ঢাকা শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

দুর্গাপুরে মোবাইল ব্যাংকিংয়ে আসা টাকা আত্মসাতের অভিযোগ


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১৯-৭-২০২২ দুপুর ১১:৪৫

মোবাইল ব্যাংকিংয়ে আসা স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তি, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতার টাকা অভিনব কায়দায় আত্মসাতের অভিযোগ উঠেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বন্দঊষান গ্রামে মাদ্রাসা শিক্ষক ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী মো. নিজাম উদ্দিনের (৪৪) বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে নানা কৌশলে মানুষের এই অর্থ হাতিয়ে নিচ্ছেন তিনি। বিষয়টি সাংবাদিকদের লিখিত এক অভিযোগের মাধ্যমে জানান স্থানীয় বাসিন্দা মো. বিল্লাল মিয়া। তবে লিখিত সকল অভিযোগ মিথ্যা বলে দাবি অভিযুক্ত নিজাম উদ্দিনের।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দঊষান রেজিঃ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দিন। শিক্ষকতার পাশাপাশি বন্দউষান বাজারে ওষুধ বিক্রির দোকান ও বিকাশ-নগদ মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করে আসছেন। প্রত্যন্ত গ্রাম হাওয়ায় গ্রামের বেশিরভাগ মানুষ মোবাইল ব্যাংকিংয়ে আসা টাকা উত্তোলনে শরণাপন্ন হন তার। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি রমরমা প্রতারণার জাল বিছিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা জানান, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের মোবাইলে আসা উপবৃত্তির টাকা, বিধবা নারীদের ভাতা, পঙ্গু ভাতাধারীরা নিয়মিত নিজাম উদ্দিনের দোকানে উত্তোলন করেও সঠিক হিসাব পাচ্ছেন না। তবে গ্রাহকের মোবাইল ফোন থেকে অগোচরে এবং নানা কৌশল অবলম্বন করে নানা সময় টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ স্থানীয়দের। প্রায় সময় মোবাইল ব্যাংকিংয়ে থাকা এলেও অর্ধেক টাকা গ্রাহককে দিয়ে বাকি অর্ধেক নানা কৌশলে হাতিয়ে নিতেন অভিযুক্ত নিজাম উদ্দিন।

তারা আরো জানান, এলাকার ছাত্র-ছাত্রী ও বিভিন্ন ভাতাপ্রাপ্ত ব্যক্তিগণ বিকাশ মোবাইল অ্যাকাউন্ট হতে টাকা উত্তোলনের জন্য দোকানে গেলে নিজাম উদ্দিন সহজ-সরল গ্রামের মানুষের বিকাশ মোবাইল অ্যাকাউন্ট হতে তার নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে হতদরিদ্র মানুষদের বিভিন্ন আকাশকুসুম কথাবার্তা বলে টাকা আত্মসাৎ করে আসছেন। এছাড়াও বন্দঊষান স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসায় চাকরির সুবাধে তিনি ভুয়া ছাত্র-ছাত্রীর নাম ব্যবহার করেও উপবৃত্তির টাকাও আত্মসাৎ করছেন।

এ নিয়ে সরজমিন ঘুরে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, প্রতারণার আশ্রয় নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের সহজ-সরল মানুষদের ঠকিয়ে আসছেন নিজাম উদ্দিন। এমনকি সুবিধাভোগীদের মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট, নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার গ্রাহকদের কাছে গোপন রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফলে টাকা উত্তোলনে শুধু তার কাছেই আসতে হয় গ্রাহকদের। সেই সুযোগে অভিনব কায়দায় অর্থ হাতিয়ে নেন তিনি। এলাকার প্রায় ২০০-৩০০ জন মানুষের বিভিন্ন ভাতার টাকা উত্তোলন করেন তিনি। তবে কিছুদিন আগে প্রতারণার বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত নিজাম উদ্দিন অনেককেই টাকা ফিরিয়ে দিয়েছেন বলে জানা যায়।

ভুক্তভোগী আব্দুল হানিফ বলেন, আমরা গরিব মানুষ। লেখাপড়া জানি না। মোবাইলের বিষয়ে তো একদম বুঝি না। আমার সন্তানের উপবৃত্তির টাকা তুলতে দোকানে যাই, পরে ১ হাজার টাকা আমাকে দেয়। কিছুদিন পর জানতে পারি আমার ১ হাজার ৫০০ টাকা এসেছে। পরে এলাকাবাসীদের সাথে নিয়ে দোকানে গিয়ে বললে তারপর ৫০০ টাকা দেয়।

অপরদিকে বিল্লাহ হোসেন বলেন, গত ১০-১২ বছর ধরে গ্রামের মানুষের সাথে প্রতারণা করে আসছেন নিজাম উদ্দিন। এতদিন আমরা বুঝতে পারেনি যে, আমাদের এভাবেই ঠকিয়ে যাচ্ছেন। দীর্ঘ সময় পর তার এই প্রতারণার বিষয়টি ধরতে পেরেছি। এই প্রতারকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই আমরা।

সকল অভিযোগ মিথ্যা দাবি করে অভিযুক্ত নিজাম উদ্দিন বলেন, কতিপয় ব্যক্তি আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা একটি অভিযোগ সাজিয়ে প্রচার করে বেড়াচ্ছে। আমি বাজারে ছোট্ট একটি ব্যবসা করি। গ্রাহকদের টাকা প্রতিনিয়ত হিসাবমতো বুঝিয়ে দেই।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার বলেন, অভিযোগটির সত্যতা রয়েছে। লোকটি এলাকার মানুষের সাথে প্রতারণা আসছে। অনেক মানুষ ইতোমধ্যে আমাকে এই অভিযোগের ব্যাপারে অবগত করেছেন। আমি তাদের ঊর্ধ্বতন প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানোর জন্য বলেছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিতে ঊর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি।

এমএসএম / জামান

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু