছি তাড়াতাড়ি কাজ শেষ করার। ইতোমধ্যে আমাদের ২০০ মিটার কাজ ব্লকসহ সম্পূর্ণ শেষ। বাকি অংশে মাটির কাজ চলমান।
এমএসএম / জামান

পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ ডিসেম্বরে শেষ হবে-পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন

ভূরুঙ্গামারীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করেছেন ডাক্তার মোঃ ইউনুস আলী

৩১ দফা বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়: মনোয়ার সরকার

যানজটের কবলে হাতহাজারী কাচারী সড়ক

বড়াইগ্রামে মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ, তরুণ সাংবাদিকদের নেতৃত্বে নতুন কমিটি

সন্দ্বীপে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন

ঘোড়াঘাটে নতুন বরকে পাশের ঘরে রেখে নববধূর আত্মহনন

ডাসারে প্রতিবন্ধী ও দুগ্ধ খাতের মাঝে সুদমুক্ত ঋণ প্রদান

বড়লেখা সীমান্তে রোহিঙ্গাসহ পুশইন করা ১৬ জনের পরিচয় শনাক্ত, থানায় সোপর্দ

পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান

ভূঞাপুরে গাছে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অতিরিক্ত বিচারপতি হলেন ভূঞাপুরের সাইফুল ইসলাম
Link Copied