তাড়াশে গ্রাম্য সালিশের প্রধানের হুকুমে বৃদ্ধ আহত
সিরাজগঞ্জের তাড়াশে গ্রাম্য সালিশের প্রধানদের হুকুমে এক বৃদ্ধ মারধর করা হয়েছে। এতে শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের নামো সিলেট গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে আসাদ আলী (৫০) গ্রামের প্রধান ৬নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদের কাছে একই গ্রামের ইসরাফিল হোসেনের মেয়ে ইসরাত খাতুন মোহনার বিরুদ্ধে সালিশের আরজি জানালে গ্রাম্য প্রধানগণ শুক্রবার (২ জুলাই) বিকেলে ওই গ্রামের গোলাম রাব্বানীর বাড়িতে সালিশে বসেন। সালিশে উভয়পক্ষের জিজ্ঞাসাবাদ শোনা হলে রায়ের পূর্ব মুহূর্তে ইসরাত খাতুন মোহনার ছোট ভাই দুলাল হোসেন প্রধানদের নিকট তার বোনের ব্যাপারে কথা বলতে চাইলে প্রধান রাজু আহম্মেদ হুকুম দিয়ে দুলাল হোসেনকে মারতে বলেন। এ সময় দুলাল দৌড়ে পালিয়ে যায়। তখন আসাদ আলী (৫০), পিতা মৃত মন্তাজ আলী, সাত্তার আলী, পিতা মৃত খাজী পাগলা, নুরুল ইসলাম (২৫), পিতা সাত্তার আলী, শাহিন রহমান (৩৫), পিতা আকবর আলী, মোন্নাফ হোসেন (২৫), পিতা আসাদ আলী, হাশেম ও হোসেনসহ একটি দল তার পিতা বৃদ্ধ ইসরাফিল হোসেনকে (৭০) মারপিট করে আহত করে। বাবার চিৎকারে মেয়ে ইসরাত খাতুন মোহনা কাছে এলে প্রধানগণ তাকেও হেনস্তা করেন। মেয়ে বাবার অবস্থা খারাপ হতে দেখে তাকে নিয়ে তাড়াশ সদর হাসপাতালে এনে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে তাড়াশ থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। প্রধানগণের মধ্যে উপস্থিত ছিলেন- মোর্তজা হোসেন, আমিনুল ইসলাম, আব্দুল মতিন, রফিজ উদ্দিন, সাইদুল মুহুরিসহ অনেকে।
তালম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান হিরণ বলেন, সালিশে আমি উপস্থিত ছিলাম। শান্তিপূর্ণভাবেই সালিশ চলছিল। হঠাৎ করে তর্কবিতর্ক করতে গিয়ে হাতাহাতি হয়। আমি এ হট্টগোল থামানোর চেষ্টা করেছি। দু-একজন বৃদ্ধ মানুষটিকে মারার কারণে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। উভয়পক্ষকেই মীমাংসা করার চেষ্টা করছি।
এ ব্যাপারে তারাশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
নড়াইল-২ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন লায়ন মো. নুর ইসলাম
চুয়াডাঙ্গার দুই সংসদীয় আসনে ১১ প্রার্থী’র মনোনয়নপত্র জমা
কুমিল্লায় হেভিওয়েট প্রার্থীসহ ১১টি আসনে১১৪ টি মনোনয়নপত্র দাখিল
ক্ষুধার সঙ্গে লড়াই, সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে মায়ের কাঁধে লাঙ্গল
ঘরে ঘরে ভোটারদের কাছে ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ : মঞ্জুরুল করিম রনি
পঞ্চগড় ২ টি আসনে লড়বেন ১৯ প্রার্থী
গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি
বারহাট্টায় মনোনয়নপত্র জমা দিলেন নেত্রকোনা-২ আসনের বিএনপির প্রার্থী ডাঃ আনোয়ারুল হক
রংপুর-০২ আসনে এটিএম আজহারুল ইসলামের মনোনয়নপত্র দাখিল
রৌমারীতে এই শীতে চরের মানুষের মাঝে কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থী ড. মিজানুর রহমানের মনোনয়নপত্র দাখিল