প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে দাগনভূঞার শিশু মোনায়েম

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে দাগনভূঞার দুই হাত ছাড়া জন্মগ্রহণ করা শিশু আব্দুল্লাহ আল মোনায়েম। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় দাগনভূঞা পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম জাকারিয়া, উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, মোনায়েমের মা বিবি কুলসুম, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, উজ্জীবক আর্ট স্কুলের প্রশিক্ষক গিয়াস উদ্দিন ভূঁঞা, উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল উদ্দিন প্রমুখ।
উজ্জীবক আর্ট স্কুলের প্রশিক্ষক গিয়াস উদ্দিন ভূঁঞা বলেন, হাত না থাকায় পা দিয়ে লেখার এবং ছবি আঁকার প্রশিক্ষণ দিয়েছি। মোনায়েম ঘর পাওয়ায় আমরা অনেক খুশি।
মোনায়েমের মা বিবি কুলসুম বলেন, ঘর পেয়ে আমরা আনন্দিত। আমি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, সারাদেশে থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ছবি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠালে সেখান থেকে মোনায়েমের ছবি প্রধানমন্ত্রী ঈদ কার্ডের জন্য নির্বাচন করেন। পরে মোনায়েমের দুই হাত নেই জেনে প্রধানমন্ত্রী আপ্লুত হন এবং তৎক্ষণিক এক লাখ টাকা দিয়েছেন। আশ্রয়ণ প্রকল্পকে নির্দেশ দিয়েছেন এই ছেলেকে একটি ঘর করে দেয়ার। তার মায়ের নিবেদন ছিল দাগনভূঞা পৌরসভায় যেন দেয়া হয়। আমরা আড়াই শতক জায়গা ক্রয় করেছি। সেখানে ঘর করে দেয়া হবে। প্রধানমন্ত্রীর এই মহানুভবতায় মোনায়েমের মুখে হাসি ফুটেছে। ঘটনাটি দেখে দাগনভূঞাবাসী খুশিতে আত্মহারা। আমরা হৃদয়ের গভীর থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, মোনায়েম দাগনভূঞা একাডেমীর ষষ্ঠ শ্রেণির ছাত্র ও ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েতনগর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে। তার ইচ্ছাশক্তি দিয়ে ক্লাসের মেধা তালিকায় স্থান করে নিয়েছে এবং পা দিয়ে ছবি এঁকে অর্জন করেছে একের পর এক পুরস্কার। সে পা দিয়ে ছবি জেলা ও জাতীয় পর্যায়ে বহুবার বিজয়ী হয়েছে।
এমএসএম / জামান

গাজীপুর-৩ আসনে আলোচনায় বিএনপির ৪ প্রার্থী, একক প্রার্থী নিয়ে নিশ্চিন্ত অন্য দল

আদালতের দোতলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা হত্যা মামলার আসামির

রায়পুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রাম-১৩ আসনে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে এস এম মামুন মিয়া

চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক

জুড়ীতে কৃষ্ণনগর বাছিরপুর উচ্চ বিদ্যালয়ে উপহার প্রদান

গাছে ঝুলন্ত লাশ, পা মাটিতে-শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ শহরের প্রবেশমুখে গোলচত্বর ও ফ্লাইওভারের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত কুড়িগ্রাম জেলা প্রশাসক এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

রাণীশংকৈলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

হাটহাজারী নাগরিক সেবা নিয়ে বিপাকে পৌরবাসী। তবে কর্তৃপক্ষের দ্রুত সমাধানের আশ্বাস
