ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মোহনপুরে পশুর হাটে তিনগুণ হাসিল আদায়ের অভিযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৭-৭-২০২২ দুপুর ১১:৩৩

রাজশাহীর মোহনপুর পশুর হাটে নির্ধারিত হাসিলের তিনগুণ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। পাশাপাশি সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিক্রেতার কাছ থেকেও হাসিল নেয়া হচ্ছে। রসিদ লেখকের মাধ্যমে হাটের ইজারাদাররা প্রশাসনসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে অতিরিক্ত হাসিল আদায় করছেন, এমন অভিযোগ ক্রেতাদের। ফলে কোরবানির পশু কিনতে গিয়ে মানুষ হয়রানির শিকার হচ্ছেন। তবে উপজেলা প্রশাসন সবকিছু জেনেও কোনো পদক্ষেপ নিচ্ছে না, এমনটাও বলছেন ক্রেতারা।

জানা গেছে, উপজেলায় রয়েছে প্রায় ৫-৬টি হাট। হাটগুলো হলো- কেশরহাট, মৌগাছি, জাহানাবাদ উল্লাপাড়া, ধোপাঘাটা, ধুরইল ও মোহনপুর গার্লস ডিগ্রি কলেজ মাঠ। এরমধ্যে স্থায়ী গবাদিপশুর হাট কেশরহাট। সরকারি হাট-বাজারগুলোর ব্যবস্থাপনা ও ইজারা প্রদানের নীতিমালা অনুযায়ী প্রতিটি গরু ও মহিষ ৫০০ টাকা এবং প্রতিটি ছাগল ও ভেড়ার ২০০ টাকা করে হাসিল আদায় করা যাবে। গবাদিপশুর ক্ষেত্রে কেবল ক্রেতারা হাসিল দেন। এছাড়া প্রতিটি হাটে দৃশ্যমান স্থানসমূহে হাসিল আদায়ের তালিকা টাঙানো বাধ্যতামূলক।

হাসিল সংক্রান্ত বিষয়গুলো তদারকি করবেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কিন্তু কোনো হাটে এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের নজরদারি বা ভ্রাম্যমাণ আদালত পরিলক্ষিত হয়নি। উপজেলার পশুর হাটগুলোর মধ্য গত ৫ জুলাই মঙ্গলবার মৌগাছি ও জাহানাবাদ উল্লাপাড়া, গতকাল বুধবার কেশরহাট ঘুরে দেখা গেছে, হাটের কোথাও হাসিল (খাজনা) আদায়ের তালিকা টাঙানো নেই।

কেশরহাটে ছাগল কিনতে আসা রাজশাহী কয়েরদাড়া এলাকার ব্যবসায়ী রাজন বলেন, তিনি একটি খাসি ১৬ হাজার টাকা দিয়ে কিনেছেন। তার থেকে হাসিল বাবদ ইজারাদারের লোকজন ৫০০ টাকা এবং বিক্রেতার কাছ থেকে ৫০ টাকা আদায় করেছেন। বেশি টাকা আদায় করা হচ্ছে কেন- এ বিষয়ে প্রশাসনকে জানাব একথা শুনে ইজারাদারের লোক বলেন, আমরা প্রশাসনকে গরু ও খাসি দেব বলেই বেশি টাকা নিচ্ছি। অভিযোগ জানিয়ে কোনো লাভ নেই বলে ধমক দেন।

মৌগাছি হাটে ছাগল কিনতে আসা মচমইল এলাকার শিক্ষক আ. জব্বার বলেন, একটি কিনে ৫০০ টাকা হাসিল দিয়েছি। এ হাটে সরকার নির্ধারিত খাজনার থেকে তিনগুণ খাজনা আদায় করা হচ্ছে। এত বেশি টাকা খাজনা আদায় করা হলেও কেউ ইজারাদারদের বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না। বেশি হাসিল নিচ্ছেন কেন জানতে চাইলে ইজারাদারপক্ষ ধমক দেয়।

অতিরিক্ত (হাসিল) খাজনা কেন আদায় করছেন- জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এক ইজারাদার বলেন, হাট নিয়ে আমরা অনেক যন্ত্রণায় আছি। অতিরিক্ত খাজনা আদায়ের টাকা থেকে প্রশাসনকে ছাগল উপহার দিতে হবে। যতই অভিযোগ কনেন, কোনো লাভ হবে না।

ইজারা নীতিমালা অনুযায়ী গরু-মহিষের হাসিল ৫০০ টাকার জায়গায় ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে ৯০০ টাকা নেয়া হচ্ছে। ছাগলের হাসিল ২০০ টাকার জায়গায় ৫৫০-৬০০ টাকা পর্যন্ত হাসিল আদায় করা হচ্ছে।

একই হাটে আসা বাগমারা উপজেলার মচমইল এলাকার শিক্ষক আ. জব্বার একটি খাসি ছাগলকেকিনেন। একটি ছাগল কেনাবেচা করতে ৫৫০ টাকা খাজনা  দিতে হয়েছে তাকে। প্রতিবাদ করলে ইজারাদারের লোকজন ধমক দেয়, গালিগালাজ করে। হাটে ছাগল, ভেড়া, গরু, মহিষ ক্রয়-বিক্রয়ের খাজনার রসিদে ক্রেতা ও বিক্রেতার নাম, বিক্রয় মূল্য লেখা থাকলেও খাজনা আদায়ের ঘর ফাঁকা রাখছেন রসিদ লেখকরা।

কেশরহাটের ইজারাদার সাইদুর রহমানকে অতিরিক্ত হাসিল আদায়ের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোরবানির সময় বাড়তি টাকা আদায় করা হচ্ছে। ঈদের পর আর বেশি টাকা নেব না।

অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ সম্পর্কে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন বলেন, কেউ পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়ে জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, হাটে হাটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যাচ্ছেন। কোনো হাটের ইজারাদার সরকারি নীতিমালা ভঙ্গ করলে তাকে জরিমানা করা হবে।

এমএসএম / জামান

প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে

বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন

বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন

হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক

হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা

মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন

রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

​সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র

রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক