কুতুবদিয়ায় শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা

কক্সবাজারের কুতুবদিয়ায় ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক নজরুল ইসলামকে সন্ত্রাসী হামলার ঘটনায় তোলপাড় চলছে দ্বীপ জুড়ে। সন্ত্রাসীদের রড় ও হাতুড়ির আঘাতে গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই শিক্ষক।
জানা গেছে, গত ২৩ আগস্ট রাত সাড়ে ৯ টার দিকে ধুরুং বাজার এলাকায় পূর্ব ঘটনার রেশ ধরে পরিকল্পিতভাবে শিক্ষক নজরুল ইসলামকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা। এসময় শিক্ষকের ব্যবহৃত মোটরসাইকেলটিও ভেঙে দেয়। শিক্ষকের চিৎকারের স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। ৯৯৯ নাম্বারে করলে পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষককে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে শিক্ষকের জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। সন্ত্রাসীদের মধ্যে পাঁচজনকে তিনি চিনতে পেরেছেন বলে জানান।
ঘটনার বিষয়ে লেমশীখালী ২ নং ওয়ার্ডের মেম্বার আফাজ উদ্দিন বেলাল বলেন, সন্ত্রাসী হামলার বিষয়ে আমি কিছু জানি না। তখন আমি বাড়িতে ছিলাম।পরে ঘটনা শুনেছি।
একই ধরনের কথা বলেছেন, উত্তর ধুরুং ইউপির ৯নং ওয়ার্ডে মেম্বার নুরুল হক।
ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোরশেদ আলম জানিয়েছেন, শিক্ষককে মারধরের বিষয়টি একটি ন্যাক্কারজনক ঘটনা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এর সঠিক সমাধান দিবেন বলে জানান তিনি।
ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয়ের কয়েকজন সাবেক শিক্ষার্থী জানিয়েছেন, দুইজন মেম্বারের ইন্দনে মিমাংসার কথা বলে পরিকল্পিতভাবে ধুরুং বাজার ডেকে নিয়ে সন্ত্রাসী দিয়ে পিটানো হয়েছে। তবে মেম্বারদ্বয় ঘটনার সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।
সন্ত্রাসী হামলার শিকার হওয়া শিক্ষক নজরুল ইসলাম বলেন,২৩ আগস্ট বিকাল ২টার দিকে মোটরসাইকেল যোগে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে অতিরিক্ত লবণবোঝাই একটি ট্রলির শ্রমিকদের সাথে সাইড দেয়া নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়। লবণ শ্রমিকরা সতরুদ্দিন ঘাট এলাকায় লবণ আনলোড করার সময় আমাকে অকথ্য ভাষায় গালাগালি করলে সেখানে থাকা আমার আত্মীয় স্বজনরা প্রতিবাদ করে। এসময় শ্রমিকদের সাথে তাদের হাতাহাতি হয়। বিষয়টি মিমাংসার জন্য আমাকে সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত ধুরুং বাজারে বসিয়ে রাখা হয়। পরে সবাই চলে গেলে আমি বাড়িতে চলে যাওয়ার জন্য মোটরসাইকেল চালু করি। কিছু দূর না যেতেই সন্ত্রাসীরা আমার উপর হামলা করে। পরে আমি ৯৯৯ এ করলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।
এ ঘটনায় সঠিক সমাধান না হলে আইনি পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক। এদিকে সন্ত্রাসীদের আটক পূর্বক কঠিন শাস্তির দাবিতে বিদ্যালয়ের সহকর্মী ও শিক্ষার্থীরা শনিবার মানববন্ধন কর্মসূচি দিয়েছে।
এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
Link Copied