ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য

পাঁচ মাসে ৫ জেলা রেজিস্ট্রারের আসা-যাওয়া


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-৭-২০২২ দুপুর ১২:১৮

চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার অফিসে গত পাঁচ মাসে আসা যাওয়ায় পাঁচ জেলা রেজিস্ট্রার পরিবর্তন হওয়ার ঘটনায় জেলা রেজিস্ট্রারের আওতাধিন বিভিন্ন সাব রেজিস্ট্রার অফিসগুলোতে অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। জায়গা জমি ক্রয় বিক্রয় করতে গিয়ে সরকারি নিয়ম নীতির বাইরে অফিস স্টাফরা জড়িয়ে পড়ছে ঘুষ বাণিজ্যে, বিগত সময়ের চেয়েও আনুপাতিক হারে অনিয়ম দুর্নীতি বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে। 

গত সোম ও মঙ্গলবার দুই দিনব্যাপী চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার অফিসের সামনে হয়রানির শিকার হওয়ায় জমি ক্রয় বিক্রয় করতে আসা লোকজনদের গণশুনানীর আয়োজন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে রেজিস্ট্রি অফিসের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি নিয়ে বিভিন্ন জন দুদকের কাছে অভিযোগ করেন।  

জানা গেছে, চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার তাপস কুমার রায় গত ৭ ফেব্রুয়ারি বদলী হয়ে যান। এরপর সদর সাব রেজিস্ট্রির মো. মনিরুজ্জামান গত ৭ ফেব্রুয়ারি অতিরিক্ত দায়িত্ব পালন করেন গত ১০ এপ্রিল দায়িত্ব ছেড়ে দেন। ১০ এপ্রিল কক্সবাজার জেলা রেজিস্ট্রিার মো. মনিরুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা রেজিষ্ট্রারের দায়িত্ব পালন করেন। অল্প কিছুদিনের মধ্যে গত ৫ জুন দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য হন তিনি। গত ৫ জুন ফেনি জেলা রেজিষ্ট্রার সেলিম হাওলাদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে চট্টগ্রাম জেলা  রেজিষ্ট্রারের দায়িত্ব দিলেও গত ১৭ জুলাই দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য হন।

গত ১৭ জুলাই লক্ষীপুর জেলা রেজিস্ট্রার মিশন চাকমাকে চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার হিসেবে বদলী করে চট্টগ্রামের দায়িত্ব দেয়া হয়। নগরীতে চারজন সাব রেজিষ্ট্রার অফিসে নগরীর ১৬ থানার জায়গা জমি ক্রয় বিক্রয় করতে হলে উক্ত অফিসে নিবন্ধন করতে হয়। জায়গা-জমির নিবন্ধনের প্রতিটি দলিল বাবদ সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি ফি বাইরে গিয়ে নগদ টাকার একটি অংশ প্রদান করতে হয়। উক্ত অফিসগুলো অনিয়ম দুর্নীতির সাথে জেলা রেজিস্ট্রার নিজেও জড়িত বলে অভিযোগ রয়েছে। জেলা রেজিস্ট্রারকে চাহিদা মত টাকা না দিলে নগরীর সাব রেজিস্ট্রার এবং অফিস স্টাফদের হয়রানির পাশাপাশি বিভিন্ন উপজেলা সাব রেজিস্ট্রার এবং অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ইচ্ছা মত বদলীসহ বিভিন্নভাবে হয়রানির অভিযোগও রয়েছে। 

চট্টগ্রাম নগরীতে চারজন সাব রেজিস্ট্রার রয়েছে এরমধ্যে সদর সাব রেজিষ্ট্রার, চান্দগাঁও সাব রেজিস্ট্রার, পাহাড়তলী সাব রেজিষ্ট্রার, রেকর্ড রুম সাব রেজিষ্ট্রার কার্যালয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে ভূমি ক্রয় বিক্রয়ে নিবন্ধন করে। উক্ত ভূমি ক্রয় বিক্রয় করতে অফিস স্টাফরা চাহিদা মত টাকা না পেলে দাতা গ্রহিতাদের পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। চট্টগ্রাম সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ের অফিস স্টাফদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলনামুলকভাবে কম হলেও চান্দগাও সাব রেজিস্ট্রার ও পাহাড়তলী সাব রেজিস্ট্রার, রেকর্ড রুম সাব রেজিস্টার এবং অফিস স্টাফদের বিরুদ্ধে সাধারণ মানুষকে জিম্মি করে ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। সাব রেজিস্ট্রারদের অনিয়ম দুনীতি নিয়ে চট্টগ্রাম দলিল লেখক সমিতি বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়ে আসলেও কোন কাজ হচ্ছে না বলে সমিতির নেতাদের অভিযোগ।

এ বিষয়ে নগরীর লালখানবাজার এলাকার কামাল উদ্দীন নামের একজন অভিযোগ করে বলেন সম্প্রতি সীতাকুন্ড সাব রেজিস্ট্রারের কাছ থেকে তিন শতক জায়গা রেজিস্ট্রি করি সরকারের বিধি মোতাবেক সব ফি প্রদান করি, জায়গার নামজারি করতে গেলে দেখা যায় জায়গা দুশতক থেকেও কম, সাব রেজিস্ট্রারের ভুলের কারণে আমি ক্ষতিগ্রস্থ হয়েছি। বিষয়টি আমি জেলা রেজিস্ট্রিারের কাছেও বলছি ।
 

এ বিষয়ে চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার মিশন চাকমা বলেন, আমি মাত্র গত সোমবার দায়িত্ব নিয়েছি, সাধারণ মানুষ যাতে কোন ধরণের হয়রানির শিকার না হয়, আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব চেষ্টা করব, শতভাগ সেবা দেয়ার জন্য। যদি কোন সাব রেজিষ্ট্রার এবং অফিস স্টাফদের বিরুদ্ধে কোন ধরণের হয়রানির অভিযোগ আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি। 

এমএসএম / জামান

কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

'মাছে ভাতে বাঙালি' প্রবাদটি বর্তমানে শুধুমাত্র বইপুস্তকেই সীমাবদ্ধ

তালায় বিএনপি'র ত্যাগী ও পরীক্ষিত এক যোদ্ধার নাম আব্দুর রকিব সরদার

অপরিকল্পিত সড়ক নির্মাণে জলাবদ্ধতায় শত একর জমি চাষের অনুপযোগী

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়নে বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

মাদকমুক্ত টুঙ্গিপাড়া গড়বঃ নবাগত ওসি

ফলন বিপর্যয়ের শঙ্কা" তানোরে আমন খেতে সাতরা পোকার আক্রমণ

কুমিল্লার মহাসড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঈশ্বরদীতে মৎস্য পোনা অবমুক্ত করণ করা হয়েছে

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

মাতাশমঞ্জিল মুক্ত খেলাঘরের উন্নয়নকল্পে ১ লক্ষ টাকা অনুদান দিলেন ছাত্রনেতা শামীম হোসেন

ত্যাগি নেতা জহুর আলম জহুর সংবর্ধীত