ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

আইনজীবীর শখের ছাদ বাগানে ফল ও সবজির বাম্পার ফলন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৫-৭-২০২১ দুপুর ১:২৮

বছরজুড়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীতে আদালতের আইন পেশার কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেলে আইনজীবী খুরশীদ আলম চট্টগ্রামের পটিয়ায় গ্রামে এসে নিজের বাড়ির ছাদ বাগান ও বাড়ির আশপাশের ৬০ শতক খালি জায়গায় শুরু করেন শাকসবজি ও বিভিন্ন প্রজাতির ফলের চাষ। ফল চাষ ও শাকসবজি চাষে তার বাম্পার ফলন হয়েছে। পরিবারের শাকসবজির চাহিদা মিটিয়ে প্রতি সাপ্তাহে ৫ থেকে ১০ হাজার টাকার ফল ও সবজি বাজারে বিক্রি করছেন।

জানা গেছে, চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব ভাটিখাইন এলাকার ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মুন্সির ছোট ভাই পটিয়া আইন কলেজের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম। করোনায় বছরজুড়ে অফিস-আদালত বন্ধ হয়ে পড়লে নিজে শুরু করেন ফল ও সবজি চাষ। ২০২০ সালের মার্চ থেকে করোনা ভাইরাসের লকডাউনে অফিস-আদালত বন্ধ হয়ে যায়। এর পরদিন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও পটিয়া উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে বিল্ডিংয়ের ছাদের ওপর বিভিন্ন প্রজাতির পেঁপে, আম, পেয়ারা, লেবু, আপেল, ড্রাগন, বরই, ডালিম, মাল্টা, কমলা লেবু, আমলকি, কামরাঙ্গা, পানিফল, জামরুল, সাগার কলা দেশি কলাসহ বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপণ করেন। ফলের চারাগুলো রোপণ করার ৩ থেকে ৬ মাসের মধ্যে ফল ধরতে শুরু করে। এছাড়া সবজির মধ্যে দেঁড়স, শিম, ঝিঙা, করলা, বেগুন, পুঁইশাক, লালশাক, পাটশাক, টমেটোসহ বিভিন্ন প্রজাতির শাকসবজির ব্যাপক ফলন হয়।

আইনজীবীর ‍এ ছাদ বাগান ও বাড়ির ক্ষেত-খামারে সহযোগিতা করে যাচ্ছেন তার স্ত্রী ইয়াছমিন আকতার চৌধুরী। তিনিও নিয়মিত বাগানের পরিচর্যা করে যাচ্ছেন। আইনজীবী খুরশীদ আলমের শখের কৃষি ক্ষেত দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়তে লোকজন আসছেন শাকসবজি কিনতে এবং কেউ কেউ দূর-দূরান্ত থেকে দেখার জন্য আসছেন বলে তিনি জানান। পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান নিজেই একাধিকবার ক্ষেত-খামারটি পরিদর্শন করে গেছেন।

এ বিষয়ে শখের কৃষক অ্যাডভোকেট খুরশীদ আলম বলেন, আদালত বন্ধ হয়ে যাওয়ার পরদিন আমি একদিনের জন্যও বসে থাকিনি। এক বছরে অনেক সবজি এবং ফল নিজের পরিবারের চাহিদা মিটিয়ে লক্ষাধিক টাকার ফল ও সবজি বিক্রি করেছি।

এ বিষয়ে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার তপন চক্রবর্ত্তী বলেন, আইনজীবীর ফল ও সবজি বাগানটি প্রথমে নিজের মতো করে চাষ করছিলেন। পরে আমরা খবর পেয়ে কৃষি অফিসের নিয়ম মতে চারা রোপণ এবং সার-কীটনাশকের ব্যবহার ‍এবং পরিচর্যা করার পরামর্শ দিয়ে আসছি। একজন আইনজীবী হয়ে ঘরে বসে না থেকে নিজে চাষ করে ফল ও সবজি ফলিয়ে পরিবারে চাহিদা মিটিয়ে বাড়তিগুলো বিক্রি করতে পারছেন। আমরা উনাকে উৎসাহ দিয়ে যাচ্ছি। ভাটিখাইন এলাকায় আরো একটি ছাদ বাগান রয়েছে বলে তিনি জানান।

এমএসএম / জামান

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ

নেছারাবাদে স্থানীয় চার যুবকের সাহসে টাওয়ার থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবক