ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

আইনজীবীর শখের ছাদ বাগানে ফল ও সবজির বাম্পার ফলন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৫-৭-২০২১ দুপুর ১:২৮

বছরজুড়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীতে আদালতের আইন পেশার কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেলে আইনজীবী খুরশীদ আলম চট্টগ্রামের পটিয়ায় গ্রামে এসে নিজের বাড়ির ছাদ বাগান ও বাড়ির আশপাশের ৬০ শতক খালি জায়গায় শুরু করেন শাকসবজি ও বিভিন্ন প্রজাতির ফলের চাষ। ফল চাষ ও শাকসবজি চাষে তার বাম্পার ফলন হয়েছে। পরিবারের শাকসবজির চাহিদা মিটিয়ে প্রতি সাপ্তাহে ৫ থেকে ১০ হাজার টাকার ফল ও সবজি বাজারে বিক্রি করছেন।

জানা গেছে, চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব ভাটিখাইন এলাকার ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মুন্সির ছোট ভাই পটিয়া আইন কলেজের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম। করোনায় বছরজুড়ে অফিস-আদালত বন্ধ হয়ে পড়লে নিজে শুরু করেন ফল ও সবজি চাষ। ২০২০ সালের মার্চ থেকে করোনা ভাইরাসের লকডাউনে অফিস-আদালত বন্ধ হয়ে যায়। এর পরদিন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও পটিয়া উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে বিল্ডিংয়ের ছাদের ওপর বিভিন্ন প্রজাতির পেঁপে, আম, পেয়ারা, লেবু, আপেল, ড্রাগন, বরই, ডালিম, মাল্টা, কমলা লেবু, আমলকি, কামরাঙ্গা, পানিফল, জামরুল, সাগার কলা দেশি কলাসহ বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপণ করেন। ফলের চারাগুলো রোপণ করার ৩ থেকে ৬ মাসের মধ্যে ফল ধরতে শুরু করে। এছাড়া সবজির মধ্যে দেঁড়স, শিম, ঝিঙা, করলা, বেগুন, পুঁইশাক, লালশাক, পাটশাক, টমেটোসহ বিভিন্ন প্রজাতির শাকসবজির ব্যাপক ফলন হয়।

আইনজীবীর ‍এ ছাদ বাগান ও বাড়ির ক্ষেত-খামারে সহযোগিতা করে যাচ্ছেন তার স্ত্রী ইয়াছমিন আকতার চৌধুরী। তিনিও নিয়মিত বাগানের পরিচর্যা করে যাচ্ছেন। আইনজীবী খুরশীদ আলমের শখের কৃষি ক্ষেত দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়তে লোকজন আসছেন শাকসবজি কিনতে এবং কেউ কেউ দূর-দূরান্ত থেকে দেখার জন্য আসছেন বলে তিনি জানান। পটিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান নিজেই একাধিকবার ক্ষেত-খামারটি পরিদর্শন করে গেছেন।

এ বিষয়ে শখের কৃষক অ্যাডভোকেট খুরশীদ আলম বলেন, আদালত বন্ধ হয়ে যাওয়ার পরদিন আমি একদিনের জন্যও বসে থাকিনি। এক বছরে অনেক সবজি এবং ফল নিজের পরিবারের চাহিদা মিটিয়ে লক্ষাধিক টাকার ফল ও সবজি বিক্রি করেছি।

এ বিষয়ে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার তপন চক্রবর্ত্তী বলেন, আইনজীবীর ফল ও সবজি বাগানটি প্রথমে নিজের মতো করে চাষ করছিলেন। পরে আমরা খবর পেয়ে কৃষি অফিসের নিয়ম মতে চারা রোপণ এবং সার-কীটনাশকের ব্যবহার ‍এবং পরিচর্যা করার পরামর্শ দিয়ে আসছি। একজন আইনজীবী হয়ে ঘরে বসে না থেকে নিজে চাষ করে ফল ও সবজি ফলিয়ে পরিবারে চাহিদা মিটিয়ে বাড়তিগুলো বিক্রি করতে পারছেন। আমরা উনাকে উৎসাহ দিয়ে যাচ্ছি। ভাটিখাইন এলাকায় আরো একটি ছাদ বাগান রয়েছে বলে তিনি জানান।

এমএসএম / জামান

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন