ঢাকা রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

জবির নতুন ক্যাম্পাস কি পাবে নিজস্ব রেলস্টেশন?


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৪-৮-২০২২ দুপুর ১২:২৭
পদ্মা সেতু সংশ্লিষ্ট প্রকল্প ঢাকা-যশোর রেলপথ। এর মাধ্যমে ঢাকার সঙ্গে রেলওয়ের মাধ্যমে সংযুক্ত হবে দক্ষিণবঙ্গের মানুষ। দীর্ঘ ১৭২ কিলোমিটার এই রেলপথটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাসের পাশ বরাবর চলে গেছে। মৌখিকভাবে জবির নিজস্ব রেলস্টেশন হ‌ওয়ার কথা থাকলেও বাস্তবে নেই কোনো কার্যক্রম।
 
কোটি মানুষের লালায়িত স্বপ্ন ছিল পদ্মা সেতু। যে স্বপ্নের সফল বাস্তবায়ন হয়েছে গত ২৫ জুন। এর মাধ্যমে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে সরাসরি যোগাযোগব্যবস্থা চালু হয়েছে ঢাকার সঙ্গে। যানবাহন চলাচলের জন্য সেতু খুলে দেয়ার পরপর‌ই জোরেশোরে চলছে পদ্মা সেতুর রেলওয়ে সংযোগের কাজ‌‌। আর এর মাধ্যমে বাস্তবায়ন হবে ঢাকা-যশোর রেলপথ। ১৭২ কিলোমিটার দীর্ঘ নির্মাণাধীন রেলপথ প্রকল্পটি সংযুক্ত করবে অনেক এলাকাকে।
 
২০১৯ সালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু নতুন ক্যাম্পাসের ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর করার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি নিজস্ব রেলস্টেশন স্থাপনের কথা মৌখিকভাবে বলে যান। কিন্তু রেলপথের কাজ এগিয়ে গেলেও এবং বিভিন্ন জায়গায় নতুন স্টেশনের কাজ শুরু হ‌লেও পরবর্তীতে এ নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে নতুন ক্যাম্পাসের কাজ তিন দফায় বাড়িয়ে এখনো পর্যন্ত সীমানা প্রাচীরের কাজ সম্পন্ন করতে পারেনি তারা।
 
নিজস্ব রেলস্টেশন নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী সকালের সময়কে জানান, এ বিষয়ে আমার কাছে কোনো আপডেট নেই। তথ্য নিয়ে আপনাকে জানাব। বিষয়টা মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
 
এছাড়া নতুন ক্যাম্পাস স্থাপন ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. সাহাদাত হোসেন বলেন, আমিও শুনেছি একটা স্টেশন হ‌ওয়ার কথা। বিশ্ববিদ্যালয় চাইলে অবশ্যই স্টেশন হবে। তবে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি।
 
ঢাকা-যশোর রেলপথে মোট স্টেশন থাকবে ২০টি। এরমধ্যে ১৪টি নতুন নির্মাণ করা হবে এবং বাকিগুলো পুনর্বিন্যাস করা হবে। প্রথম সেকশন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুরু করে গেন্ডারিয়া পর্যন্ত হবে ডুয়েল গেজ ডাবল লাইন। দ্বিতীয় সেকশন হবে গেন্ডারিয়া থেকে মাওয়া ৩৬ কিলোমিটার সিঙ্গেল লাইন। এটি ব্রডগেজ। এই সেকশনে থাকবে ৪টি স্টেশন। তবে এখানে রেল‌ওয়ে কর্তৃপক্ষ কোথায় জবির স্টেশন হবে তা  নিয়ে কিছু বলেনি।
 
প্রকল্প পরিচালক মো. সাহাদাত হোসেন বলেন, রেললাইনের সঙ্গে ক্যাম্পাসের যে সীমানা আছে তার উত্তর পাশে ৮০০ মিটার মাটি রেললাইন বারবার সমান আছে, সেখানে হতে পারে। তবে সবকিছু বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর নির্ভর করছে।
 
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, এটা কোনো বিষয় নয়, আমরা যখন কাজ শুরু করব তখন দেখা যাবে।
 
উল্লেখ্য, ২০২৪ সালে ঢাকা-যশোর রেলওয়ে প্রকল্পটির পুরো কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ২০২২ সালের ডিসেম্বর থেকে মাওয়া-ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫১ কিলোমিটার রেলপথে ট্রেন চলাচলের কথা বলা হয়েছে।

এমএসএম / জামান

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন, সমর্থন দিলেন বাকেরকে

ইবিতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে নেতৃত্ব উন্নায়ন কর্মশালা

ধ*র্ষ*ন হুমকির প্রতিবাদে গোবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

সেই আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

নীলফামারিতে শ্রমিক হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

গোবিপ্রবি উপাচার্যের কাছে ছাত্রদলের চার দফা দাবী

এবার রেলপথ অবরোধ করলেন বাকৃবির আন্দোলনরত শিক্ষার্থীরা

চবি ও বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবি শিক্ষক সমিতির মানববন্ধন

এলজিইউডি'কে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তকরণের দাবিতে জাককানইবি'তে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী মোতায়েন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

ফের সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা, প্রক্টরসহ আহত অনেকে