মুন্ডুমালায় নিষেধাজ্ঞা অমান্য করে আসনারা ক্লিনিকে বাণিজ্য

রাজশাহীর তানোরে নিষেধাজ্ঞা অমান্য করে জম্পেশ চলছে আসনারা ক্লিনিক। জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ক্লিনিকটি সম্প্রতি বন্ধ করলেও মালিক চাঁপাইনবাবগঞ্জের সহিদুল ইসলাম ক্ষমতার দাপটে ক্লিনিক চালিয়ে যাচ্ছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেন।
জানা গেছে, উপজেলার মুন্ডুমালা বাজারে কোনো ধরনের অনুমতি ছাড়াই দেদার চলছে আসনারা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। সম্প্রতি অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু হয় দেশব্যাপী। তারই ধারাবাহিকতায় মুন্ডুমালা বাজারে অবৈধ আসনারা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মুন্ডুমালা ডায়াগনস্টিক সেন্টার ও পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সব বন্ধ করে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিন্তু নামমাত্র বা লোক দেখানো অভিযান পরিচালনা করা হয়েছে বলে মনে করেন স্হানীয়রা। তাছাড়া কিভাবে চলে এসব মানুষ মারা ক্লিনিক?
স্থানীয়রা জানান, তাদের ক্লিনিক গুলোর সামনে বাহারি সাইনবোর্ড। আর দেশের অভিজ্ঞ অভিজ্ঞ ডাক্তার দের নাম পড়লেই হতবাক হতে হয়। অথচ এসব বাহারি নামের ডাক্তারদের কোনদিন দেখিনি। বিশেষ করে মুন্ডুমালা বাজারে প্রথম ব্যবসা শুরু করে আসনারা নামের ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েক ব্যক্তি জানান, আসনারা ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরাই অপারেশন সিজার থেকে শুরু করে সবকিছু করে থাকেন। এরা চিকিৎসার নামে সাধারণ দরিদ্র অসহায় মানুষের জীবন নিয়ে খেলা করছেন এবং পকেট কাটছেন। এভাবে প্রকাশ্যে এসব করলেও রহস্যজনক কারণে কর্তাবাবুরা নীরব। কিসের বিনিময়ে চলে, কেন বন্ধ হয় না, নামমাত্র অভিযান চালিয়ে মাল্যু নিয়ে সব বৈধ করে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দেশ চিকিৎসাসেবায় নাকি এগিয়ে গেছে। আসলে চিকিৎসাসেবায় এগিয়ে যায়নি, অপচিকিৎসায় এগিয়ে এবং কর্তাবাবুদের অঢেল সম্পদ হয়েছে। দেশে শুধু আইন আর আইন কিন্তু কোনো প্রয়োগ নেই। সাধারণ অসহায় মানুষ বাড়ির পাশে চিকিৎসা নিতে এসে জীবন ধ্বংস হয়ে যাচ্ছেন। তারপরও টনক নড়ে না সংশ্লিষ্ট কর্মকর্তাদের। ক্লিনিকগুলো কৌশল পাল্টে সামনের দরজা বন্ধ করে পেছনের দরজা অথবা আন্ডারগ্রাউন্ডের দরজা খুলে চিকিৎসার নামে চালাচ্ছে বাণিজ্য। সবকিছুই কর্তৃপক্ষ জানে, তাছাড়া কোন ক্ষমতায় চলে?
আসনারা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক সহিদুল ইসলাম জানান, টাকা থাকলে সব করা যায়। আমরা লাইসেন্স নিয়ে ব্যবসা করছি। সিভিল সার্জন অভিযান চালিয়ে বন্ধের নির্দেশ দিয়েছিলেন, তারপরও কিভাবে চলছে- প্রশ্ন করা হলে তিনি বলেন, যিনি অভিযান চালিয়েছিলেন তাকেই জিজ্ঞাসা করুন কেন চলছে বলে দম্ভোক্তি প্রকাশ করেন।
দায়িত্বপ্রাপ্ত (টিএইচএ) ডাক্তার আব্দুল হাকিমের সাথে যোগাযোগ করা হলে তিনি উল্টো বলেন, আপনার সমস্যা কোথায়, তারা চালাচ্ছে বৈধ না অবৈধ কর্তৃপক্ষ দেখবে। আপনি লিখিত অভিযোগ দেন, দেখা যাবে বলে এড়িয়ে যান তিনি।
জেলা সিভিল সার্জন ডাক্তার আবু রায়হান মোহাম্মদ ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ক্লিনিক বন্ধ থাকার কথা। আপনি নাকি পরে অনুমতি দিয়েছেন- জানতে চাইলে তিনি জানান, প্রশ্নই ওঠে না। দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান

ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর তৎপরতায় এক শিক্ষার্থী ফিরে পেল বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন
Link Copied