শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাবিপ্রবি’র আট শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ!
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চারটি আবাসিক হলের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় ৮ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির সুপারিশের প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও উপাচার্য বাসভবনের সামনে অনশন কর্মসূচী পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত না করলেও কয়েকটি সূত্রে জানা যায়, সোমবার (২৫ জুলাই) শৃঙ্খলা কমিটির আলোচনা সভায় সংঘর্ষ ও দু'টি হলে ভাংচুরের ঘটনায় ২ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার এবং ৬ জন শিক্ষার্থীকে ২ বছর পর্যন্ত সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়। এছাড়াও ঐ ঘটনায় ২৭ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে বলে জানা গেছে।
এদিকে বিষয়টি জানাজানি হয়ে গেলে সোমবার রাতেই শৃঙ্খলা কমিটির সুপারিশ প্রত্যাখ্যান করে উপাচার্য বাসভবনের সামনে অনশন শুরু করে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের একাংশ। ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ছাত্রদের দাবির ব্যাপারে কথা বলার আশ্বাস দিলে অনশনরত শিক্ষার্থীরা অনশন প্রত্যাহার করে নেয়। প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আলোচনা সভায় বসেন শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। তবে আলোচনা সভায় শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তই বলবৎ থাকবে বলে জানানো হয়।
সার্বিক বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে হলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, যেহেতু এখনও শাস্তি বা কোনকিছুর বিষয়ে ঘোষণাই করা হয়নি সেহেতু শিক্ষার্থীদের বিশৃংখলা, আন্দোলন অনশন করার কোনো যৌক্তিকতা দেখছি না। কবে এই সিদ্ধান্ত ঘোষণা করা হবে তাও বলতে পারছি না। আগে ঘোষণা হোক তারপর জানা যাবে কে কে শাস্তি পাবে, আমরা জানলেও বলতে পারছি না অফিসিয়াল ঘোষণা ছাড়া।
শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের এসব নিয়ে মাথা খারাপ করার সুযোগ নেই। তারা নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশ নিবে, পড়ালেখা করবে। এখানে যারা প্রকৃত দোষী তারাই শাস্তি পাবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রয়েছে।
এমএসএম / এমএসএম
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
Link Copied