ঢাকা শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

জ্ঞানের আলো ছড়াচ্ছে পথ পাঠাগার


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১১-৮-২০২২ দুপুর ১২:০

নতুন প্রজন্মের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে গত ২০২০ সালের ২ জুন নেত্রকোনার দুর্গাপুরে ‘পথ পাঠাগার’ নামে একটি পাঠাগারের যাত্রা শুরু হয়। ব্যতিক্রমধর্মী এই পথ পাঠাগার প্রতিষ্ঠার পর থেকেই ময়মনসিংহ বিভাগের  বিভিন্ন এলাকায় সেলুন, হোটেল, ফার্মেসি, ফেরিঘাট, স্টেশনসহ বিভিন্ন ধরনের ১৫টির মতো পথ পাঠাগার শাখা স্থাপন করা হয়। নতুন প্রজন্মের মাঝে বই পড়ার চর্চা আর সমাজের নানা অবক্ষয়মূলক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে ব্যতিক্রমধর্মী এই পথ পাঠাগার কার্যক্রমের সূচনা।

ওই শাখাগুলো বরণ্যে ব্যক্তিরা ফিতা কেটে উদ্বোধন করেন। হাট-বাজার, দোকান, স্টল, সেলুন, ফার্মেসিতে বেশকিছু বই সেলফে রাখা হয়। এতে অপেক্ষাকৃত বিরক্তিকর সময়গুলো বইয়ের চোখে পেরিয়ে যায় ও বই পড়ার সুযোগ পান সকল শ্রেণি-পেশার লোকজন।

এই ব্যতিক্রমধর্মী পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা হলেন কবি মো. নাজমুল হুদা সারোয়ার। বাবা মরহুম হাজী মো. নজরুল ইসলাম ছিলেন পেশকার। মা মরহুম হেলেনা বেগম ছিলেন গৃহিণী। চার ভাই এক বোনের মধ্যে সবার ছোট নাজমুল। তিনি ২০০২ সালে দুর্গাপুরের এম কে সি এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও সুসং মহাবিদ্যালয় থেকে ২০০৪ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর ২০০৬ সালে নাসিরাবাদ কলেজে ভর্তি হলেও অনার্স শেষ করেননি। ব্যবসায় জড়িয়ে পড়েন। ছাত্রজীবন থেকেই তিনি শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে পথ পাঠাগার স্থাপনের মধ্যদিয়ে পাঠভ্যাস তৈরি করে আগামীর প্রজন্মকে বইমুখী করার প্রয়াস ছড়িয়ে দিচ্ছেন নাজমুল হুদা সারোয়ার।

এ পর্যন্ত পথ পাঠাগারের ১৫টি শাখা স্থাপন করেছেন। তার মধ্যে  দুর্গাপুর পৌর শহরে এম কে সি এম মোড় এলাকার  মোঃ আবুল কাশেমের টি স্টলে বিশটি বই দিয়ে পাঠাগার শাখা স্থাপতি হয়। পরে পর্যায়ক্রমে চন্ডিগড় ইউনিয়নের সাতাশি বাজার এলাকার আজিজুল ইসলামের ফার্মেসি শাখা বইয়ের সংখ্যা রয়েছে ত্রিশটি। উপজেলা প্রেসক্লাব মোড় এলাকায় খোকন মিয়ার হোটেল শাখায়  বিশটি বই রয়েছে,পৌর শহরের তোতা মিয়ার সেলুন শাখায় রয়েছে বিশটি বই,উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভেন্নাকান্দা এলাকায় আশরাফুল ইসলামের ফার্মেসি শাখা ৩০টির মতো বই রয়েছে,উপজেলার বহেরাতলী এলাকায় মোবারক হোসেন মিলনের ফার্মেসি শাখায় পঁচিশ টির বেশি বই রয়েছে, পার্শ^বর্তী ধোবাউড়া থানা এলাকায় তিলক সরকারের গার্মেন্টস শাখায় ২৫টি বই রয়েছে।

ধোবাউড়ার চারুয়াপাড়া বাজারে শামছুল হক মির্ধা এর ফার্মেসি শাখায় ৫০টি বই রয়েছে, পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দায় পাঁচগাও বাজার এলাকায় বকুল মাস্টারের ফার্মেসি শাখায়  ৫০টি বই রয়েছে,হালুয়াঘাট বাজারে রানা মিয়ার সেলুন শাখায় ২৫টি বই রয়েছে, জারিয়া-ঝানজাইল রেলস্টেশনের  মো. আলাউদ্দিনের চায়ের দোকান শাখায় ৩০টি বই রয়েছে, সুনামগঞ্জের ধর্মপাশা এলাকায় ধন্য মিয়ার যাত্রীবাহী নৌকায় ভাসামান শাখায় ৩০টির মতো বই রয়েছে,উপজেলার কাপাসিয়া বাজারে ফরহাদ ইকবালের ফার্মেসি শাখায় বই রয়েছে বিশটি।

ডেওটুকুন ফেরিঘাট শাখায় বিশ টির বেশি বই রয়েছে এবং রিক্সাচালক তারা মিয়ার ব্যাটারী চালিত অটোরিক্সায় ভ্রাম্যমাণ শাখায় বিশটির বেশী বই রয়েছে। ওই সকল পাঠাগারের শাখায় বই পড়ে জ্ঞান আহরণ করতে প্রতিদিন আসে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বইপ্রেমী মানুষ। এ ছাড়াও পথ পাঠাগারের আয়োজনে বিভিন্ন জাতীয় দিবসে শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা ও শিশুদের মাঝে বই বিতরণ করেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল তালুকদার বলেন, নাজমুল হুদার কাজ সত্যই প্রশংসনীয়। তার স্বপ্নকে টিকিয়ে রাখতে হলে তাকে সবার সহযোগিতা করা দরকার।

পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি নাজমুল হুদা সারোয়ার দৈনিক সকালের সময়কে বলেন, ছাত্রজীবন থেকেই শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমি। হঠাৎ আমার মাথায় এলো ব্যতিক্রমধর্মী কিছু করি, যার মাধ্যমে মানুষ জ্ঞান আহরণ করতে পারবে। এর থেকেই সূচনা পথ পাঠাগারের। সকলের সহযোগিতায় পথ পাঠাগার এগিয়ে যাবে বহুদূর এবং বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকবে তরুণ সমাজ। পথ পাঠাগারের কর্যক্রম আরো বৃদ্ধি পাবে। এতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এমএসএম / জামান

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু