ঢাকা বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

কুতুবদিয়ায় বেড়েছে পেতি চোরের উৎপাত


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৫-৮-২০২২ বিকাল ৬:৪৪
কক্সবাজারের কুতুবদিয়ায় বেড়েছে কিশোরগ্যাং ও পেতি চোরের উৎপাত। তাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। প্রতি রাতেই উপজেলার কোন না কোন জায়গায় চুরির ঘটনা ঘটছে। চুরি করতে গিয়ে মানছে না ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা উপসনালয়। যেখান থেকেই পারছে চুরি করছে সঙ্ঘবদ্ধ পেতি চোরের দল। হয়তো বৈদ্যুতিক তার, নয়তো সোলার প্যানেল অথবা ব্যাটারিসহ অন্যান্য সরাঞ্জমাদি।
 
বৃহস্পতিবার (৫ আগস্ট) দিবাগত রাতে বাইঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিসের তালা ভেঙে লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চুরের দল।
 
এলাকাবাসী বলছেন, এলাকার কিছু চ্যাংড়া পুলাপাইন কিশোরগ্যাং তৈরব করে চুরিচামারিতে মেতেছে। পুলিশের তৎপরতা না থাকায় চুরির ঘটনা দিনদিন বাড়ছে বলে অভিযোগ তাদের। 
 
রিপন দেব নাথ নামের এক ভুক্তভোগী জানান,চাকরির সুবাদে তিনি কুতুবদিয়ায় বাসা ভাড়া নিয়ে থাকেন। তাঁর বাসা থেকে বেশ কয়েকবার  মূল্যবান মোবাইল সেট চুরি হয়েছে। 
 
কেএস রেডক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুল্লাহ খাঁন জানান, কিছু দিন আগে রাতের অন্ধকারে কে বা কারা বিদ্যালয়ের দুটি সোলার প্যানেল চুরি করে নিয়ে গেছে। থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। 
 
কুতুবদিয়া মহিলা কলেজ'র অধ্যক্ষ বলেন, উত্তর বড়ঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের উপরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধিনে সুপেয় পানির জলদারের জন্য ১২০০ ওয়াট সম্পন্ন ৬টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছিল। সঙ্ঘবদ্ধ পেতি চোরের দল সব প্যানেল চুরি করে নিয়ে গেছে। পরে থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। 
 
দক্ষিণ ধুরুং এলাকার বাসিন্দা ইসহাক জানান, 
কিছুদিন আগে আকবর শাহ রাস্তার মাথা এলাকায় জিয়া নামের এক পেতি চোরকে ধরে উত্তম মাধ্যম দিয়েছে জনতা। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি করা মালমালগুলো উদ্ধার করা হয়। এর আগেও এই পেতি চোর  ৭ লক্ষ টাকা চুরির ঘটনার মূলহোতা ছিল। পরে সে টাকা উদ্ধার করতে অনেক হয়রানির শিকার  হতে হয়েছে। 
 
কৈয়ারবিল ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম জানান, এলাকার পেতি চোরগুলো প্রতিরাতে চুরির ঘটনা ঘটাচ্ছে। তাদের হাত থেকে কোন কিছু রেহাই পাচ্ছে না। পেতি চোরগুলোকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। 
 
কুতুবদিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিউল আলম জানান, তিনি মুরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি। ওই বিদ্যালয়ে স্থাপিত সোলার প্যানেল চুরি হয়েছিল। পুলিশের তৎপরতায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তবে চোর ধরতে পারেননি। 

এমএসএম / এমএসএম

সোনাদিয়ার চর থেকে অবৈধ বালি উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে ৪ লাখ জরিমানা

আ.লীগের প্রায় ৩০ হাজার সন্ত্রাসীকে ভারতে আশ্রয় দেওয়ার অভিযোগ হাসনাত আবদুল্লাহর

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ

বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা

কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা