বঙ্গবন্ধুর দুর্লভ ও ঐতিহাসিক ছবি নিয়ে ববি সাংবাদিক সমিতির আলোকচিত্র প্রদর্শনী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর দুর্লভ ও ঐতিহাসিক ছবি নিয়ে 'বঙ্গবন্ধুর জীবন ও কর্ম' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)। সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর প্রাঙ্গণে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.ছাদেকুল আরেফিন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
আলোকচিত্র প্রদর্শনীতে ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ, পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ, বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়।
চিত্র প্রদর্শনী পরিদর্শন কালে ববি উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ইতিহাসে বিভিন্ন ঘটনা পরম্পরায় বঙ্গবন্ধু কীভাবে অবদান রেখেছে তার তথ্য-উপাত্ত এখানে চিত্রের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমি সকলকে নিয়ে দেখেছি, এখানে ১৯৪৭ থেকে ১৯৭৫ পর্যন্ত বঙ্গবন্ধু কীভাবে ইতিহাসের বিভিন্ন প্লটে উপস্থাপিত হয়েছে সেগুলোর বর্ণনা রয়েছে। কম কথায় এই ছবিগুলো অনেক কথা বলে।তরুণ প্রজন্ম এ থেকে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নতুনভাবে জানবে৷ বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এমন আয়োজনকে সাধুবাদ জানাই৷
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুই বাংলাদেশ। বঙ্গবন্ধুর জীবন এবং কর্ম তরুণ প্রজন্মের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এই আলোকচিত্র প্রদর্শনী খুবই প্রশংসনীয়। এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে পড়েছে। তরুণরা বঙ্গবন্ধুকে নতুনভাবে জানতে পারছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসেন, শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ খোরশেদ আলম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া, টিএসসির পরিচালক জ্যোতিময় বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান ও সাব্বির আহমেদ সাধারণ সম্পাদক সহ সাংবাদিক সমিতির সকল সদস্য, শিক্ষার্থীসহ অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বঙ্গবন্ধুর জীবন ও কর্ম' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে বঙ্গবন্ধু, ও মুক্তিযুদ্ধের মোট ১৪২টি ছবি প্রদর্শিত হয়৷
এমএসএম / জামান
বিএনপির গোছানো ভোটের মাঠ নষ্টের চেষ্টা
সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
সিরাজগঞ্জের চৌহালীতে নির্বাচনী পথসভা করলেন ধানের শীষ মনোনীত পার্থী আমীরুল ইসলাম খান আলীম
নিখোঁজের ৫ দিন পর ডাকাতিয়া থেকে কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক
চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় চাচা ভাতিজা নিহত
চন্দনাইশে খাঁনহাট বাজারে ব্যবসায়ির দোকানে দুর্ধষ চুরির
সিংড়ায় জমি দখলের অভিযোগ এনে ভুক্তভোগীদের মানববন্ধন
ধানের শীষের বাইরে কেউ নির্বাচন করলে কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না
পুলিশের উপস্থিতিতে যাদুকাটা নদীতে চলে পাড়কাটার মহোৎসব এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ বারিঘর ভাংচুরসহ আহত ১৫
১৯৯১ সালে যারা আমাকে বিজয়ী করেছিল আজও তারা মাঠে কাজ করছেনঃ সিরাজুল ইসলাম সরদার
বগুড়ার শেরপুরে ধানক্ষেত থেকে কৃষকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার
নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে কুষ্টিয়া পৌর ১৬নং ওয়ার্ড বিএনপির জনসভা অনুষ্ঠিত
Link Copied