ঢাকা শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

দুর্গাপুরে কমরেড মনি সিংহের ১২১তম জন্মদিন পালিত


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ২৮-৭-২০২২ দুপুর ৩:১২

নেত্রকোনার দুর্গাপুরে কমরেড মনি সিংহ মেলা উৎযাপন কমিটি আয়োজিত ব্রিটিশবিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, মেহনতী মানুষের মুক্তি সংগ্রাম এবং সমাজতন্ত্রের মহান নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মনি সিংহের ১২১তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিদের অংশগ্রহণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে কর্মসূচির উদ্বোধন করেন মেলা কমিটির আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ বর্ষীয়ান নেতা দুর্গা প্রসাদ তেওয়ারী। পরবর্তীতে মনি সিংহের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ শেষে একটি আনন্দ শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ করা হয়।

বিকেলে সিপিবি উপজেলা সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় কমরেড মনি সিংহ মেলা উৎযাপন কমিটির আহ্বায়ক বাবু দুর্গা প্রসাদ তেওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমরেড মনি সিংহের পুত্র সিপিবির কেন্দ্রিয় কমিটির নেতা ডা. দিবালোক সিংহ।

অন্যদের মধ্যে আলোচনা করেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা সুজন সভাপতি অজয় কুমার সাহা, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, প্রেসক্লাবের সহ:সভাপতি তোবারক হোসেন খোকন, উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের শোষণ মুক্তির লড়াই-সংগ্রামের পুরোধা কমরেড মনি সিংহ। সারাজীবন লড়াই করে গেছেন এদেশের খেটে খাওয়া-মেহনতী মানুষের জন্য। দেশের স্বাধীনতা অর্জন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অবিস্মরণীয়।কমরেড মনি সিংহ ১৯০১ সালের ২৮ জুলাই কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র আড়াই বছর বয়সে বাবা কালি কুমার সিংহের মৃত্যু হলে ঢাকায় তার মামা ডেপুটি ম্যাজিস্ট্রেট সুরেন সিংহের বাড়িতে চলে আসেন। মনি সিংহের মা সরলা দেবী ছিলেন তৎকালীন ময়মনসিংহ জেলার সুসঙ্গ দুর্গাপুরের জমিদারদের বড় বোন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হবার পরে পূর্ণ গণতন্ত্র ও শোষণ মুক্ত সমাজের আদর্শকে যারা সামনে এনেছেন মনি সিংহ তাদেরই একজন। স্বাধীনতার পর ১৯৭৩ সালে অনুষ্ঠিত পাটির দ্বিতীয় কংগ্রেসে মনি সিংহ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন। ১৯৮৪ সালের ২৩ ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ পড়েন। ৮৪ বছর বয়স পর্যন্ত সক্রিয়ভাবে পার্টির দায়িত্ব পালন শেষে ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এমএসএম / জামান

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু