মোহনপুরে টেন্ডার ছাড়াই আম গাছ বিক্রির অভিযোগ

যাদের আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব, তারাই বিভিন্ন অজুহাতে আইন ভঙ্গ করছেন। রাজশাহীর মোহনপুরে পুরনো বড় বড় দুটি ফলদ আম গাছ টেন্ডার ছাড়াই নামমাত্র মূল্যে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে। উপজেলা ভূমি অফিসের ভেতরে থাকা পুরাতন গাছগুলো আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে কেটে ফেলা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা ভূমি অফিসের ভেতরের দুটি আম গাছ নিয়মবহির্ভূতভাবে নামমাত্র টাকায় বিক্রি করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাশ।
এ বিষয়ে গাছের বেপারী ক্রেতা জাহানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফাকে কত টাকা দিয়ে গাছ কিনেছেন- প্রশ্ন করা হলে তিনি বলেন, আসলে গাছগুলো আমি বাকশিমইল গ্রামের বেলালের থেকে কিনেছি এবং কাটছি। কত টাকায় কিনেছেন জানতে চাইলে তিনি বলেন, এটা বলা নিষেধ আছে।
এ বিষয়ে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার তৃসিত কুমারকে প্রশ্ন করা হয় কত টাকায় গাছ বিক্রয় করা হয়েছে এবং টেন্ডার ছাড়া গাছ বিক্রি করার বিধান আছে কি-না। তিনি সাংবাদিকের এমন প্রশ্ন শুনে বলেন, কত টাকায় গাছ বিক্রি করা হয়েছে তা আমি জানি না, এসিল্যান্ড স্যার জানেন। তবে ভূমি অফিসের ভেতরে গাছ থাকলে তা টেন্ডার ছাড়াই বিক্রি করা যাবে বলে তিনি মতামত ব্যক্ত করেন।
সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাশ মুঠোফোনে সাংবাদিককে বলেন, জেলা প্রশাসক স্যার ভূমি অফিস পরিদর্শনে এসে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির কারণে গাছ দুটি কেটে ফেলার মৌখিক অনুমতি দিয়েছেন। তাছাড়া গাছের আমগুলো জাতের না হওয়ায় গাছগুলো কাটা হচ্ছে।
ব্যক্তিগত গাছ কাটতেও অনুমতি লাগবে আর আপনি সরকারি কর্মকর্তা হয়েও টেন্ডারবিহীন গাছ বিক্রি করেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি বিতরণ করা হবে। তাই কাজে প্রচুর ব্যস্ত আছি। এখন কথা বলতে পারছি না। আপনি অফিসে দেখা করবেন।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন বলেন, গাছগুলোর টেন্ডার দেয়া হবে। গাছগুলো আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা কিনেছেন এবং তিনিই গাছগুলো কাটছেন এবং নিয়ে যাচ্ছেন- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
এমএসএম / জামান

সাবেক চিফ হুইপ ফিরোজ, স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে দুদুকে মামলা,

জাকের পাটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হলেন মুকসুদপুরের কৃতি সন্তান,সাজ্জাদ মিয়া

রেলের লীজে কবরস্থান–মসজিদ ! বাতিলের দাবিতে সিআরবি ঘেরাও

মিরসরাইয়ের ধানের শীষের পক্ষে শাহীদ চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ।

শেরপুর ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা এমপি প্রার্থী হামিদুল হক মোহনের মৃত্যু

প্রেম করে বিয়ে, শেষমেষ বালিশচাপায় মৃত্যু

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে জরিমানা

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হতো আইসক্রিম,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মনোহরদীতে খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ

বাকেরগঞ্জে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে নারী হেনস্তা ও কুপ্রস্তাবের অভিযোগে এজাহার দায়ের
Link Copied