আনোয়ারায় জোড়াতালি বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ সাপমারা খাল পারাপার

‘ভালা গরি ছবি তুলি সরকাররে দাহন আরা হত হষ্টত আছি, হত হষ্ট গরি আরা দিন হাডাইর, আরার পোয়া-মাইয়া হত হষ্ট গরি পরালেহা গরের ইয়েন ভালা গরি ছবি তুলি বিয়াগ্গুনোরে দেহন’ (ভালো করে ছবি তুলে সরকারকে দেখান আমরা কত কষ্টে দিন কাটাচ্ছি, ছেলেমেয়েরা কত কষ্ট করে পড়াশোনা করতেছে সেটা ভালো করে ছবি তুলে সবাইকে দেখান) যিনি এভাবে বলতেছেন তার নাম খুশি আক্তার, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের অবহেলিত ৫নং দক্ষিণ সরেঙ্গা ওয়ার্ডের বাসিন্দা তিনি। নিজের মেয়েকে নিয়ে খুব ভয়ে ভয়ে, দেখেশুনে পা ফেলে উপজেলার ৩নং রায়পুর ইউনিয়ন এবং ১১নং জুঁইদন্ডি ইউনিয়নবাসীর গলার কাটা সাপমরা খালের উপর বাঁশের সাঁকোটি পার হচ্ছিলেন। এমন সময় ছবি তুলতে দেখে নিজেদের দুঃখ দুর্দশার কথা এইভাবে তুলে ধরেন খুশি আক্তার নামের ২৮ বছর বয়সী এই মহিলা। শুধু খুশি নন। সাপমরা খালের এই বাঁশের সাঁকোটি নিয়ে কষ্টের গল্প শুনিয়েছেন স্কুল ছাত্র আরিফ, আদিফুল এবং যুবক আবু সৈয়দসহ দু'পারের অনেকেই।
আদিফুল ইসলাম নামের টি এম সি হাই স্কুলের ১০ম শ্রেণীর এক শিক্ষার্থী জানান, ছোটো থেকেই এই সাঁকোটা দেখে দেখে বড় হয়েছি। এই সাঁকোটার কারণে বাড়ির পাশের জে কে হাই স্কুলে পড়তে পারিনা। অনেক দূরের টি এম সি হাই স্কুলে পড়তে হচ্ছে।
মোহাম্মদ আরিফ নামের ১০ শ্রেণীর আরেক শিক্ষার্থী বলেন, দূর থেকে দেখলে এই সাঁকোটা ঠিকঠাক চলাচলের উপযোগী মনে হলেও সাঁকোটাতে উঠলেই বুঝা যায় এটা কত ভয়ানক। মাঝখানে গেলে বাঁশের মঠমঠ শব্দে শরীর কেঁপে ওঠে। আমরা এখন যেমনতেমন ভাবে পার হতে পারলেও অনেক সময় দেখা যায় ছোটো ছোটো ছেলেমেয়েরা সাঁকোর মাঝখানে গিয়ে কান্না শুরু করে দেয়। জানিনা কখন আমরা একটা সেতুর উপর দিয়ে এই খালটা নিশ্চিন্তে পার হতে পারবো।
আবু সৈয়দ নামের আরেক যুবক বলেন, জনপ্রতিনিধিরা সব সময় আমাদের আশ্বস্ত করে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা আমাদের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে বিষয়টি নিয়ে অনেকবার বলেছি। ওনি আমাদের আশ্বাস দিয়েছেন যে এটা ওনার মাথায় আছে। তাহলে কেন জানিনা এই সাঁকোটার কোনো ব্যবস্থা হচ্ছে না। জানিনা এই দুর্ভোগের শেষ কোথায়! আমাদের পূর্ব পুরুষ ধরে এই কষ্ট ভয়ে বেড়াচ্ছি আমরা। জানিনা আর কত যুগ ধরে এই ভোগান্তি বয়ে বেড়াতে হবে।
সরেজমিনে উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের ৫নং দক্ষিণ সরেঙ্গা ওয়ার্ড এবং ১১নং জুঁইদন্ডি ইউনিয়নের ৭নং খুরুস্কুল ওয়ার্ডের মধ্যবর্তী সাপমরা খালের উপর বাঁশের সাঁকোটির দু'পাশ ঘুরে দেখা যায়, পাড বাঁশের জোড়াতালি দিয়ে বানানো হয়েছে সাঁকোটি। সাঁকোটি পার হতে যেকারো শরীর কেঁপে উঠবে ভয়ে। সামান্য বেখেয়ালে একটু পা পিছলালেই পডতে হবে সোজা গভীর খালে।খালটির পশ্চিম প্রান্তে রয়েছে সরেঙ্গা বাজার।তাই প্রয়োজনীয় বাজার সদয় করতে প্রতিনিয়ত খুরুস্কুল বাসীর সাঁকোটি পার হয়ে আসতে হয় বাজারে। আর অপরদিকে পূর্ব প্রান্তে প্রাইমারী স্কুল হওয়ার কারণে সরেঙ্গা বাসীদের যেতে হয় খুরুস্কুল প্রান্তে। ছোটো ছোটো ছেলেমেয়েদের সাঁকোটি পার হয়ে যেতে হচ্ছে এপার-ওপার। একপাশ দিয়ে একজন আসলে অপর পাশ দিয়ে আরেকজন আসার কুদরত নাই। পুরো আনোয়ারা উপজেলা ঘুরে এমন ঝুকিপূর্ণ দ্বিতীয় আরেকটা সাঁকোর দেখা মিলবেনা।
তাই রায়পুর-জুঁইদণ্ডি ইউনিয়ন দু'টির বিশ হাজার মানুষের একটাই চাওয়া এই সাঁকোটির স্থলে একটা সেতু হওয়া।
উপজেলার ৩নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন শরীফ বলেন,এটা একটা বড় প্রকল্প।আমরা ভূমিমন্ত্রী মহোদয়কে এই বিষয়ে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। আমার জানা মতে এটার একটা ব্যবস্থা হচ্ছে।
আনোয়ারা উপজেলার ১১নং জুঁইদণ্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ ইদ্রীস বলেন, ভূমিমন্ত্রী মহোদয় এটা নিয়ে সেতুমন্ত্রণালয়ে ডেমি অফিসিয়াল লেটার পাঠিয়েছেন।আশা করি শীঘ্রই এটা বাস্তবায়িত হবে।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহানের কাছে জানতে চাইলে তিনি জানান, আমাদের কাছে ঢাকা থেকে এটার ইনফরমেশন দেওয়ার বিষয়ে চিঠি আসছিলো আমরা সব ইনফরমেশন পাঠিয়েছিলাম৷ তবে এখনোব্দি কেন এটির অনুমোদন আসতেছেনা বিষয়টা বুঝা আসছেনা। এই সেতুটি মাত্র ৫৫ মিটার। আনোয়ারায় এরকম অনেক সেতুর অনুমোদন চলে আসছে কিন্তু তারপরও এটার অনুমোদন আসতেছে না। আমি বিষয়টি সম্পর্কে আবারও খোঁজ নিয়ে দেখবো।
এমএসএম / জামান

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ

শাহজাদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
Link Copied