ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

তানোরে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৮-৬-২০২২ দুপুর ১১:১৬

রাজশাহীর তানোরে সরকারের বিরুদ্ধে জনগণকে ফুঁসে তুলতে পিডিবি ও পল্লী বিদ্যুতের কন্ট্রোল থেকে অস্বাভাবিকভাবে চলছে লোডশেডিং। এ কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। পুরো উপজেলায় দিনে ও রাতে ১০ থেকে ১২ ঘণ্টা পিডিবি ও পল্লী বিদ্যুৎ বিভ্রাটের কারণে একদিকে যেমন প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, অন্যদিকে হুমকির মুখে পড়েছে ব্যবসা-বাণিজ্য। এখানে বৃষ্টি নামলেই ঘণ্টার পর ঘণ্টা ধরে বিদ্যুৎ বন্ধ থাকছে। ফলে বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভুক্তভোগী সূত্র জানায়, গত দুই সপ্তাহের মধ্যে কোনো বড় ধরনের ঝড়-বৃষ্টি না হলেও কারণে অকারণে পিডিবি ও পল্লী বিদ্যুৎ নিয়ন্ত্রণাধীন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ধরে বিদ্যুৎ বন্ধ থাকছে। গত শনি ও রোববার ভোর থেকে বিকেল ৫টা পর্যন্ত বেশ কয়েকবার বিদ্যুৎ আসা-যাওয়া করেছে। এছাড়াও গত দুই সপ্তাহ ধরে মধ্যরাতে বিদ্যুৎ বিভ্রাটের পর ভোরে এলেও আবার সকাল থেকে লোডশেডিং শুরু হয়। এখানে এভাবে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় শ্রমিকদের মজুরি পরিশোধ করতে গিয়ে লোকসানের মুখে পড়ছেন উপজেলার ছোট-বড় শিল্প কলকারখানার মালিকরা। এছাড়াও তানোর ও মুন্ডুমালা পৌর এলাকার মার্কেট ব্যবসায়ীরা বিদ্যুৎ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিদ্যুৎ বিভ্রাটে তাদের ব্যবসা-ব্যাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে

এ নিয়ে তানোর থানার মোড়ের পারভেজ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক সোহানুল হক পারভেজ ও কম্পিউটার ব্যবসায়ী রাজিব, সেলিমসহ, মোবাইল ও ফ্লাক্সিলোড ব্যবসায়ী দেলোয়ার হোসেন, ফটোস্ট্যাট ব্যবসায়ী রুস্তম আলী ও মুন্ডুমালা বাজারের কম্পিউটার ব্যবসায়ী শিশির, মাসুদসহ অনেকে জানান, গত দুই সপ্তাহ ধরে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তাদের ব্যবসা-বাণিজ্যে মারাত্মক ধস নেমেছে। সামনে কোরবানির ঈদের বাজার নিয়ে তারা চরম বেকায়দায় পড়েছেন।

এ বিষয়ে তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম বলেন, বর্তমানে বিদ্যুৎচালিত গভীর-অগভীর নলকূপ (পাম্প) বন্ধ থাকলেও বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং একেবারেই কাম্য নয়। এ নিয়ে তিনিসহ এলাকার সচেতন মহল বিদ্যুৎ কন্ট্রোলকারীদের দায়ী করে বলছেন, বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ সংকট তৈরি করে সরকারের বিরুদ্ধে জনগণকে ফুঁসে তুলতে এমন উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। তারা অবিলম্বে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে তানোর পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের ডিজিএম জহরুল ইসলাম বলেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম থাকায় ২৪ ঘণ্টায় মাত্র দুই থেকে তিন ঘণ্টা লোডশেডিং থাকে। তবে প্রাকৃতিক সমস্যা সৃষ্টি হলে বিদ্যুৎ আসা-যাওয়া করে। সাময়িক এ অসুবিধা গ্রাহকদের মেনে নেয়া উচিত বলে জানান তিনি।

এ ব্যাপারে পিডিবির তানোর অফিসের আবাসিক প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, কাটাখালী গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে না। এছাড়াও মেডিকেল মোড়ে গাছ সরানোর কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এসব ক্ষেত্রে তাদের কিছু করার থাকে না। তবে অসদুউদ্দেশ্যে বিদ্যুৎ বন্ধ রাখার কোনো প্রশ্নই ওঠে না বলে জানান তিনি।

জামান / জামান

প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে

বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন

বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন

হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক

হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা

মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন

রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

​সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র

রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক