ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

হুমকির মুখে উপকূলবাসী

শ্যামনগরের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুর্গাবাটিসহ একাধিক গ্রাম প্লাবিত


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৬-৭-২০২২ দুপুর ৩:১৫

সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার বুড়ি গোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি গ্রামসহ একাধিক গ্রাম বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে গেছে।  খোলপেটুয়া নদীর দুর্গাবাটিতে ৪০ ফুটের বেশি ভাঙনে দুর্গাবাটি, আড়পাঙাশিয়া, পোড়াকাটলার মাছের ঘের, ফসলি জমি প্লাবিত হয়ে ঘরবাড়িতে ঢুকছে পানি।

এছাড়া জোয়ারের পানির চাপে সাতক্ষীরার কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে আরো বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন উপকূলের মানুষ।

গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সেখানকার প্রায় ২০০ ফুট জায়গাজুড়ে বাঁধ নদীতে ধসে পড়ে। রাতের জোয়ারে প্লাবিত হয় গ্রামটি। স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ডের পওর বিভাগ শ্যামনগরের ৫নং পোল্ডারের উক্ত অংশের বাঁধ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। তবে শুক্রবার সকাল থেকে বাঁশ পাইলিং দিয়ে মাটি ফেলে রিং বাঁধ নির্মাণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

ভাঙনকবলিত অংশের বাসিন্দা সাবেক ইউপি সদস্য নীলকান্ত রপ্তান জানান, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ বিকট শব্দে সাইক্লোন শেল্টারের পূর্ব প্রান্তের উপকূল রক্ষা বাঁধের ৬০-৭০ ফুট জায়গা খোলপেটুয়া নদীতে ধসে পড়ে। রাতে স্থানীয়রা ভাঙনের বিস্তৃতি ঠেকানোর কাজ শুরু করেন।

নিলুৎপল মণ্ডল নামে স্থানীয় এক গ্রামবাসী জানান, ভাঙনের খবর পেয়ে সকালে তারা ঘটনাস্থলে পৌঁছে রিং বাঁধ নির্মাণের কাজ শুরু করেন। পরবর্তী জোয়ারের আগে ভাঙনকবলিত অংশে রিং বাঁধ দিতে না পারলে জোয়ারের পানি পশ্চিম ও পূর্ব দুর্গাবাটিসহ ভামিয়া, পোড়াকাটলা, চুনা ও হেঞ্চি গ্রামগুলোকে প্লাবিত করতে পারে।

স্থানীয়রা অভিযোগ করেন, দুর্গাবাটির বিভিন্ন অংশে কোটি কোটি টাকার কাজ করা হলেও ভাঙনকৃত অংশে সাম্প্রতিক বছরগুলোতে মাটির কোনো কাজ করা হয়নি। এছাড়া প্রভাবশালীরা পাশের নদী হতে কোটি কোটি ঘনফুট বালু উত্তোলন করায় চর দেবে গেছে। কিন্তু সংশ্লিষ্ট কেউ তদারকি করেননি।

বুুড়ি গোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম জানান, বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি গ্রামসহ একাধিক গ্রাম বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে গেছে। খোলপেটুয়া  নদীর দুর্গাবাটিতে ৪০ ফুটের বেশি ভাঙনে দুর্গাবাটি, আড়পাঙাশিয়া, পোড়াকাটলার মাছের ঘের, ফসলি জমি প্লাবিত হয়ে ঘরবাড়িতে ঢুকছে বেড়িবাঁধ ভাঙা জোয়ারের পানি। এছাড়া বহু জায়গায় বাঁধ দেবে গেছে। দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধটি মেরামত করা না গেলে আসছে জোয়ারে অন্যান্য ইউনিয়ন প্লাবিত হতে পারে।

তিনি আরো বলেন, স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিং বাঁধ নির্মাণের কাজ শুরু করেছেন। তবে দুপুরের জোয়ারে কাজ বন্ধ রাখতে হয়েছে। জোয়ার নামতে নামতে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যায় কাজ করা কঠিন হবে।

তিনি অভিযোগ করেন, পাশের খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে প্রভাবশালীরা বালু উত্তোলন করায় চর দেবে গিয়ে পার্শ্ববর্তী অংশের বাঁধে ভাঙন লেগেছে।  

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১-এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, বৃহস্পতিবার বিকেলে বাঁধ নদীতে ধসে পড়ে। রাতের জোয়ারে বুড়ি গোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি গ্রামসহ একাধিক গ্রাম বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। খোলপেটুয়া নদীর দুর্গাবাটিতে ৪০ ফুটের বেশি ভাঙনে দুর্গাবাটি, আড়পাঙাশিয়া, পোড়াকাটলার মাছের ঘের, ফসলি জমি প্লাবিত ঘরবাড়িতে ঢুকছে বেড়িবাঁধ ভাঙা জোয়ারের পানি। ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেছি। তাৎক্ষণিক বালুর বস্তা বরাদ্দ দেয়া হয়েছে।

জামান / জামান

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক