ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বিলুপ্তির দ্বারপ্রান্তে গ্রামীণ ঐতিহ্য হোগলা পাতা


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ৫-৭-২০২২ দুপুর ১২:১২

পটুয়াখালীতে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া হোগলাা পাতা দিন দিন কমে যাচ্ছে। এক সময়ে প্রায় পরিবারের মানুষ হোগলাা পাতা দিয়ে বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র তৈরি করত। সেগুলো নিজেদের কাজে ব্যবহার করাসহ আবার কেউ কেউ বিক্রি করে জীব-জীবিকা নির্বাহ করত। কিন্তু সময়ের সাথে সাথে আধুনিক প্রযুক্তির কারণে এখন সেই হোগলাা পাতা আর খুঁজে পাওয়া যায় না। ঐতিহ্যবাহী গ্রামীণ শিল্প হোগলা পাতা প্রায় বিলুপ্তির পথে।

আগে নদী-নালা, খাল-বিলের পাশে দেখা যাইতো হোগলা পাতা, বাতাস আসলেই যেনো হেলে পরতো এক একটার উপরে সেই সব দৃশ্যে দেখতে ও ভালো লাগতো বর্তমান সময়ে দেখা মিলে না হোগলা পাতা আগের সময় মানুষ হোগলা পাতার চাটাই বিছানার নিচে ব্যবহার করতো, চাটাই করে ধান শুঁকাতো, নামাজ পড়ার পাটি, বাতাস করার পাখা, হাঁড়ি পাতিলে খাবার ঝুলিয়ে রাখার শিকা, সহ বিভিন্ন জিনিস তৈরি করা হইতো। এ কারণে গ্রামের প্রায় বাড়িতে বাড়িতে হোগলাা পাতা দিয়ে এই সকল জিনিস বোনার প্রচলন ছিল। এক প্রকার বেশ কদর ছিল হোগলা পাতার।

কৃষকরা বলেন, এক যুগ আগেও গ্রামের প্রত্যেকের ঘরেই হোগলাার কাজকর্ম নিয়ে ব্যস্তত ছিল। দরিদ্র ও নিম্নআয়ের মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনে মক্তব, মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যবহার করতো হোগলাা পাতার তৈরি চাটাই (পাটি)। বিশেষ করে গ্রামের সকল পেশার মানুষ খাওয়া, নামাজ ও ঘুমানোর কাজে এর ব্যবহার করত বেশি। বিদ্যুৎবিহীন এলাকায় তীব্র গরমে মানুষের হোগলাা পাতার হাতপাখা ছিল নিত্যদিনের সঙ্গী। পাতার সরবরাহ কমে যাওয়ায় এখন সে স্থানটি দখল করে নিয়েছে প্লাস্টিকের তৈরির মাদুর ও পাখা।

এ ব্যাপারে গলাচিপা কৃষি অফিসার আরজু আক্তার বলেন, হোগলা পাতা প্রাকৃতিকভাবে সমুদ্র উপকূলীয় এলাকায় জন্মে থাকে। এটাকে বাণিজ্যিকভাবে কেউ আবাদ করে না। এখন পদ্মা সেতু চালু হয়েছে, তাই গ্রামীণ জনগোষ্ঠী এই গোলপাতাকে সম্ভাবনাময় একটি শিল্প হিসেবেও বেছে নিতে পারে। গ্রামের সাধারণ মানুষ, বিশেষ করে মেয়েরা চাটাই বুনে বিক্রি করে আর্থিকভাবে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনবে।

কৃষি অফিসার আরজু আক্তার সাংবাদিকদের আরো জানান, এটিকে ট্রেনিংয়ের মাধ্যমে চাষের আওতায় আনা হবে এমন কোনো সিদ্ধান্ত কৃষি অফিস এখন পর্যন্ত পায়নি। তবে এটি একটি সম্ভাবনাময় শিল্পপ্রতিষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা