দুর্গাপুরে ভূমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নেত্রকোনার দুর্গাপুরে অবৈধভাবে ভূমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকিসহ পথরোধ করে ছিনতাইয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওয়ার্ড যুবলীগের সভাপতি রেজাউল আলম। বুধবার (১০ আগস্ট) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
রেজাউল আলম বলেন, আমার ভূমি জোরপূর্বক দখলে নেওয়ার জন্য আমার সাথে দীর্ঘদিন যাবৎ শত্রুতা পোষণ করিয়া আসিতেছে ২নং দুর্গাপুর ইউনিয়নের চারিয়া মাসকান্দা গ্রামের মো. সাইদুর রহমান,আঃ মোতালেব, মো. আঃ সাত্তার, আল আমিন, নুরুল আমিন, মোহাম্মদ আলী ওরফে মক্কা মিয়া। উক্ত ব্যাক্তিরা আমার স্বত্ব দখলীয় ভূমিতে ঘর বাড়ি জোরপূর্বক দখল করার জন্য পায়তারা করে আসছে। চলতি বছরের ২৪ এপ্রিল রাতে আমি দুর্গাপুর হইতে বাড়িতে যাওয়ার পথে পথরোধ করে আমাকে মারপিট করে এবং আমার মোটরসাইকেল ও পকেটে থাকা ৩০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ওই সময় আমি চিৎকার দিলে আশপাশের লোকজন আসতে থাকলে প্রতিপক্ষরা আমাকে খুনের হুমকি দেয়। তখন আমি নিরুপায় হয়ে প্রাণের ভয়ে বাড়িতে চলে যাই।
তিনি আরো বলেন, পরে আমি আমার ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণকে অত্র ঘটনা অবগত করলে চেয়ারম্যান মহোদয় প্রতিপক্ষগণকে উপরোক্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রতিপক্ষগণ আমার মোটরসাইকেলসহ ছিনিয়ে নেয়া (ত্রিশ হাজার পাঁচশত) টাকা ফেরত দেবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু আমার ছিনতাইকৃত মোটরসাইকেল ও টাকা ফেরৎ না পাওয়ায় আমি নিরুপায় হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, দুর্গাপুর, নেত্রকোনায় একটি মোকদ্দমা দায়ের করি। যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। পরবর্তীতে আমার স্বত্ব দখলীয় জমিজমা নিয়ে প্রতিপক্ষগণকে বিবাদী করিয়া বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, দুর্গাপুর, নেত্রকোনায় স্থায়ী নিষেধাজ্ঞার দাবীতে একটি মোকদ্দমা দায়ের করি, যাহার মোকদ্দমা নং- ১৯৭/২০২২, যা বিচারাধীন রয়েছে।
উক্ত মোকদ্দমায় আমি অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করিলে বিজ্ঞ আদালত ন্যায় বিচারে বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। প্রতিপক্ষরা আমাকে সব সময় প্রাণনাশের হুমকি দিচ্ছে কখন যে কি অঘটন ঘটায় সঠিক বলা যায় না। বর্তমানে আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক ইউপি সদস্য আ. সুবান, মো. আব্দুল হাশেম মিয়া, আবুল হাশেম, মো. মুসলিম উদ্দিন প্রমুখ।
এমএসএম / জামান

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ
