তানোরে অনাবৃষ্টিতে পুড়ছে আমন ফসলের মাঠ
আষাঢ়ের শেষে শ্রাবণের ঘনঘটাতেও বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড রোদ-দাবদাহে অতিষ্ঠ মানুষ ও প্রাণীকুল। এমন অবস্থায় বরেন্দ্র অঞ্চলের তানোর উপজেলায় ফসলিজমিসহ মাঠ-ঘাট পানিশূন্যতায় চৌচির হয়ে পড়েছে।
ষড়ঋতুর এ দেশে ঋতু অনুযায়ী আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। সাধারণত এই দুই মাস আমাদের দেশে অন্যসব সময়ের চেয়ে বেশি বৃষ্টি হয়। এই বৃষ্টির পানিকে কাজে লাগিয়ে কৃষকরা এই মৌসুমে রোপা আমন চাষে ব্যস্ত সময় পার করে থাকেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর তানোর উপজেলায় টানা প্রায় ২০ দিনের অধিক বৃষ্টি না হওয়ায় পুকুর বা খালের পানি দিয়ে কোনোরকম চাষাবাদ করছেন কৃষকরা। আর যেসব কৃষক বিএমডিএর আওতাধীন গভীর নলকূপ থেকে পানি নিয়ে আবাদ করছেন, তাদের এক দিন পরপরই জমিতে পানির প্রয়োজন হয়ে পড়েছে। ফলে সময়মতো পানি সব কৃষক পাচ্ছেন না।
সময়মতো বৃষ্টি না হলে পানি সংকটের কারণে আমন চাষ হুমকির মুখে পড়তে পারে বলে অনেকে মনে করছেন। ফলে আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তানোর উপজেলার পাঁচান্দ ইউপির যোগীশো গ্রামের রবিউল ইসলাম সকালের সময়কে জানান, পুরো আষাঢ় মাস শেষ হয়ে গেল, কোনো বৃষ্টি নেই। পানি সেচ দিয়ে যেটুকু আবাদ করেছিলাম তাও শুকিয়ে গেছে। টানা প্রায় ২০ দিন ধরে বৃষ্টি না হওয়ায় আমার ধানের জমিতে পানি শুকিয়ে জমি ফেটে চৌচির হয়ে গেছে। ডিপ টিউবওয়েল থেকে পুরো জমিতে পানি দিয়ে তা কভার করা সম্ভব হচ্ছে না। বাকি জমি সব পড়েই আছে, কী হবে জানি না। এক দিন পরপর জমিতে পানির প্রয়োজন হচ্ছে। ফলে বৃষ্টির পানি ছাড়া ফসল বাঁচানো অসম্ভব হয়ে পড়বে বলে জানান এই কৃষক।
তানোর উপজেলার আমশো গ্রামের কৃষক মামুন মোল্লা জানান, বৃষ্টির কারণে তারা আবাদ শুরু করতে পারেননি। তাদের সব জমি ডিপ টিউবওয়েলের আওতায় না হওয়ার কারণে বেশকিছু জমি আবাদ শুরু করতে পারেননি। আকাশের দিকে তাকিয়ে আছেন কখন বৃষ্টি হবে, তখনই আবাদ শুরু করবেন।
তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ সকালের সময়কে বলেন, এবার তানোরে প্রায় ২২ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এমন অনাবৃষ্টি চলতে থাকলে আবাদ ব্যাহত হবে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে বলে জানান তিনি ।
তিনি আরো বলেন, তানোরে টানা ২০ দিন বৃষ্টি নেই। ফলে কৃষকরা সময়মতো আবাদ শুরু করতে পারেননি। আমরা বিএমডিএর সাথে কথা বলেছি ঠিকমতো যাতে পানি সরবরাহ করে। অনাবৃষ্টির কারণে এখন পর্যন্ত ফসলের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি । আগামী সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করা যায় অতিদ্রুত পানির সমস্যা কেটে যাবে।
এমএসএম / জামান
কুমিল্লা-৯ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মোহাম্মদ আবু বাকার’র মনোনয়ন পত্র সংগ্রহ
প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে
বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন
হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক
হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা
মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন
রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র
Link Copied