প্রতারকের ফাঁদে পড়ে জেল খাটছে মহসিন কলেজ'র ছাত্র নয়ন মনি দাশ

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রতারকের ফাঁদে পড়ে জেল খাটছে নয়ন মনি দাশ নামের এক কলেজ ছাত্র। কুতুবদিয়া থানায় দায়ের হওয়া একটি চুরির মামলায় শুভ চৌধুরী নামের একজন চোর, টাউট-বাটপারের সহযোগী সন্দেহে জেল খাটছেন তিনি। নয়ন মনি দাশ (২১) সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের স্নাতক (পাস) ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী । সে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের জেলে পাড়ার বিশ্ব দাশের পুত্র।
পরিবারের দাবি চাঞ্চল্যকর ওই চুরির ঘটনার সাথে নয়নের কোন সম্পৃক্ততা নেই। উদ্দেশ্য মূলকভাবে তাকে ফাঁসানো হয়েছে। তবে পুলিশ বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করেছে নয়ন এবং প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সাথে আসামির সংশ্লিষ্টতা সংক্রান্তে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।
এ ব্যাপারে নয়নের পরিবার সকালের সময়কে জানান , নয়নের বাবা বিশ্ব দাশ পেশায় একজন জেলে। একদিন সাগরে না গেলে না খেয়ে থাকতে হয়। অভাবের মাঝেও সন্তানদের লেখা পড়া চালিয়ে যাচ্ছেন। নয়ন বড় ছেলে। হাজী মুহাম্মদ মহসীন কলেজে স্নাতক পড়ছেন। পরিবারের দুঃখ গোছাতে চট্টগ্রাম শহরে পোশাক শ্রমিকের চাকরি নিয়েছেন। শুভ চৌধুরী নামের ওই প্রতারক কয়েক মাস আগে কর্ণধর নামের এক আত্মীয়ের সাথে নয়নদের বাড়িতে যায়। নয়নের স্কুল পড়ুয়া ভাইদের সাথে কথা বলে।পরে আরও কয়েকবার নয়নদের বাড়িতে গিয়ে কৌশল প্রয়োগ করে বিশ্বাস গড়ে তুলে। বাড়ির বিভিন্ন খবরা-খবর নেয়। একপর্যায়ে নয়নকে চাকরি দেয়ার প্রলোভন দেখায় প্রতারক।নয়নের মা প্রতারকের সাথে কথা বলার জন্য মোবাইল নাম্বার দেয়। প্রতারক নয়নের সাথে যোগাযোগ করে। সুযোগ বুঝে চাকরির প্রলোভন দেখায়। নয়নকে পোশাক শ্রমিকের কাজ ছেড়ে কিছু টাকা ও কাগজপত্র যোগাড় করতে বলেন। নয়নের পরিবার টাকা যোগাড় করতে ঋণ নেয়। নয়ন কাগজপত্রের জন্য কুতুবদিয়া কলেজে গেলে সাথে যায় প্রতারক। নয়নের সূত্রে অধ্যাপকের পরিবারের সাথে কথা বলে পরিচিত হয়ে সুসম্পর্ক গড়ে তুলে। পরবর্তী সময়ে প্রতারক অধ্যাপকের পরিবারের সাথে বিশ্বাস জমাতে একসাথে ঘুরাঘুরিসহ নানা কৌশল অবলম্বন করে। এরইমাঝে নয়নকে চাকরী দেয়ার প্রলোভনে নয়নের পরিবার থেকে হাতিয়ে নেয় দেড় লক্ষাধিক টাকা। সর্বশেষ গত ৪ আগস্ট চাকরীতে যোগদানের কথা বলে প্রতারক শুভ চৌধুরী নয়ন ও তার মাকে নিয়ে যায় চট্টগ্রাম।মাঝপথে তাদের ফাঁকি দিয়ে প্রতারক ছটকে পড়ে। ৫ আগস্ট কোন যোগাযোগ ছাড়া চলে যায় কুতুবদিয়ায় অধ্যাপকের বাড়িতে। সাথে নিয়ে যায় মিষ্টান্ন। দুপুরে খেয়ে রাতে অধ্যাপকের বাড়িতে অভিনব কৌশলে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে বাড়ির বাহিরে তালা লাগিয়ে পালিয়ে যায় প্রতারক শুভ। অন্যদিকে নয়ন ও তার মা ৪ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম নিউ চান্দগাঁও রেস্ট হাউজে কক্ষ নিয়ে শনিবার পর্যন্ত অবস্থান করেন। এ ঘটনায় অধ্যাপক আবদুস সত্তার বাদী হয়ে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করেন। ৬ আগস্ট মামলার ২নং আসামী নয়নকে গ্রেফতার দেখিয়ে ৭ আগস্ট আদালতের মাধ্যমে রিমান্ড চায় পুলিশ। বিজ্ঞ আদালত রিমান্ড নামঞ্জুর করে আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
নয়নের মা নিপু রাণী সকালের সময়কে বলেন, গত ৬ আগস্ট শুভ চৌধুরী নামের ওই প্রতারক কুতুবদিয়া কলেজের সাবেক অধ্যাপক আব্দুস সত্তারের ঘরে চাঞ্চল্যকর চুরির ঘটনাটি ঘটায়। অথচ ঘটনার রাতে আমি ও আমার ছেলে চট্টগ্রাম শহরে নিউ চান্দগাঁও রেস্ট হাউজে ছিলাম। ঘটনার পর অধ্যাপক আমার ছেলেকে ফোন করলে বিষয়টি আমরা জানতে পারি। ওই প্রতারকের সাথে অধ্যাপকের দীর্ঘদিনের সুসম্পর্ক। তারা একসাথে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করেছে। ওই প্রতারক অধ্যাপকের সম্পর্কের কথা বলে আমার ছেলেকে চাকরির প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে দেড় লাক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। সরল বিশ্বাসেচাকরির আশায় ঋন নিয়ে টাকাগুলো দিয়েছিলাম। ঘটনার দুদিন পরে চট্টগ্রাম থেকে ডেকে নিয়ে এখন উল্টো আমার ছেলেকে জেলে পাঠিয়েছে। আমার ছেলেকে ফাঁসানো হয়েছে।
তিনি আরও বলেন, চুরি হওয়ার আগে প্রতারক শুভ আমার ছেলের কাগজপত্রের বাহনা করে তাদের বাড়িতে যাওয়ার বিষয়ে অধ্যাপক আব্দুস সত্তার কিংবা অধ্যক্ষ মোতাহেরা মেডাম আমাদের কিছুই জানায়নি। চুরি হওয়ার পরে আমার ছেলেকে ফোন করে কোথায় আছে জানতে চাইলে আমরা চট্টগ্রাম নিউ চান্দগাঁও রেস্ট হাউজে আছি বলে ঠিকানা দিই। পরে আমার ছেলেকে মামলার স্বাক্ষী হওয়ার কথা বলে কুতুবদিয়া থানায় নিয়ে যায়। পুলিশ তাকে ওই মামলার ২নং আসামি করে চালান দেয়। আমার ছেলে নির্দোষ। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুভ চৌধুরী নামের ওই প্রতারক চট্টগ্রাম রাঙ্গুনিয়া থানার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। গত ৫ আগস্ট দুপুরে শুভ চৌধুরী নামের ওই প্রতারক একা মিষ্টি নিয়ে কুতুবদিয়া সরকারি কলেজ'র সাবেক অধ্যাপক আব্দুস ছত্তারের বাড়িতে যান। অধ্যাপকের পরিবারের সাথে এক টেবিলে খাবার খান। খাবার শেষে সবাই মিলে মিষ্টিমুখ করেন। মিষ্টি খাওয়ার পর পরিবারের সবার চোখে ঘুম চলে আসে। যার ফলে সবাই তাড়াহুড়ো করে নিজ নিজ বিছানায় চলে যান। মেয়ের চেচামেচিতে রাত ১১ টার দিকে ঘুম ভাঙলে অধ্যাপক উঠে দেখেন যে, পূর্ব পরিচিত প্রতারক ১ নং আসামি শুভ চৌধুরী ব্যবহৃত লেপটপ, মোবাইল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে লাপাত্তা হয়ে যায়। এজাহারে উল্লেখ করা হয়, যাওয়ার সময় ২ নং আসামি ঘরের বাহিরে তালা লাগিয়ে দেয়।
এ ঘটনায় নয়নকে ৬ আগস্ট গ্রেফতার দেখিয়ে পুলিশের এসআই আবু হাসনাত মুহাম্মদ মাজেদুল হক আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড নামঞ্জুর করে নয়নকে জেল হাজতে প্রেরণ করেন। আসামিকে আদালতে প্রেরণ প্রসঙ্গে এসআই লিখেছেন, ১ নং আসামি শুভ চৌধুরী ০১৮৭৮৬২৫৭৪৭ নাম্বার থেকে নয়ন দাশের কাগজপত্রের জন্য অধ্যক্ষের সাথে যোগাযোগ করেন। গত ১৫ আগস্ট দুপুরে ১নং আসামি কোন যোগাযোগ না করে মিষ্টি নিয়ে অধ্যক্ষের বাড়িতে যান এবং খাওয়া দাওয়া করেন। মিষ্টি খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। রাত ১১ টার দিকে মেয়ের চেচামেচিতে ঘুম ভাঙলে অধ্যাপক আব্দুস সত্তার নগদ টাকাসহ মূল্যবান উল্লখিত জিনিসপত্র চুরি হওয়ার বিষয়ে জানতে পারেন। গত ৬ আগস্ট ২নং আসামি নয়ন মনি দাশকে আলী আকবর ডেইল জেলে পাড়া থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় পরষ্পর যোগসাজশে মিষ্টিজাতীয় দ্রব্যে চেতনা নাশক বিষ মিশিয়ে স্বপরিবারে অসচেতন করে বর্ণিত মালামাল গুলো চুরি করেছে বলে স্বীকার করেন নয়ন।
নিউ চাঁন্দগা রেস্ট হাউজের ম্যানেজার মোবাইল ফোনে (০১৮১৯-৮০৯৩৯২) সকালের সময়কে বলেন, গত ৪ আগস্ট নয়ন মনি দাশ ও তার মা নিপু রাণী দাশ ৪০২ নং কক্ষ ভাড়া নিয়ে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অবস্থান করেছেন।
এদিকে প্রতারক শুভ চৌধুরীকে গ্রেফতার পূর্বক প্রতারণামূলকভাবে হাতিয়ে নেয়া টাকা উদ্ধার ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলা থেকে নয়ন মনি দাশকে অব্যাহতি দিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবার।
এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
