ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ব্র্যাক এনজিওর এরিয়া ম্যানেজারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ২:১১
এনজিও সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য-পুষ্টি ও জনসংখ্যা (এইচএনপিপি) কর্মসূচির আওতায় পরিচালিত বিভিন্ন প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে  মোটা অঙ্কের টাকার বিনিময়ে সিন্ডিকেট করে কর্মী নিয়োগ দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে এইচএনপিপি কর্মসূচির (পেকুয়া- কুতুবদিয়া) এরিয়া ম্যানেজার মো. ইব্রাহিম'র বিরুদ্ধে। সম্প্রতি এই কর্মকর্তার অধীনে পরিচালিত কয়েকটি নতুন প্রকল্পে অতিগোপনে লোক নিয়োগসহ প্রকল্পের অর্থ নয়-ছয় করার  অভিযোগ উঠেছে।
 
জানা গেছে, কমিউনিটি সাপোর্ট টিম (কক্সবাজার)-১১১৩ প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার ৬টি উপজেলায় কার্যক্রম বাস্তবায়নের জন্য কর্ম এলাকায় ১৮ জন কমিউনিটি মুবিলাইজার, ৬ জন স্বেচ্ছাসেবক সমন্বয়কারী ও ৩০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়ার জন্য ম্যানেজমেন্ট থেকে নির্দেশনা দেয়া হয়। 
 
এরই পরিপ্রেক্ষিতে কোন ধরনের প্রচারণা ছাড়াই কুতুবদিয়া উপজেলায় ১ জন স্বেচ্ছাসেবক সমন্বয়কারী, ২ জন কমিউনিটি মুবিলাইজার ও ৩ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়। এর আগেও কোন বিজ্ঞাপন কিংবা প্রচার ছাড়াই গোপনে কয়েকটি প্রজেক্টে স্বেচ্ছাচারিতার মাধ্যমে কর্মী নিয়োগ দেয়াসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে এ কর্মকর্তার বিরুদ্ধে।
 
ভুক্তভোগীদের অভিযোগ, গোপন মাধ্যমে খবর দিয়ে জীবন বৃত্তান্ত জমা নেয়া হয় প্রকল্প অফিসে। মাস খানেক পরে পরীক্ষার কথা বলে পেকুয়া ব্র্যাক অফিসে ডাকা হয় তাদের। এসময় সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগ করতে থাকেন ইব্রাহিম নামের এই কর্মকর্তা। পরে প্রকল্পের টাকা নয়-ছয় করে আত্মসাৎ করার কু-মানসে পছন্দের প্রার্থী নিয়োগ দেয়া হয়েছে।
 
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মী জানিয়েছেন, তিনি কমিউনিটি মুবিলাইজার পদে সিভি (জীবন বৃত্তান্ত) জমা দিলেও তাকে নেয়া হয়েছে স্বেচ্ছাসেবক হিসেবে। বিভিন্ন অনিয়মের  প্রতিবাদ করলে চাকরি খেয়ে পেলার হুমকিসহ নানা ভয়ভীতি দেখিয়ে কর্মীদের নিকট থেকে  একাধিক ভূয়া বিলে জোরপূর্বক স্বাক্ষর নেয়া হয় বলে জানান তিনি। 
 
জুলফিকার নামের একজন ভুক্তভোগী বলেন, আমার নিকট থেকে টাকা চেয়েছিল। আমি রাজি না হওয়ায় আমাকে নেয়নি। অনৈতিক সুবিধা ভোগ করে আমার চেয়ে অদক্ষদের নেয়া হয়েছে। অথচ একই পদে আমি পূর্বে কাজ করেছি। আমার মত আরও অনেকের সাথে প্রতারণা করেছে এই কর্মকর্তা। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের বলার কারনে ওই কর্মকর্তা পুনরায় চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অফিসে ডেকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।
 
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেছেন, ব্র্যাক এইচএনপিপি (পেকুয়া-কুতুবদিয়া) এরিয়া ম্যানেজার মো. ইব্রাহিম  কুতুবদিয়া হাসপাতালের আবু নাসেরসহ আরও কয়েকজন কর্মকর্তাকে ব্যবহার করে বিভিন্ন ধরনের সুবিধা নিয়ে থাকেন। 
 
এ ব্যাপারে ব্র্যাক এইচএনপিপি (পেকুয়া-কুতুবদিয়া) এরিয়া ম্যানেজার মো. ইব্রাহিম  বলেন, যাদেরকে নেয়া হয়নি তারা অভিযোগ তুলেছেন। আমি কোন অনিয়মের সাথে জড়িত নই। প্রকল্পে লোক নিয়োগের সময়  কারও কাছ থেকে কোন সুবিধা নিইনি। কাউকে অফিসে ডেকে গালিগালাজ করিনি। নিয়মানুযায়ী লোক নিয়োগ দেয়া হয়েছে।  
 
তবে কুতুবদিয়া  হাসপাতালে পরিচালিত একটি প্রকল্পে  হাসপাতালের অফিস সহকারী আবু নাসেরসহ আরও কয়েকজন কর্মকর্তার সুপারিশে কিছু লোক নিয়োগ দেয়ার বিষয়ে জানতে চাইলে মনো সম্মতির ভঙ্গিতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এ কর্মকর্তা। 
 
এ বিষয়ে জানতে  কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী আবু নাসেরের মুঠোফোন যোগাযোগ করা হলে, তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করার চেষ্টা করেন।  পরে একজন করে লোক দিয়েছেন বলে স্বীকার করেন। তবে কারো কাছ থেকে কোন টাকা পয়সা নেয়া হয়নি বলে জানান।
 
এদিকে উপজেলায় কাজ করা বিভিন্ন এনজিও'র কর্মকাণ্ড ও প্রকল্প ব্যয় নাগরিক কল্যাণে সুনিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)'র দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল। 

এমএসএম / জামান

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন