কুবিতে ক্যারিয়ার ক্লাবের নবীন বরণ ও কর্মশালা অনুষ্ঠিত
কুমিল্লা ক্যারিয়ার ক্লাবের নবীন সদস্যদের বরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ আগস্ট) বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান। এছাড়া গেষ্ট স্পিকার এবং দক্ষতা উন্নয়ন সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ-তে অধ্যয়নরত এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর কর্মকর্তা আল ইমরান।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন চাকুরি এবং ক্যারিয়ার এর মধ্যে পার্থক্য তুলে ধরে শিক্ষার্থীদের বলেন, ক্যারিয়ার গঠনে সর্ব প্রথম তার কর্মের প্রতি গভীরভাবে মনোনিবেশ করতে হবে একই সাথে প্রয়োজনীয় দক্ষতা, শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। ক্যারিয়ার গঠন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সূতরাং কোন চাকুরি গ্রহণের পূর্বে চাকুরিটি তার স্বপ্নের ক্যারিয়ার উন্নত করতে সহায়ক হবে কিনা তা বিবেচনা নিতে হবে। ক্যারিয়ারের জন্য একজন কর্মীকে নিবেদিত প্রাণ হতে হয় এবং এর জন্য কিছু গুণাবলী অর্জন করতে হয়। সেই গুণাবলীকে উন্নত করার জন্য চেষ্টা করতে হয়। তবে কোন কাজই ছোট নয়। আমাদের সমাজে সকল ধরণের কাজই প্রয়োজন রয়েছে। শুধুমাত্র অর্থ বা পদ-পদবীর জন্য এক চাকুরি থেকে অন্য চাকুরিতে যাওয়া উচিৎ নয়। মনে রাখতে হবে, আমি যা করতে ভালবাসি তা যদি আমার ক্যারিয়ার গঠনে সহায়ক হয় তাহলে সেই কাজে কম অর্থ উপার্জন হলেও আমার সেই কাজই করা উচিৎ।
তিনি আরও বলেন, সকল ক্যারিয়ার গঠনের জন্য শিক্ষার্থীরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করলেই চলবে না, তাদেরকে স্থানীয় অংশীজনের উন্নয়নে এগিয়ে আসতে হবে। যেমন, গণিত বিভাগের একজন শিক্ষার্থী চাইলে বিশ্ববিদ্যালয়ের পাশেই কোন প্রাথমিক বিদ্যালয়ে গণিত বিষয়ে পাঠদান করতে পারে। এতে করে এই শিক্ষার্থীর প্রায়োগিক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি সমাজ উপকৃত হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে। উপাচার্য শিক্ষার্থীদের জ্ঞান চর্চায় নিয়োাজিত থেকে নিজেদেরকে উচ্চমানের মেধাবী হওয়ার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নত করার আহবান জানান।
এমএসএম / এমএসএম
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
Link Copied