ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

গলাচিপায় মাধ্যমিক বিদ্যালেয়র ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ৪-৮-২০২২ বিকাল ৫:২৯
‘শিক্ষা শান্তি প্রগতি,  শিক্ষা শান্তির মূলনীতি, শিক্ষা জাতীর মেরুদণ্ড’ ইত্যাদি প্রতিপাদ্যের বিষয় হলেও প্রতিদিন খবরের কাগজ খুললে অথবা টেলিভিশনের পর্দায় দেশের বিভিন্ন  শিক্ষাপ্রতিষ্ঠানের নামে অনিয়মের যেন প্রতিযোগিতা চলছে। বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের কথা চিন্তা করে প্রতি বছর শিক্ষা খাতে অধিক বাজেট বা অর্থ বরাদ্দ, বিদ্যালেয়র শৃঙ্খলা, শিক্ষার গুণগতমান, শিক্ষক নিয়োগ, বিদ্যালেয়র আয়-ব্যয় পর্যবেক্ষণ ইত্যাদি বিষয়ে দেখভাল করার জন্য দেশের প্রতিটি বিদ্যালেয় জাতীয় শিক্ষা বোর্ডের অধীনে স্থানীয় অভিভাবক সদস্যদের ভোটাধিকারের মাধ্যমে গভার্নিং বোর্ড এবং ম্যানেজিং কমিটির চূড়ান্ত করার অনুমোদন দেয়ার সিদ্ধান্ত করে থাকে শিক্ষা বোর্ড। আর এ সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূলমন্ত্র থেকে সরে গিয়ে জড়িয়ে পড়ে অনিয়োম ও দুর্নীতির চাদরে। তারই ব্যতিক্রম হয়নি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাড়-ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রেও। 
 
বিনাপ্রতিদ্বন্দ্বিতা এবং সর্বস্তরের অভিভাবকের সমর্থন থাকলেও রাজনৈতিক ও স্বজন্রপীতির কারণে ভোটাধিকার ক্ষুণ্ন করে রাতের আঁধারে পকেট কমিটি করে শিক্ষাপ্রতিষ্ঠানকে দুর্নীতির আখড়া সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেন পাড়-ডাকুয়া মাধ্যমিক বিদ্যালেয়র বিনাপ্রতিদ্বন্দ্বিতায় অনানুষ্ঠানিকভাবে সভাপতি পদে বিজয়ী মো. গোলাম সোরয়ার লিটন।
 
তিনি গণমাধ্যমকে জানান, গত ২ জুন গলাচিপা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে উমাশিকা/গলা-পটু- ২০২২/৮২২ স্বারকে পাড়-ডাকুয়া মাধ্যমিক বিদ্যালেয়র সভাপতি মনোনয়ন/নির্বাচন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনার বিষয়ে ২ জুন মনোনয়ন জমা এবং ২৭ জুন এবং মনোনয়ন এর জমা এবং প্রত্যাহারের শেষ ২' জুলাই প্রজ্ঞাপন জারি করা হয়। আমি নিয়োমানুযায়ী উপজেলা নির্বাহী ও রিটার্নিং কর্মকর্তা বরাবর সভাপতি পদে মনোনয়ন জমা দেই। কিন্তু রাতের আঁধারে রাজনৈতিক প্রভাবে ২' জুলাই নির্ধারিত তারিখে পাড়-ডাকুয়া মাধ্যমিক বিদ্যালেয়র সভাকক্ষে নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষক বাবুল কৃষ্ণ শীল অদৃশ্য ইশারায় ওই দিন প্রিসাইডিং অফিসার, পুলিশ প্রসাশন ও অভিভাবক ভোটারদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্যালেয়ে তালা ঝুলিয়ে গা-ঢাকা দেন।
 
এখানেই শেষ নয়, ২'জুলাই পরিপূর্ণ নির্বাচন না হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার পুনোরায় ৩'জুলাই নির্বাচনের দিন ধার্য থাকলেও প্রধান শিক্ষক তা আমলে না নিয়ে তিনি তার ইচ্ছামতো কার্যকালাপ করে শান্তিপূর্ণ ও সাধারণ মানুষের ভোটাধিকার কেরে নিয়ে অনিয়ম চালিয়ে আসছেন। এর পরি প্রেক্ষিতে পুনোরায় ৪ আগস্ট
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সকল ভোটাররা উপস্থিত থাকলেও নির্বাচন থেকে ভোটাররা বঞ্চিত। যার ফলে শিক্ষা সংশ্লিষ্ট অভিভাবক, সুশীল সমাজে সমাচলনার ঝড় বইছে বলে তিনি আইন-আদালতের কাছে দারস্থ হবেন বলে জানান।
 
এ বিষয়ে পাড়-ডাকুয়া মাধ্যমিক বিদ্যালেয়র প্রধান শিক্ষক বাবুল কৃষ্ণ শীল বলেন, আমি রাজনৈতিক শিকার, প্রতিনিয়ত হুমকি-ধমকির মধ্যেই দিন কাটাচ্ছি। আমাকে এসএম শাহাজাদা (এমপি) মহদয় তার ডিও লেটারের মাধ্যমে বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি এবং বর্তমান ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ  রায়কে সভাপতি হিসেবে নিয়োজিত করার নির্দেশ দিয়েছেন। আমি আর কী করতে পারি বা আমার কী করার ক্ষমতা আছে?
 
অপরদিকে প্রিসাইডিং অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, আসলে বিগত দিনের ঘটনাগুলো সম্পূর্ণ সঠিক। বিদ্যালয়ের সভাপতি নির্বাচন পরিচালনা করার অনুমতি বা চূড়ান্ত সিদ্ধান্ত  দেন রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার। তার চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। 
 
এ বিষয়ে রিটার্নিং অফিসার আশিষ কুমারের অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।

এমএসএম / জামান

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

কাপাসিয়ায় কড়িহাতা ইউনিয়নের মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের' উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

আলোকবালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জেলা প্রশাসনের মতবিনিময় সভা মাজহারুল ইসলাম ইমন

সলঙ্গায় কচুরিপানার নিচ থেকে মানুষের পায়ের কঙ্কাল উদ্ধার

পাবিপ্রবি’র শিক্ষকদের জন্য কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে চলছে মাছ ধরার প্রতিযোগিতা

হাটহাজারীতে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

চন্দনাইশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে যথাযোগ্য মর্যাদায় ইলা মিত্রের জন্মশত বার্ষিকী পালিত

পাঁচবিবিতে গভীর রাতে ঝগড়া থামাতে বলায় প্রতিবেশির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভায় বেগম সেলিমা রহমান

দাগনভূঞায় ফেনী-৩ উন্নয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই হাজারের বেশি রোগীকে সেবা প্রদান

ভূরুঙ্গামারীতে গণমাধ্যমকর্মীর তৎপরতায় এক শিক্ষার্থী ফিরে পেল বই-খাতা আর স্বপ্নের স্কুলজীবন