রাঙ্গুনিয়া-কাপ্তাই সড়কে গরুর হাট : দীর্ঘ যানজট
চট্টগ্রাম-কাপ্তাই মূল সড়কের রাঙ্গুনিয়া অংশে কয়েক কিলোমিটার ধরে দীর্ঘ যানযট সৃষ্টি হয়েছে। সকাল থেকেই কাপ্তাই সড়কের গোডাউন বাজার ও মরিয়ম নগর চৌমুহনী বাজারস্থ দীর্ঘ যানজট রয়েছে। সড়কে কোরবানির গরুর হাট বসায় এই যানজট সৃষ্টি হয়েছে।
সরেজমিন দেখা যায়, উপজেলার প্রসিদ্ধ গরুর বাজার গোডাউনে দুদিন আগে সকাল থেকেই গরু আসা শুরু হয়। মূল সড়কে গরু ভরপুর হয়ে যায় বাজার। গরুর কারণে সড়ক সংকুচিত হয়ে মূল সড়কের প্রায় ৩ কিলোমিটার জুড়ে পুরো দিন সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত যানজট লেগেই থাকে। এছাড়াও সড়কের মরিয়ম নগর বাজারের একই অবস্থা। সড়কের দুইপাশেই দখল করে রেখেছে কোরবানি পশুর হাট।
এদিকে, এদিন গোডাউন বাজারে প্রচুর গরু আসলে বিক্রেতা ও ব্যাপারী দাম ছাড়ছেন না বলে জানান বাজারে আসা ক্রেতারা। মূলত দাম না ছাড়ার কারণে বিক্রি তুলনামূলক কম।
কাপ্তাই সড়কের গুরুত্বপূর্ণ সড়কের দুইপাশে দখল করে রাখা হয়েছে বিক্রির জন্য নিয়ে আসা গরু। ফলে রাস্তায় সৃষ্টি হচ্ছে যানজট। এ কারণে এলাকার লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুক্রবার সকাল থেকেই এ চিত্র দেখা গেছে।
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কাপ্তাই সড়কের গোডাউন অংশে রাস্তার দুইপাশে সড়ক দখল করেই গরু রাখা হয়েছে। এতে দিনরাত দীর্ঘ যানজটে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ফলে চলাচলের প্রধান সড়কে ভিড় জমে আছে। দুইপাশে গরু থাকায় এই সড়ক দিয়ে বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য যানবাহন চলাচলে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মরিয়ম নগর এলাকার সিএনজি চালক আলমগীর বলেন, সকালে সড়কে এলে আর গোডাউন বাজার পার হওয়ার উপায় থাকে না। সড়কের ওপর গরু রাখায় গোবর ও আবর্জনায় এলাকা দূষিত হচ্ছে। পাশাপাশি সিএনজিতে যাত্রী নিয়ে বেহাল অবস্থায় পড়তে হচ্ছে। যানজট তো লেগেই আছে, সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত।
রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাঁন নুরুল ইসলাম বলেন, সড়কে যানজট নিরসনের জন্য সকাল থেকেই পুলিশ মাঠে রয়েছে। পাশাপাশি জাল নোট যাতে কেউ ব্যবহার করতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে।
রাঙ্গুনিয়া পৌরসভা মেয়র শাহাজাহান সিকদার বলেন, কাপ্তাই সড়কের পাশে ইজারা না দেওয়ার সিদ্ধান্ত হয়েছিলো। এতে ইজারাদারদের সম্মতি ছিলো। কিন্তু সড়কে গিয়ে দেখা যাচ্ছে তারা নিয়ম মানছে না। এজন্য প্রথম থেকেই নজরদারিতে ছিলো গোডাউন বাজার। কিন্তু ঈদের আগের দু'দিন ক্রেতা বিক্রেতাদের অতিরিক্ত ভিড়ের কারণে সাধারণ মানুষকে চরমভাবে দুর্ভোগে পড়তে হচ্ছে। প্রতিনিয়ত ইজারাদারদের নির্দেশনা দেওয়া হচ্ছে সড়কের উপর গরু না উঠানোর জন্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, সড়কে যানজট নিরসনের জন্য থানা পুলিশ ও উপজেলা প্রশাসন কাজ করছে। পাশাপাশি ইজারাদাররা শর্ত মেনে চলছে কিনা, তা দেখার জন্য বাজারে মনিটরিং আরও জোরদার করা হচ্ছে।
জামান / জামান
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান
কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল
হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত
বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা
কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি
শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!