তাড়াশে গ্রাম্য সালিশের প্রধানের হুকুমে বৃদ্ধ আহত

সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম্য সালিশের প্রধানদের হুকুমে এক বৃদ্ধ মারধর করা হয়েছে। এতে শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের নামো সিলেট গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে আসাদ আলী (৫০) গ্রামের প্রধান ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদের কাছে একই গ্রামের ইসরাফিল হোসেনের মেয়ে ইসরাত খাতুন মোহনার বিরুদ্ধে সালিশের আরজি জানালে গ্রাম্য প্রধানগণ শুক্রবার (২ জুলাই) বিকেলে ওই গ্রামের গোলাম রাব্বানীর বাড়িতে সালিশে বসেন। সালিশে উভয়পক্ষের জিজ্ঞাসাবাদ শোনা হলে রায়ের পূর্ব মুহূর্তে ইসরাত খাতুন মোহনার ছোট ভাই দুলাল হোসেন প্রধানদের নিকট তার বোনের ব্যাপারে কথা বলতে চাইলে প্রধান রাজু আহম্মেদ হুকুম দিয়ে দুলাল হোসেনকে মারতে বলেন। এ সময় দুলাল দৌড়ে পালিয়ে যায়। তখন আসাদ আলী (৫০), পিতা মৃত মন্তাজ আলী, সাত্তার আলী, পিতা মৃত খাজী পাগলা, নুরুল ইসলাম (২৫), পিতা সাত্তার আলী, শাহিন রহমান (৩৫), পিতা আকবর আলী, মোন্নাফ হোসেন (২৫), পিতা আসাদ আলী, হাশেম ও হোসেনসহ একটি দল তার পিতা বৃদ্ধ ইসরাফিল হোসেনকে (৭০) মারপিট করে আহত করে। বাবার চিৎকারে মেয়ে ইসরাত খাতুন মোহনা কাছে এলে প্রধানগণ তাকেও হেনস্তা করেন। মেয়ে বাবার অবস্থা খারাপ হতে দেখে তাকে নিয়ে তাড়াশ সদর হাসপাতালে এনে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে তাড়াশ থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। প্রধানগণের মধ্যে উপস্থিত ছিলেন- মোর্তজা হোসেন, আমিনুল ইসলাম, আব্দুল মতিন, রফিজ উদ্দিন, সাইদুল মুহুরিসহ অনেকে।
তালম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান হিরণ বলেন, সালিশে আমি উপস্থিত ছিলাম। শান্তিপূর্ণভাবেই সালিশ চলছিল। হঠাৎ করে তর্কবিতর্ক করতে গিয়ে হাতাহাতি হয়। আমি এ হট্টগোল থামানোর চেষ্টা করেছি। দু-একজন বৃদ্ধ মানুষটিকে মারার কারণে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। উভয়পক্ষকেই মীমাংসা করার চেষ্টা করছি।
এ ব্যাপারে তারাশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২
