দুর্গাপুরে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে কয়েকজন কিশোরের সাহসিকতায় প্রাণে রক্ষা পেল বিরল প্রজাতির গন্ধগোকুলের পাঁচটি ছানা। সোমবার (৪ জুলাই) রাতে স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় প্রাণীগুলো উদ্ধার করেন পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং-এর সদস্যরা।
স্থানীয় সূত্র জানায়, বিরল প্রজাতির গন্ধগোকুলের ছানাগুলোকে কে বা কারা প্লাস্টিকের খাঁচার ভেতর ভরে জারিয়া রেলস্টেশনে ট্রেনের সিটের নিচে রেখে যায়। এ সময় কয়েকজন কিশোর ময়মনসিংহ থেকে দুর্গাপুর আসার পথে ট্রেলের সিটের নিচে প্রাণীর শব্দ পেয়ে খাঁচা সামনে আনতেই ছানাগুলো দেখতে পায়। পরে জারিয়া রেলস্টেশনের স্টেশনমাস্টার ও রেলওয়ে পুলিশকে জানালে তারা প্রাণীগুলো নিতে কিছুটা অপারগতা প্রকাশ করেন। এ সময় অর্ণব ভৌমিক নামে এক কিশোর সেভ দ্য এনিমেলস অফ সুসং-এর সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে প্রাণীগুলোকে স্বেচ্ছাসেবকদের কাছে হস্তান্তর করে।
এদিকে, উদ্ধার হওয়া ছানাগুলো বেশ কয়েক ঘণ্টা পর্যেবক্ষণে রাখার পর শারীরিক অবস্থা স্বাভাবিক থাকায় স্বেচ্ছাসেবকরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাতেই উপজেলা সদর ইউনিয়নের গহীন বনে অবমুক্ত করেন।
সেভ দ্য এনিমেলস অফ সুসং-এর সভাপতি রিফাত আহমেদ রাসেল জানান, আমাদের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন কিশোর আমাদের সাথে যোগাযোগ করে জানায় গন্ধগোকুলের কয়েকটি ছানা কারা ডেন প্লাস্টিকের খাঁচায় রেখে গেছে। আমরা তাৎক্ষণিক তাদের সাথে কথা বলে এবং সার্বিক দিকনির্দেশনা দেই প্রাণীগুলো উদ্ধারের ব্যাপারে। ওই কিশোররা সাহসিকতার পরিচয় দিয়ে প্রাণীগুলোকে আমাদের কাছে হস্তান্তর করে। আমরা যতদূর সম্ভব প্রাণীগুলোকে পর্যেবক্ষণ করেছি এবং তাদের খাবার দিয়েছি। এরা যেহেতু নিশাচর প্রাণী, এরা রাতেই বেশি চলাফেরা করে; তাই প্রশাসনের সহযোগিতা নিয়ে রাতেই আমরা প্রাণীগুলোকে সদর ইউনিয়নের গহীন বনে অবমুক্ত করেছি। কিছুদিন আগে আকস্মিক পাহাড়ি ঢলে উজন থেকে ভেসে আসা বিভিন্ন প্রজাতির প্রাণী উদ্ধারে আমরা ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছি এবং উদ্ধার করছি। এরই অংশ হিসেবে কিছুদিন আগে একটি অজগরের বাচ্চা উদ্ধার করেছি এবং আজ একসাথে পাঁচটি গন্ধগোকুলের ছানা উদ্ধার করতে পেরেছি।
উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান জানান, সেভ দ্য এনিমেলস অফ সুসং যেভাবে বন্যপ্রাণীদের উদ্ধারে কাজ করে যাচ্ছে ,নিঃসন্দেহে তা প্রশংসার দাবিদার। আমরা প্রাণীদের রক্ষায় ইতোমধ্যে স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি। আপনারা যদি বিগত দু বছর আগে দেখেন, তাহলে এই সুসং জনপদে অনেক প্রাণী মানুষ মেরে ফেলত। তবে এখন এই চিত্র অনেকটাই পরিবর্তন হয়েছে। মানুষ এখন আর প্রাণীদের হত্যা করছে না। প্রাণীদের দেখা পেলে কিংবা তাদের আটকে রেখে আমাদের ও স্বেচ্ছাসেবকদের খবর দিচ্ছে। এতে বন থেকে লোকালয়ে চলে আসার প্রাণীরা যেমন রক্ষা পাচ্ছে, তেমনি পরিবেশও বড় ধরনের একটি বিপর্যয় থেকে রক্ষা পাচ্ছে। পরিবেশ সঠিক রাখতে হলে বন্যপ্রাণী থাকা অবশ্যক। তাই সবাই যে যার জায়গা থেকে এগিয়ে এলে প্রাণীদের রক্ষা করা আরো সহজ হবে।
এমএসএম / জামান

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ
