তানোরে ব্যাংকে চুরি, গ্রেফতার ৩
তানোরের বিল্লীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির দায়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে এ ঘটনায় তানোর থানায় মামলা দায়ের করেন এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী সেফাউর রহমান। গতকাল শুক্রবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মেরামতপুর এলাকার কিরণ আলী (২৪)। চারঘাটের বন্দনশহর এলাকার সজল আলী (২২) ও একই উপজেলার পিরোজপুর এলাকার ১৬ বছর বয়সী রাজিব (ছদ্মনাম)। রাজিব স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তাকে যশোর কিশোর সংশোধানাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বিল্লী এলাকায় একটি সরকারি প্রকল্পে রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন সজল আলী ও কিরণ আলী। সেখানেই থাকতেন তাঁরা। নির্মাণ সাইটের পাশেই দোতল ভবনের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা রয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে ওই শাখায় হানা দেন সজল আলী ও কিরণ আলী। বিষয়টি দেখে ফেলে তাঁদের এক কিশোর সহকর্মী। পরে তারা একসঙ্গে ব্যাংক লুটে নেমে পড়ে। কিন্তু ব্যাংকে কোনো টাকা না পেলেও ২১টি এটিএম কার্ড, ২২টি বিভিন্ন দেশের নোট, কিছু চেক বই, কম্পিউটার সামগ্রী ও ফিঙ্গারপ্রিন্ট যন্ত্র চুরি করে নিয়ে যায় তারা।
এঘটনায় রাতে তানোর থানায় মামলা দায়ের করেন এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী সেফাউর রহমান। রাতেই আসামিদের ধরতে অভিযান চালায় পুলিশ। জড়িতদের শনাক্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থানও নিশ্চিত করে সজল আলী ও কিরণ আলীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার পিরোজপুর এলাকার নিজ বাড়ি থেকে কিশোর সহযোগীকেও গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ।
তানোর থানার পরিদর্শক (তদন্ত) উসমান গণি বলেন, ‘বিল্লি এলাকার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকে মালামাল লুট হওয়ার ঘটনায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আসামি সজল আলী ও কিরণ আলীর পরিকল্পনায় এ কাজ করা হয়েছে। উদ্দেশ্য জেনে যাওয়ায় ওই কিশোরকেও সঙ্গে নেওয়া হয়। এ ঘটনার পর আত্মগোপনে চলে যায় তারা।’
পরিদর্শক আরও বলেন, ‘আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় দুজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং ওই কিশোরকে সংশোধনাগারে পাঠানো হয়েছে।’
এমএসএম / এমএসএম
আইন লঙ্ঘনে ভূঞাপুরে জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা
সাটুরিয়ায় কোন নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেনা-ওসি নজরুল ইসলাম
চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন আসলাম চৌধুরী
খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি
নওগাঁ-০৬ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী রেজুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন
’ম্যানেজে’ সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার
মৌলভীবাজার-১ আসনে বিএনপির প্রার্থী মিঠুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার: ক্ষুদ্ধ নেতাকর্মীরা
মিরসরাইয়ে অবৈধভাবে উত্তোলনকৃত বালু আদালতের নির্দেশে প্রতিস্থাপন করলো বন বিভাগ
মনপুরায় নির্বিচারে শিকার হচ্ছে পাঙ্গাসের পোনা, নীরব মৎস্য অফিস
কুমিল্লা-৯ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মোহাম্মদ আবু বাকার’র মনোনয়ন পত্র সংগ্রহ
প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে
বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন
বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
Link Copied