ঢাকা শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

দুর্গাপুরে সিজারের পর প্রসূতির মৃত্যু


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১৯-৮-২০২২ রাত ৮:১১

নেত্রকোনার দুর্গাপুরে সিজারিয়ান অপারেশনের পরপরই এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে জয়ন্তী রাণী ধর নামের গাইনি চিকিৎসকের বিরুদ্ধে। তিনি ঢাকা থেকে এসে প্রতি সপ্তাহের শুক্রবার দুর্গাপুর ডিএসকে মাতৃসদন ও ল্যাবরেটরী ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের করেন।

নিহত প্রসূতির নাম চম্পা আক্তার। তিনি উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ফুরকান মিয়ার স্ত্রী। গত শুক্রবার (১২ আগস্ট) সকালে পৌর শহরের ডিএসকে মাতৃসদন ও ল্যাবরেটরী ক্লিনিকে সিজারিয়ানের পর তার মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতের স্বামী ফুরকান মিয়া অভিযোগ করে বলেন, রিপোর্টে সেপ্টেম্বর মাসের ২ তারিখ আমার স্ত্রী'র সিজার করার কথা তবে ডাক্তার জয়ন্তী রাণী (১২ আগস্ট) শুক্রবার সকাল ১১ ঘটিকায় সিজার করার কথা জানায়। ওনি বলেন যে অনেক সিজার করেছেন তিনি কোনো সমস্যা নেই,নানান কথা বার্তা বলিয়ে বুঝান আমাকে। পরে আমি সকালে স্ত্রীকে ডিএসকে ক্লিনিকে নিয়ে এসে ভর্তি করাই। কোনো পরিক্ষা নিরিক্ষার ছাড়াই সকাল ১১ ঘটিকায় সিজার রুমে নিয়ে সিজার করেন। আধা ঘন্টা পর জানতে পারি ছেলে হয়েছে এরপর আমি বাহিরে যাওয়া মাত্রই তখনি খবর আসে আমার স্ত্রী বমি করে চোখ গুলো কেমন হয়ে গেছে তাৎক্ষণিক আমি গিয়ে দেখি কোনো নার্স নেই বা কোনো চিকিৎসা ও নেই। কোনো একটা নার্স ও কাছে আসেনি । ডাক্তার জয়ন্তী রাণী আমার থেকে সিজারের সাড়ে ৮হাজার টাকা নিয়ে দ্রুত চলে গেলেন তখন জোরপূর্বক আমাকে ক্লিনিক থেকে ময়মনসিংহ হাসপাতালে পাঠিয়ে দেই। আমি দ্রুত ময়মনসিংহ নিয়ে গেলে সেখানের চিকিৎসক জানায় আড়াই ঘন্টা আগেই "সিজারের পরপরই" মারা গিয়েছে আমার স্ত্রী চম্পা। 

তিনি আরও বলেন, ডাক্তার জয়ন্তী রাণী প্রতি শুক্রবার দুর্গাপুরে আসেন তাই তার সুযোগ সুবিধা মতো তারিখে সিজার করে নেন। আমার স্ত্রীকে হত্যা করেছে এই ডাক্তার। ডাক্তার জয়ন্তী রাণী নিজে জানেন আমার স্ত্রী মারা গেছে সেই ধাই সাড়াতে মৃত মানুষটিকে জীবিত বানিয়ে জোরপূর্বক ময়মনসিংহ হাসপাতালে পাঠিয়েছে। ডাক্তারের ভুলের কারণেই আমার স্ত্রী মারা গেছে। "আমি বিচার চাই" 

নিহতের পিতা লাল চান মিয়া বলেন, আমার মেয়েকে জয়ন্তী ডাক্তার মেরে ফেলেছে। এমনভাবে যে আর কোনো বাবাকে সন্তান না হারাতে হয়। "আমি বিচার চাই"

এ বিষয়ে জানতে গাইনি চিকিৎসক জয়ন্তী রাণী ধর'কে ফোন করলে তিনি সাংবাদিককে বলেন,আপনি একটু আমার চেম্বারে আসেন। এটি পার্টির সাথে মিটিং এ মিমাংসা হয়ে গেছে। আমার কথা আপনি কিছু না শুনেই বলছেন মিমাংসা হয়ে গেছে সাংবাদিকের এমন প্রশ্নের সাথে সাথে ফোন কেটে দেন এরপর কয়েকবার ফোন দিলেও রিসিভ করেননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, বিষয়টি দেখছি প্রয়োজনে তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু