ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মোহনপুরে টেন্ডার ছাড়াই আম গাছ বিক্রির অভিযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২১-৭-২০২২ দুপুর ১১:৫৮
যাদের আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব, তারাই বিভিন্ন অজুহাতে আইন ভঙ্গ করছেন। রাজশাহীর মোহনপুরে পুরনো বড় বড় দুটি ফলদ আম গাছ টেন্ডার ছাড়াই নামমাত্র মূল্যে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে। উপজেলা ভূমি অফিসের ভেতরে থাকা পুরাতন গাছগুলো আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে কেটে ফেলা হয়।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা ভূমি অফিসের ভেতরের দুটি আম গাছ নিয়মবহির্ভূতভাবে নামমাত্র টাকায় বিক্রি করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাশ।
 
এ বিষয়ে গাছের বেপারী ক্রেতা জাহানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফাকে কত টাকা দিয়ে গাছ কিনেছেন- প্রশ্ন করা হলে তিনি বলেন, আসলে গাছগুলো আমি বাকশিমইল গ্রামের বেলালের থেকে কিনেছি এবং কাটছি। কত টাকায় কিনেছেন জানতে চাইলে তিনি বলেন, এটা বলা নিষেধ আছে।
 
এ বিষয়ে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার তৃসিত কুমারকে প্রশ্ন করা হয় কত টাকায় গাছ বিক্রয় করা হয়েছে এবং টেন্ডার ছাড়া গাছ বিক্রি করার বিধান আছে কি-না। তিনি সাংবাদিকের এমন প্রশ্ন শুনে বলেন, কত টাকায় গাছ বিক্রি করা হয়েছে তা আমি জানি না, এসিল্যান্ড স্যার জানেন। তবে ভূমি অফিসের ভেতরে গাছ থাকলে তা টেন্ডার ছাড়াই বিক্রি করা যাবে বলে তিনি মতামত ব্যক্ত করেন।
 
সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাশ মুঠোফোনে সাংবাদিককে বলেন, জেলা প্রশাসক স্যার ভূমি অফিস পরিদর্শনে এসে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির কারণে গাছ দুটি কেটে ফেলার মৌখিক অনুমতি দিয়েছেন। তাছাড়া গাছের আমগুলো জাতের না হওয়ায় গাছগুলো কাটা হচ্ছে।
 
ব্যক্তিগত গাছ কাটতেও অনুমতি লাগবে আর আপনি সরকারি কর্মকর্তা হয়েও টেন্ডারবিহীন গাছ বিক্রি করেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি বিতরণ করা হবে। তাই কাজে প্রচুর ব্যস্ত আছি। এখন কথা বলতে পারছি না। আপনি অফিসে দেখা করবেন।
 
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন বলেন, গাছগুলোর টেন্ডার দেয়া হবে। গাছগুলো আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা কিনেছেন এবং তিনিই গাছগুলো কাটছেন এবং নিয়ে যাচ্ছেন- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

এমএসএম / জামান

মনপুরায় নির্বিচারে শিকার হচ্ছে পাঙ্গাসের পোনা, নীরব মৎস্য অফিস

কুমিল্লা-৯ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মোহাম্মদ আবু বাকার’র মনোনয়ন পত্র সংগ্রহ

প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে

বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন

বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন

হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক

হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা

মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন

রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

​সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল