প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে দাগনভূঞার শিশু মোনায়েম
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে দাগনভূঞার দুই হাত ছাড়া জন্মগ্রহণ করা শিশু আব্দুল্লাহ আল মোনায়েম। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় দাগনভূঞা পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম জাকারিয়া, উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, মোনায়েমের মা বিবি কুলসুম, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, উজ্জীবক আর্ট স্কুলের প্রশিক্ষক গিয়াস উদ্দিন ভূঁঞা, উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল উদ্দিন প্রমুখ।
উজ্জীবক আর্ট স্কুলের প্রশিক্ষক গিয়াস উদ্দিন ভূঁঞা বলেন, হাত না থাকায় পা দিয়ে লেখার এবং ছবি আঁকার প্রশিক্ষণ দিয়েছি। মোনায়েম ঘর পাওয়ায় আমরা অনেক খুশি।
মোনায়েমের মা বিবি কুলসুম বলেন, ঘর পেয়ে আমরা আনন্দিত। আমি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, সারাদেশে থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ছবি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠালে সেখান থেকে মোনায়েমের ছবি প্রধানমন্ত্রী ঈদ কার্ডের জন্য নির্বাচন করেন। পরে মোনায়েমের দুই হাত নেই জেনে প্রধানমন্ত্রী আপ্লুত হন এবং তৎক্ষণিক এক লাখ টাকা দিয়েছেন। আশ্রয়ণ প্রকল্পকে নির্দেশ দিয়েছেন এই ছেলেকে একটি ঘর করে দেয়ার। তার মায়ের নিবেদন ছিল দাগনভূঞা পৌরসভায় যেন দেয়া হয়। আমরা আড়াই শতক জায়গা ক্রয় করেছি। সেখানে ঘর করে দেয়া হবে। প্রধানমন্ত্রীর এই মহানুভবতায় মোনায়েমের মুখে হাসি ফুটেছে। ঘটনাটি দেখে দাগনভূঞাবাসী খুশিতে আত্মহারা। আমরা হৃদয়ের গভীর থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, মোনায়েম দাগনভূঞা একাডেমীর ষষ্ঠ শ্রেণির ছাত্র ও ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েতনগর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে। তার ইচ্ছাশক্তি দিয়ে ক্লাসের মেধা তালিকায় স্থান করে নিয়েছে এবং পা দিয়ে ছবি এঁকে অর্জন করেছে একের পর এক পুরস্কার। সে পা দিয়ে ছবি জেলা ও জাতীয় পর্যায়ে বহুবার বিজয়ী হয়েছে।
এমএসএম / জামান
‘এই মাঠে মাকে দেখছি দুইবার, এবার পুতরে দেখুম’
বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা
তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা
রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার
সাভারে গার্মেন্টস শ্রমিকদের ৬ দফা দাবীতে শ্রমিক নেতাদের সংবাদ সম্মেলন
আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার
কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন
রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের
টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন