ঢাকা শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

বাইপাস সড়ক নির্মাণের দাবী দুর্গাপুরবাসীর


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১-৮-২০২২ দুপুর ১:১

নেত্রকোনার দুর্গাপুরে ভেজা বালু পরিবহনের কারনে পৌরশহরের অনেক মুল্যবান রাস্তাই নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমান মেয়রের আন্তরিক প্রচেষ্টায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে রাস্তা গুলোকে নতুন ভাবে মেরামতের কাজ শুরু করলেও ভেজাবালু পরিবহন বন্ধ না হলে অল্প কিছুদিনের মধ্যেই তা ভেস্তে যাবে। দুর্গাপুরের প্রধান সমস্যাই হচ্ছে পৌরশহরের রাস্তা দিয়ে ভেজা বালু পরিবহন।

তবে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করছিলেন নেত্রকোনা জেলা প্রশাসন।সোমেশ্বরী নদীর ৫টির মধ্যে ৩টি বালু ঘাটের বালু এ সড়ক দিয়ে পরিবহন করা হয়। এ বালু ঘাটের ইজারা থেকে সরকার প্রতিবছরই প্রায় একশত পঞ্চাশ কোটি টাকা আয় করে থাকেন। উপজেলা ও পৌর প্রশাসনের পক্ষ থেকে ভেজা বালু পরিবহনের জন্য নিষেধ করলেও ট্রাকের চালকগন বিষয়টি আমলে না নিয়েই ভেজা বালু পরিবহনের প্রতিযোগিতায় মেতে ওঠেন। মাঝে মধ্যে এ নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করলেও চাহিদার তুলনায় তা অনেক কম। নদীর তীরবর্তী স্থান ও পৌরশহরের ভিতর দিয়ে বালু পরিবহন করার ফলে শহরের প্রায় সকল রাস্তাই চলাচলের অনুপযোগি হওয়ায় পৌরবাসীর দীর্ঘদিনের প্রানের দাবি ছিলো বাইপাস রাস্তা নির্মান। এ নিয়ে উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলগুলোর উদ্যোগে বিভিন্ন সময়ে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এ দাবীর প্রেক্ষিতে বালু পরিবহনে নদীর পার দিয়ে স্থায়ীভাবে বাইপাস সড়ক নির্মাণের প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হলেও তা আজো বাস্তবায়ন করা হয়নি।


এ নিয়ে পৌর মেয়র মো. আলা উদ্দিন আলাল যাযাদিকে বলেন, ২০২১ সনের মে মাসের ২০ তারিখ বাইপাস সড়ক নির্মানের জন্য নেত্রকোনা জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান, পাউবো নেত্রকোনা‘র নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার (ভুমি), উপজেলা প্রকৌশলী, পৌর প্রকৌশলীগন এলাকা পরিদর্শন শেষে পরিকল্পনা হাতে নেয়ার পর কেনো থেমে আছে তা জানিনা। ইতোমধ্যে পৌরসভার পক্ষ থেকে পুনরায় জেলা প্রশাসনের সমন্বয় সভায় এ ব্যাপারে দাবী জানানো হয়েছে। নতুন করে এলাকা পরিদর্শন শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

এমএসএম / এমএসএম

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু