অধিগ্রহণ না করেই ব্যক্তি মালিকানা জমিতে সিডিএর সড়ক নির্মাণ!

ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ না করে এবং ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের ক্ষতিপূরণ না দিয়েই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন কর্ণফুলী নদীর তীরঘেঁষে কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক কাম বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সিডিএ ও তাদের নিয়োগকৃত ঠিকাদার স্পেক্ট্রা ইঞ্জিয়িারর্সের বিরুদ্ধে। বাকলিয়াবাসীর পক্ষে গত ২৭ জুন ঢাকার তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিক এবং ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের সংগঠন বাকলিয়া-বন্দর মৌজার সরকারি প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিক কল্যাণ পরিষদের আহ্বায়ক আলমগীর নূর। একই অভিযোগে অধিগ্রহণে সিডিএর কর্মকর্তারা ৫০ শতাংশ পর্যন্ত কমিশন বাণিজ্য করেছেন বলেও উল্লেখ করেছেন তিনি। একই সাথে সড়ক নির্মাণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মৌজা মূল্যের তিনগুণ ক্ষতিপূরণ প্রদানসহ ৭ দফা দাবি জানানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর-বাকলিয়া মৌজার জমি ভূমি অধিগ্রহণ আইন ২০১৭ (২০১৭ সনের ২১নং) অনুযায়ী অধিগ্রহণ না করে গত ৯ এপ্রিল ২০১৯ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক জমির মৌজা মূল্যের তিনগুণ ক্ষতিপূরণ প্রদানসহ প্রকল্পের কাজ শুরু করার পূর্বে জমির ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করে ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিঃ-এর সাইনবোর্ড ঝুলিয়ে গত ৫-৬ বছর যাবৎ বাকলিয়াবাসীকে চাষাবাদ বঞ্চিত করে জোরপূর্বক ব্যক্তিগত জমি দখল করে সড়ক নির্মাণ করায় সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামসহ অত্র প্রকল্পে নিয়োজিতি সাবেক ও বর্তমান কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রধানমন্ত্রীর ঘোষণা ও বিদ্যমান ভূমি অধিগ্রহণ আইন ২০১৭ মোতাবেক প্রকল্পের কাজ সাময়িক স্থগিত রেখে মৌজা মূল্যের তিনগুণ ক্ষতিপূরণ প্রদানসহ ৭ দফা দাবি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কাছে প্রেরিত স্মারকলিপিতে সিডিএর কর্মকর্তাদের ৫০%, ৩০%, ২০% কমিশন বাণিজ্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ সিডিএর বেআইনি অধিগ্রহণ প্রক্রিয়া রহিত করে বিদ্যমান আইনে জেলা প্রশাসকের মাধ্যমে এল এ কেস মূলে (৩ ধারা/৬ ধারা/৭ ধারা/৮ ধারা) নোটিস জারি ও ইস্যুর মাধ্যমে বর্ণিত প্রকল্পের ভূমি অধিগ্রহণের দাবি করেছেন ভূমি মালিকরা।
ইতিপূর্বে গত ২১/০৩/২০১৯ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং গত ২৭/১১/২০১৯ জেলা প্রশাসক চট্টগ্রাম বরাবর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বর্ণিত প্রকল্প বাস্তাবায়নে অনিয়ম, দুনীতি ও জনহয়রানির বিষয় উল্লেখ করে স্মারকলিপি প্রদান করেছেন বৃহত্তর বাকলিয়াবাসী। অথচ তার কোনো সুফল আজ অবধি ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা পাননি। অধিকন্তু উক্ত প্রকল্প বাস্তবায়নের সিডিএর দুর্নীতির বিষয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং জেলা প্রশাসক চট্টগ্রাম বরাবর স্মারকলিপি প্রদানের বিষয় অবগত হয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিজেদের অপকর্ম ঢাকার কূটকৌশল হিসেবে গত ২৪-০৩-২০১৯ইং তারিখে ‘দৈনিক আজাদী’, ‘দৈনিক পূর্বকোণ’ এবং ২৫-০৩-২০১৯ ইং তারিখে ‘দৈনিক ভোরের কাগজ’ পত্রিকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক রাজীব দাশ কর্তৃক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মূলত তৎকালীন সময়ে গণবিজ্ঞপ্তিতে প্রকাশিত বক্তব্যসমূহের মাধ্যমে সিডিএ নিজেদের অপকর্ম ঢাকার কূটকৌশল নিয়েছে। কিন্তু গণবিজ্ঞপ্তি নিয়ম অনুয়ায়ী প্রকল্পের কার্যক্রম শুরুর আগেই দেয়া উচিত ছিল উল্লেখ করে বলেন, ১নং খাস খতিয়ানের টাকা আত্নসাৎ করার জন্যই সিডিএর তৎকালীন চেয়ারম্যান আবদুচ ছালামের প্রবর্তিত নীল নকশা বাস্তবায়নের অপচেষ্টা করে চলেছে বর্তমান কর্তৃৃপক্ষও।
গত ৩০ মার্চ ২০১৯ ‘কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত বাঁধ কাম রাস্তা নির্মাণ প্রকল্পে ভূমির ক্ষতিপূরণ সরকারি নিয়ম অনুযায়ী প্রদান করা ও ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদ’ শীর্ষক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র বিরুদ্ধে বাকলিয়াবাসীর পক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ।
স্মারকলিপিতে উল্লিখিত ৭ দফা দাবিগুলো হলো- প্রকল্প কাজে স্বেচ্ছাচারিতা, আইন লঙ্ঘণ, ক্ষমতার অপব্যবহারসহ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামসহ প্রকল্পের দায়িত্বরত বর্তমান ও সাবেক কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। ক্ষতিপূরণ না দিয়ে জোরপূর্বক জবরদখল করে চলমান প্রকল্পের কাজ সাময়িক স্থগিত রেখে আগে ক্ষতিগ্রস্ত ভূমি মালিককে ক্ষতিপূরণ পরিশোধ করা। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক ও ভূমি অধিগ্রহণ আইন ২০১৭ মোতাবেক ক্ষতিগ্রস্ত ভূমি মালিককে জমির মৌজা মূল্যের তিনগুণ ক্ষতিপূরণ পরিশোধ করা। অধিগ্রহণের আওতামুক্ত অথচ সিডিএ কর্তৃক বেআইনিভাবে ভূমি মালিককে চাষাবাদ বঞ্চিত করে জোরপূবর্ক গত ৫-৬ বছর যাবৎ ব্যবহৃত ভূমির ভাড়া পরিশোধ করা। ন্যায্য হিস্যা প্রাপ্তির জন্য সোচ্ছার ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের সিডিএ কর্তৃপক্ষ বিভিন্ন মিথ্যা মামলা-হামলায় গ্রেপ্তার, জেল-জুলুম, হুলিয়া দিয়ে হয়রানি থেকে রক্ষা করা। বৈধ বিএস খতিয়ান ও বৈধ বিএস দাগাদিভুক্ত পূর্ণ ও নিরঙ্কুশ জমির ক্ষতিপূরণ পরিশোধ করা এবং সিডিএর বেআইনি অধিগ্রহণ প্রক্রিয়া রহিত করে জেলা প্রশাসকের মাধ্যমে এল এ কেস মূলে নোটিস জারি ও ইস্যুর মাধ্যমে ভূমি অধিগ্রহণ করা।
এমএসএম / এমএসএম

পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ ডিসেম্বরে শেষ হবে-পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন

ভূরুঙ্গামারীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করেছেন ডাক্তার মোঃ ইউনুস আলী

৩১ দফা বাস্তবায়ন ছাড়া রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়: মনোয়ার সরকার

যানজটের কবলে হাতহাজারী কাচারী সড়ক

বড়াইগ্রামে মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ, তরুণ সাংবাদিকদের নেতৃত্বে নতুন কমিটি

সন্দ্বীপে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন

ঘোড়াঘাটে নতুন বরকে পাশের ঘরে রেখে নববধূর আত্মহনন

ডাসারে প্রতিবন্ধী ও দুগ্ধ খাতের মাঝে সুদমুক্ত ঋণ প্রদান

বড়লেখা সীমান্তে রোহিঙ্গাসহ পুশইন করা ১৬ জনের পরিচয় শনাক্ত, থানায় সোপর্দ

পাঁচবিবিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান

ভূঞাপুরে গাছে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
