বিলুপ্তির দ্বারপ্রান্তে গ্রামীণ ঐতিহ্য হোগলা পাতা

পটুয়াখালীতে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া হোগলাা পাতা দিন দিন কমে যাচ্ছে। এক সময়ে প্রায় পরিবারের মানুষ হোগলাা পাতা দিয়ে বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র তৈরি করত। সেগুলো নিজেদের কাজে ব্যবহার করাসহ আবার কেউ কেউ বিক্রি করে জীব-জীবিকা নির্বাহ করত। কিন্তু সময়ের সাথে সাথে আধুনিক প্রযুক্তির কারণে এখন সেই হোগলাা পাতা আর খুঁজে পাওয়া যায় না। ঐতিহ্যবাহী গ্রামীণ শিল্প হোগলা পাতা প্রায় বিলুপ্তির পথে।
আগে নদী-নালা, খাল-বিলের পাশে দেখা যাইতো হোগলা পাতা, বাতাস আসলেই যেনো হেলে পরতো এক একটার উপরে সেই সব দৃশ্যে দেখতে ও ভালো লাগতো বর্তমান সময়ে দেখা মিলে না হোগলা পাতা আগের সময় মানুষ হোগলা পাতার চাটাই বিছানার নিচে ব্যবহার করতো, চাটাই করে ধান শুঁকাতো, নামাজ পড়ার পাটি, বাতাস করার পাখা, হাঁড়ি পাতিলে খাবার ঝুলিয়ে রাখার শিকা, সহ বিভিন্ন জিনিস তৈরি করা হইতো। এ কারণে গ্রামের প্রায় বাড়িতে বাড়িতে হোগলাা পাতা দিয়ে এই সকল জিনিস বোনার প্রচলন ছিল। এক প্রকার বেশ কদর ছিল হোগলা পাতার।
কৃষকরা বলেন, এক যুগ আগেও গ্রামের প্রত্যেকের ঘরেই হোগলাার কাজকর্ম নিয়ে ব্যস্তত ছিল। দরিদ্র ও নিম্নআয়ের মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনে মক্তব, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যবহার করতো হোগলাা পাতার তৈরি চাটাই (পাটি)। বিশেষ করে গ্রামের সকল পেশার মানুষ খাওয়া, নামাজ ও ঘুমানোর কাজে এর ব্যবহার করত বেশি। বিদ্যুৎবিহীন এলাকায় তীব্র গরমে মানুষের হোগলাা পাতার হাতপাখা ছিল নিত্যদিনের সঙ্গী। পাতার সরবরাহ কমে যাওয়ায় এখন সে স্থানটি দখল করে নিয়েছে প্লাস্টিকের তৈরির মাদুর ও পাখা।
এ ব্যাপারে গলাচিপা কৃষি অফিসার আরজু আক্তার বলেন, হোগলা পাতা প্রাকৃতিকভাবে সমুদ্র উপকূলীয় এলাকায় জন্মে থাকে। এটাকে বাণিজ্যিকভাবে কেউ আবাদ করে না। এখন পদ্মা সেতু চালু হয়েছে, তাই গ্রামীণ জনগোষ্ঠী এই গোলপাতাকে সম্ভাবনাময় একটি শিল্প হিসেবেও বেছে নিতে পারে। গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে মেয়েরা চাটাই বুনে বিক্রি করে আর্থিকভাবে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনবে।
কৃষি অফিসার আরজু আক্তার সাংবাদিকদের আরো জানান, এটিকে ট্রেনিংয়ের মাধ্যমে চাষের আওতায় আনা হবে এমন কোনো সিদ্ধান্ত কৃষি অফিস এখন পর্যন্ত পায়নি। তবে এটি একটি সম্ভাবনাময় শিল্পপ্রতিষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন তিনি।
এমএসএম / জামান

টিসিবি'র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী

শিবির কর্মী থেকে বিএনপি নেতা, কে এই জাকির হোসেন সরকার

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি
