কালকিনিতে উপজেলা আওয়ামী লীগের নেতাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। রোববার (১৭ জুলাই) দুপুরে কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী যারা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, বিদ্রোহী প্রার্থীদের সহযোগিতা করেছেন; তাদেরকে দলীয় কোনো পদ-পদবীতে নেয়া যাবে না। এমনকি দলীয় সম্মেলন কমিটির সদস্যও করা যাবে না।
তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার এই কঠোর সিদ্ধান্ত মোতাবেক সারা বাংলাদেশের আওয়ামী লীগ যখন শৃঙ্খলার মধ্যে পরিচালিত হচ্ছে, ঠিক তখনই আমাদের শান্তিপূর্ণ কালকিনিতে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে বিভিন্ন বৈঠক সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়।
কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, ২০২১ সালে কালকিনি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত নৌকা প্রতীকের প্রার্থী এসএম হানিফের বিরুদ্ধে সরাসরি বিরোধিতাকারী তৎকালীন পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু (চামচ প্রতীক), মশিউর রহমান সবুজ (নারেকেল গাছ প্রতীক), ১১ নভেম্বর ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী কালকিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনকে নিয়ে কালকিনির শান্ত পরিবেশকে অশান্ত করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গোপন বৈঠকের পরই আলীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও কৃষক লীগ নেতা মানিক হত্যা মামলার ১নং আসামি হাফিজুর রহমান মিলনের নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে হত্যার উদ্দেশ্যে আলীনগর ২নং ওয়ার্ডের মোজাদ্দার মোল্লাকে বোমা মেরে আহত করে। বর্তমানে তিনি ১টি পা হারিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন।
এসব ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ার কারণে কালকিনি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, যা নিয়ে সমগ্র মাদারীপুরবাসী মর্মাহত ও ব্যথিত হয়ে ঘৃণ প্রকাশ করেন। এমন কার্যক্রম দলের জন্য হুমকিস্বরূপ বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ বাসার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন মাস্টার, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বাবু ভবতোষ দত্ত, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, পৌর মেয়র এসএম হানিফ, দপ্তর সম্পাদক বেলাল হোসেনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জামান / জামান

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস
