শালিখায় জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, সাম্প্রদায়িক সম্প্রতি, গুজব, দেশবিরোধী অপপ্রচার, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মাগুরার শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাড. কামাল হোসেন চেয়ারম্যান শালিখা উপজেলা পরিষদ, এ্যাড. শ্যামল কুমার দে সভাপতি উপজেলা আওয়ামীলীগ, মো. ইলিয়াচুর রহমান সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শালিখা উপজেলা আওয়ামীলীগ , মো. বিশারুল ইসলাম অফিসার ইনচার্জ শালিখা থানা, জেসমিন আক্তার সাবানা মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, নাসরিন আখতার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শ্রী বিমলেন্দু শিকদার চেয়ারম্যান, ১ নং ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদ ও শালিখা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলনা করে জেলা তথ্য কর্মকর্তা মো. রেজাউল করিম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যেগ আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ , শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন কার্যক্রম, ঘরে ঘরে বিদ্যুৎ,সামাজিক নিরাপত্তা কার্যক্রম,কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. কামরুজ্জামান বলেন, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম খুব সহজে ব্যাবহার করতে পারছি। জেনে বুঝে তারপর যে কোনো পোস্ট বা কনটেন্ট আপলোড বা শেয়ার করবো। কোনো গুজবে কান দেবেন না। কোনো গুজব পোস্ট বা কনটেন্ট শেয়ার করবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি উদ্যোগ বাস্তবায়নের জন্য আপনাদের সাহায্য সহযোগিতা একান্ত কাম্য। আপনারা আপনাদের ছেলে-মেয়েদের দিকে খেয়াল রাখবেন সে কি করছে, কোথায় যাচ্ছে, ঠিকমতো পড়াশোনা করছে কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী কোনো পোস্ট বা কনটেন্ট শেয়ার আপলোড করছে কি সে বিষয়ে খেয়াল রাখবেন।
এমএসএম / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান
