বন্যার্তদের পাশে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা

সিলেটের বন্যা কবলিত মানুষদের দুই লক্ষ টাকা আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে পাশে দাঁড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।
"দেশের ক্রান্তিলগ্নে সজাগ বশেমুরবিপ্রবি" এই স্লোগানকে সামনে রেখে সিলেট - সুনামগঞ্জে বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , গোপালগঞ্জ এর শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি দল আজ মঙ্গলবার বিকেল ৪ টায় রওনা করবে।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সিলেট বিভাগীয় এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক , শিক্ষার্থী , কর্মকর্তা ও কর্মচারীসহ অন্যান্য মাধ্যম থেকে প্রাপ্ত সহায়তার পরিমাণ ২০০,০০০ লক্ষ টাকার অধিক । আজ মঙ্গলবার সিলেটগামী প্রতিনিধি সেচ্ছাসেবীদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা তারা প্রকাশ করেন।
তারা আরও বলেন, বন্যাকবলিত এলাকার জন্য ত্রাণ সহায়তা সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে । ভবিষ্যৎ এ বন্যার পরিস্থিতি বিবেচনা করে সে সহায়তাও পৌঁছে দেওয়া হবে । ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার জন্য আইন বিভাগের মো . নাঈম ইসলাম ( ১৬-১৭), এএসভিএম বিভাগের তানবীর আহমেদ হ্যারী (১৭-২৮) , সিএসই বিভাগের আল রাহিম দিহান (১৮-১৯) এবং মো . রুপন ইসলাম শুভ( ১৮-১৯), লোক প্রশাসন বিভাগের ফজলে রাব্বী ফাহিম (১৮-১৯) শিক্ষার্থী যাবেন বলে জানিয়েছেন।
ইতিহাস বিভাগ ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ বলেন, "দেশের এই ক্রান্তিলগ্নে বন্যাদুর্গত সিলেট সুনামগঞ্জের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের একদল মানবিক শিক্ষার্থী তাদের জন্য অর্থ সংগ্রহ করার চেষ্টা করতেছিলাম। ইতিমধ্যে আমরা প্রায় ২ লাখ টাকা প্রথম ধাপে সংগ্রহ করতে পেরেছি। ইতোমধ্যে ৫ সদস্যের একটি টিম সিলেট সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। দ্বিতীয় ধাপে আমাদের অর্থ সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য মাধ্যমে যারা আমাদের অর্থ দিয়ে সাহায্য করেছেন। সেই সাথে বলতে চাই ভবিষ্যতে দেশের যে কোন ক্লান্তি লগ্নে আমরা কাজ করতে প্রস্তুত।
উল্লেখ্য, গত ১১ মে ২০২২ থেকে আসাম ও অরুণাচল প্রদেশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে সুরমা নদী,কুশিয়ারা নদী ও অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বৃহত্তর সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। প্রায় ৪০ লক্ষ মানুষ পানি বন্ধী অবস্থায় আছে।
এমএসএম / এমএসএম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

রাবিতে শাটডাউন প্রত্যাহার, ক্লাস-পরীক্ষা বর্জন জাতীয়তাবাদী শিক্ষকদের

পিছানো হল চাকসু নির্বাচন

রাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ‘কমপ্লিট শাটডাউন’

১৬ অক্টোবর রাকসু নির্বাচন
Link Copied