আইনজীবীর শখের ছাদ বাগানে ফল ও সবজির বাম্পার ফলন
বছরজুড়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীতে আদালতের আইন পেশার কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেলে আইনজীবী খুরশীদ আলম চট্টগ্রামের পটিয়ায় গ্রামে এসে নিজের বাড়ির ছাদ বাগান ও বাড়ির আশপাশের ৬০ শতক খালি জায়গায় শুরু করেন শাকসবজি ও বিভিন্ন প্রজাতির ফলের চাষ। ফল চাষ ও শাকসবজি চাষে তার বাম্পার ফলন হয়েছে। পরিবারের শাকসবজির চাহিদা মিটিয়ে প্রতি সাপ্তাহে ৫ থেকে ১০ হাজার টাকার ফল ও সবজি বাজারে বিক্রি করছেন।
জানা গেছে, চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব ভাটিখাইন এলাকার ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মুন্সির ছোট ভাই পটিয়া আইন কলেজের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম। করোনায় বছরজুড়ে অফিস-আদালত বন্ধ হয়ে পড়লে নিজে শুরু করেন ফল ও সবজি চাষ। ২০২০ সালের মার্চ থেকে করোনা ভাইরাসের লকডাউনে অফিস-আদালত বন্ধ হয়ে যায়। এর পরদিন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও পটিয়া উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে বিল্ডিংয়ের ছাদের ওপর বিভিন্ন প্রজাতির পেঁপে, আম, পেয়ারা, লেবু, আপেল, ড্রাগন, বরই, ডালিম, মাল্টা, কমলা লেবু, আমলকি, কামরাঙ্গা, পানিফল, জামরুল, সাগার কলা দেশি কলাসহ বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপণ করেন। ফলের চারাগুলো রোপণ করার ৩ থেকে ৬ মাসের মধ্যে ফল ধরতে শুরু করে। এছাড়া সবজির মধ্যে দেঁড়স, শিম, ঝিঙা, করলা, বেগুন, পুঁইশাক, লালশাক, পাটশাক, টমেটোসহ বিভিন্ন প্রজাতির শাকসবজির ব্যাপক ফলন হয়।
আইনজীবীর এ ছাদ বাগান ও বাড়ির ক্ষেত-খামারে সহযোগিতা করে যাচ্ছেন তার স্ত্রী ইয়াছমিন আকতার চৌধুরী। তিনিও নিয়মিত বাগানের পরিচর্যা করে যাচ্ছেন। আইনজীবী খুরশীদ আলমের শখের কৃষি ক্ষেত দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়তে লোকজন আসছেন শাকসবজি কিনতে এবং কেউ কেউ দূর-দূরান্ত থেকে দেখার জন্য আসছেন বলে তিনি জানান। পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান নিজেই একাধিকবার ক্ষেত-খামারটি পরিদর্শন করে গেছেন।
এ বিষয়ে শখের কৃষক অ্যাডভোকেট খুরশীদ আলম বলেন, আদালত বন্ধ হয়ে যাওয়ার পরদিন আমি একদিনের জন্যও বসে থাকিনি। এক বছরে অনেক সবজি এবং ফল নিজের পরিবারের চাহিদা মিটিয়ে লক্ষাধিক টাকার ফল ও সবজি বিক্রি করেছি।
এ বিষয়ে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার তপন চক্রবর্ত্তী বলেন, আইনজীবীর ফল ও সবজি বাগানটি প্রথমে নিজের মতো করে চাষ করছিলেন। পরে আমরা খবর পেয়ে কৃষি অফিসের নিয়ম মতে চারা রোপণ এবং সার-কীটনাশকের ব্যবহার এবং পরিচর্যা করার পরামর্শ দিয়ে আসছি। একজন আইনজীবী হয়ে ঘরে বসে না থেকে নিজে চাষ করে ফল ও সবজি ফলিয়ে পরিবারে চাহিদা মিটিয়ে বাড়তিগুলো বিক্রি করতে পারছেন। আমরা উনাকে উৎসাহ দিয়ে যাচ্ছি। ভাটিখাইন এলাকায় আরো একটি ছাদ বাগান রয়েছে বলে তিনি জানান।
এমএসএম / জামান
উন্নয়নের বাইরে চর কলাতলী : অবহেলায় মানবেতর জীবন, আশ্বাসেই আটকে প্রশাসনিক উদ্যোগ
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে
শেরপুরের নালিতাবাড়ি উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪২০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ
বাগেরহাটের পল্লীতে আগুন লেগে দরিদ্র বৃদ্ধার মৃত্যু
ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে স্থবির কুড়িগ্রামের জনজীবন
রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন
বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা
দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন