চলাচলের রাস্তা বন্ধ করে দ্বন্দ্বের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

কথায় আছে- দ্বন্দ্বে জড়ালে, আড়ালে থাকা গোপন দোষগুলোও বেরিয়ে পড়ে। ঠিক সেই রকম একটি দ্বন্দ্ব কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের কুইলার পাড়ায়। দীর্ঘদিনের পারিবারিক রাস্তা বন্ধ করে চলাচলে বাধা দেয়াকে কেন্দ্র করে চাচা-ভাইজির মধ্যে সৃষ্টি হয়েছে এ দ্বন্দ্ব । গত তিন মাস ধরে চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ রয়েছে মনুর ভাইজি আফরোজার বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়ছে কয়েকটি পরিবার।
সম্প্রতি মনির হোসেনের পারিবারিক বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উভয়পক্ষের কয়েকটি ভিডিও প্রচার হয়। এতেই চাচা-ভাইজির পারিবারিক চরম দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে চলে আসে। তারপর থেকে বের হতে থাকে কে কী করে, না করে সবকিছু।
স্থানীয় ইউপি সদস্যদের সাথে কথা বলে জানা যায়, পারিবারিক চলাচল রাস্তাটি উন্মুক্ত করতে বেশ কয়েকবার উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদে শালিসি বৈঠক হয়। দীর্ঘদিন চলাচলের রাস্তাটি উন্মুক্ত থাকলেও পরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাস্তাটি পুনরায় বন্ধ করে দেয় আফরোজা প্রকাশ নাছিমা। মনু বলেন, "চলাচলের রাস্তা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব নিরসনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারসহ কুতুবদিয়া থানার ৯ জন পুলিশ অফিসার চেষ্টা করে ব্যার্থ হয়েছেন। এখনো কোন সমাধান দিতে পারেনি। বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদকর্মীরা ফেইসবুক টিভিতে প্রচার করলে নাছিমা আরও ক্ষিপ্ত হয়ে যায়। পরে মনুকে নাছিমাও একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে। ফলে পারিবারিক বিষয়টি আরও চরম আকার ধারণ করে।
জানা যায়, মনির হোসেন উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের কুইলার পাড়ার মৃত নছরত আলীর ছেলে। তারা চার ভাই। মফিজ, মুকুল,মনু ও আবু শামা।পৈত্রিক ভিটায় চার ভাইয়ের বসবাস। চার ভাইয়ের চলাচল রাস্তা একটি। বড় ভাই মফিজুর রহমানের মেয়ে আফরোজা প্রকাশ নাছিমা বিগত কয়েক বছর আগে পৈত্রিক ভিটায় বসতি স্থাপন করলে দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়। এতেই চরম দুর্ভোগের শিকার হয় কয়েকটি পরিবার।
স্থানীয়রা জানান, চাচা-ভাইজির এই দ্বন্দ্বের বিচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত সমাধান দিতে পারেনি। উভয়পক্ষই উপজেলার বিভিন্ন দফতরে একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হালিমসহ সকল ইউপি সদস্যগণ চলাচলের রাস্তাটি উন্মুক্ত করে দেয়ার জন্য নাছিমাকে অনুরোধ করেন।
এদিকে নাছিমার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে বেরিয়ে আসছে ভুয়া এনআইডি কার্ড বানিয়ে কিংবা আইডি কার্ডে বয়স কমিয়ে বিভিন্ন দপ্তরের চলমান সুযোগ সুবিধা ভোগ করাসহ নানা চাঞ্চল্যকর তথ্য।
এলমুন নাহার নামের এক ভুক্তভোগী বলেন, আফরোজা প্রকাশ নাছিমা একজন প্রতারক ম মহিলা বিষয়ক অফিস হতে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা,দর্জি প্রশিক্ষণের সুযোগ এবং সমাজসেবা অধিদপ্তর হতে প্রতিবন্ধী, বিধবা,বয়ষ্ক ভাতার সুযোগ সুবিধা করে দেয়ার কথা বলে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে।
মনির হোসেন বলেন, নাছিমা এক সময় মহিলা বিষয়ক অফিসে চাকরি করত। সেই সুবাদে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার কথা বলে এলাকার অসহায় মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছে। নিজের ভাইকে স্বামী,অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে স্ত্রী সাজিয়ে ভুয়া এনআইডি তৈরি করে মাতৃত্বকালীন পুষ্টি ভাতা পাইয়ে দিয়েছে। এসব ভুয়া ভাতাভোগীদের মোবাইল সিমগুলো নাছিমা তার কাছে রেখে দিয়ে ভাতাগুলো আত্মসাৎ করেছে। নাছিমার অডিও সহ বিভিন্ন প্রমাণ আছে।
এদিকে এসব অভিযোগের বেশকিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদের দেয়া তালিকায় পাওয়া গেছে নাছিমার পরিবারের একাধিক সদস্যের নাম।
এলাকাবাসী জানান, মনির হোসেন এলাকায় মনু ডাক্তার নামে পরিচিত। ডাক্তার উপাধির বিষয়ে তিনি জানিয়েছেন যে, দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে দাঁতের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। মানুষ উপকার পেয়েছেন। মানুষ তাকে ডাক্তার মনু নামে ডাকে। তিনি কখনো নিজেকে ডাক্তার দাবি করেননি। সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে যা আয় হয় তা দিয়ে সংসারের খরচ চালান।
এদিকে আফরোজা তার বিরুদ্ধে করা সকল অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি কোনো মেম্বার-চেয়ারম্যান নই। আমি কাউকে কোনো সুবিধা পাইয়ে দেইনি। তাদের মনে চাইলে সুবিধাভোগকারীদের নাম বাদ দিতে পারেন।
অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানা গেছে।
এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত
Link Copied