ঢাকা শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

সপ্তাহিক ছুটির দিনে আনোয়ারা পারকী সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২২ রাত ৯:৩৭
বর্ষা মৌসুম হলেও  বৃষ্টি না থাকায় পর্যটকেরা এবার বেড়িয়ে বেশ আনন্দ উপভোগ করছেন।বিস্তৃত বালুকাময় সৈকত, সাগরের ঢেউ মুগ্ধ করছে পর্যটকদের। পারকী সমুদ্র সৈকতকে  অনেকে মিনি কক্সবাজারও বলে থাকেন।
 
পবিত্র ঈদুল আযহা আর সাপ্তাহিক ছুটি মিলে গতকাল শুক্রবার এবং আজ ১৬ জুলাই শনিবারে পারকী সৈকতে পর্যটকের ঢল নেমেছে।বেশ কয়েক বছর ক্রিস্টাল গোল্ড জাহাজের কারণে ক্ষতিগ্রস্ত পারকী সৈকত এখন  ফিরে পেয়েছে আগের রুপ।
প্রায় ৭৯ কোটি টাকা ব্যয়ে পর্যটন কমপ্লেক্সে নির্মাণ শেষ হলে পারকী সৈকত একটি আন্তর্জাতিক মানের সৈকতে পরিণত হবে। তবে  ঢেউয়ের আঘাতে ঝাউবাগান ধ্বংস হয়ে যাওয়ায় সৈকতের অনেকটা সৌন্দর্যহানি ঘটেছে।নতুন করে ঝাউ বাগান সৃজন করা হবে কিনা সে বিষয়ে বনবিভাগের কোনো উদ্যোগ চোখেই পড়েনি।অথচ পারকী সৈকতের ঝাউবাগান পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল।স্থানীয়রাও আগে পারকী সৈকতকে ঝাউবাগান বলেই চিনত। সেই ঝাউ বাগানের নাম এখন পারকী সৈকত হিসেবে সারাদেশে ছড়িয়ে পড়েছে।পারকি তিন খালের মুখে ঝাউগাছ যেগুলো আছে সেগুলোও জোয়ারের পানিতে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।
 
সৈকতে গিয়ে দেখা যায় সৈকত জুড়ে  হাজার হাজার পর্যটক। কেউ কেউ সাগরে গোসল করতে নেমেছেন। অনেকে পরিবার পরিজন নিয়ে বিস্তৃত সৈকতে ঘুরে বেড়াচ্ছেন। শিশুরা সৈকতে ছুটাছুটি,ঘোড়ায় চড়ে আন্দ উপভোগ করছেন। বেলা শেষে ভীড় জমে লুসাই পার্কের মিঠা পানির পুকুরে। সাগরে বালুকাময় লবন পানিতে নেমে লে গোসল করতে নেমে পড়েন এই মিঠা পানির পুকুরে।
 
জানা যায়,পারকী সৈকতে ৭৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে পর্যটন কমপ্লেক্স। নির্মাণ কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। পর্যটন কমপ্লেক্স্রে থাকবে ১৪ টি কটেজ, চারতলা একটি মাল্টিপারপাস ভবন, লেক,অফিস,বার ও কনভেনশন হল। পর্যটন কমপ্লেক্স পূর্নাঙ্গ নির্মিত হলে পূর্ণতা লাভ করবে পারকী সৈকত।
 
বেড়াতে আসা একজন পর্যটক বলেন, পারকী সৈকতে আমি এবারই প্রথম আসলাম। আমি প্রবাসে থাকি। নতুন বিয়ে করে বউ নিয়ে বেড়াতে এসেছি। আমার ধারণার চেয়েও বেশ ভাল লাগছে। তবে নিচে ভাল মানের রেঁস্তোরার সংকট রয়েছে। আরেকজন পর্যটক জানান,ঈদের ছুটির সাথে সরকারি ছুটি মিলিয়ে লম্বা বন্ধ থাকায় পরিবার নিয়ে বেড়াতে এসেছি।এখানে এসে শিশুরা বেশ উপভোগ করছে।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও চট্টগ্রাম বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য এম এ কাইয়ুম শাহ বলেন, পারকী সৈকতের উন্নয়ন এবং আধুনিকায়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে পর্যটন কমপ্লেক্সের নির্মাণ কাজ চলছে।ঝাউগাছের রক্ষণাবেক্ষণ করতে বন বিভাগ আরও এগিয়ে আসলে পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা জোরদার করতে ট্যুরিস্ট পুলিশ এবং পর্যটন এলাকায় বিদ্যুৎতায়ন বাস্তবায়ন হলে পারকী সৈকতে পর্যটকের আকর্ষণ আরো বাড়বে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন,পারকী সৈকতের উন্নয়ন এবং আধুনিকায়নে সরকারের সুনজর রয়েছে। সৈকতের পরিবেশ সুন্দর এবয় উপভোগ্য করতে উপজেলা প্রশাসন কাজ করছে। সামনে পারকী সৈকতের সৌন্দর্য এবং সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করা হবে। যাতে পর্যটকরা আরো বেশি সৈকতমুী হয়।

এমএসএম / এমএসএম

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিবাদ জন্ম হবে না: শওকত হোসেন সরকার

পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন

টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সাংবাদিক রফিকুল ইসলাম কালভীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাউফলে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশসহ আহত ৬, গ্রেপ্তার ৩

নওগাঁয় মামলা তদন্তে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

টিএইচই র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

‎আনোয়ারায় মোবাইল কোর্ট অভিযান,তিন মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন ও সাংবাদিক ওরিয়েন্টেশন

রাজশাহী সড়ক-জনপথে কর্মচারীদের জনসংযোগ

শাহজাদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন