সাতক্ষীরায় সন্তান নিয়ে পথে পথে মানবাধিকারকর্মীর স্ত্রী
বাইশ বছর আগে ফারুকুজ্জামনের সাথে বিয়ে হয়েছিল মাকসুদা পারভীন আমেনার। ফাইম, নাইম, নীরব নামে তিনটি পুত্রসন্তান রয়েছে তাদের। কিন্তু ফারুকুজ্জামান দ্বিতীয়বার আরেকটি বিয়ে করেছিল। সবকিছু নীরবে সহ্য করে স্বামীর ঘর সংসার করে আসছিলেন মাকসুদা পারভীন আমেনা।
সম্প্রতি রুশা নামে একটি এনজিও খুলেছেন। এই রুশা এনজিওতে চাকরি করে ভিন্নধর্মের এক মহিলা। ফারুকুজ্জামান এই মহিলার সাথে চার বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। বিষয়টি লোকমুখে জানাজানি হলে মাকসুদা পারভীন আমেনা এর প্রতিবাদ করলে ঘটে বিপত্তি। ফারুকুজ্জামান মাত্র ২৪ হাজার টাকা দিয়ে তালাকমানা পাঠিযে দেন তার কাছে। এখন তিন সন্তান নিয়ে পথে পথে ঘুরছেন তিনি।
গতকাল এই প্রতিবেদকের কাছে মাকসুদা পারভীন আমেনা এসব ঘটনার বর্ণনা করেন। মাকসুদা পারভীন আমেনা এ সময় বলেন, তার স্বামী এসএসসি পাস করেননি। নকল সনদ দিয়ে রুশা নামে একটি এনজিও খুলেছেন। আর এই রুশা এনজিওর কারণে তার কপাল পুড়েছে। পরকীয়ায় বাধা দেয়ায় ফারুকুজ্জামান তাকে তালাক দিয়েছেন।
তিন সন্তান নিয়ে শহরের মুন্সিপাড়ায় অন্যের বাড়িতে বসবাস করছেন মাকসুদা পারভীন আমেনা। আর মেসে রান্না করে সংসার পরিচালনা করছেন। ছেলেরা স্কুল-কলেজে পড়াশোনা করে। তার পক্ষে এসব খরচ চালানো সম্ভব হচ্ছে না। দুঃখ আর কষ্টে তাদের জীবন চলে। তিনি তার বাচ্চাদের খাওয়ার খরচ দাবি করেছেন ফারুকুজ্জামনের কাছে। কিন্তু তার কথা কেউ শুনছে না। বেঁচে থাকা এখন যেন তার জন্য অভিশাপ। কিন্তু সূর্যের মতো তিন পুত্রকে রেখে পৃথিবীর মায়া ত্যাগ করতে পারছেন না।
মাকসুদা পারভীন আমেনা আরো বলেন, ফারুকুজ্জামান তার সোনার গহনা বিক্রি করে দিয়েছেন। তার বাবার পেনশনের টাকাগুলো বিভিন্ন অজুহাতে চেয়ে নিয়ে আত্মসাৎ করেছেন। তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন ফারুকুজ্জামান। তালাক দেয়ার পর বিভিন্ন ধরনের হুমকি-ধমকি অব্যাহত রয়েছে।
তালাক দেয়ার পর তার তিন সন্তান ফাইম, নাইম, নীরব গিয়েছিল দাদার বাড়ি। তার দাদা সামসুল হক হারান তিন পোতা ছেলেকে আশ্বাস দিয়ে বলেছিলেন, ছেলে-বউয়ের গোলযোগ তিনি মিটিয় দেবেন। কিন্তু ইতোমধ্যে চার মাস পেরিয়ে গেলেও কোনো প্রকার মিটিয়ে দেয়ার পদক্ষেপ নেননি কেউ।
শহরের মুন্সিপাড়া এলাকার লাবলু, কওছার, খোকন জানান, ফারুকুজ্জামান একজন এনজিও পরিচালক ও মানবাধিকারকর্মী। তার তিনটি পুত্রসন্তান আছে। প্রেম করতে বাধা দেয়ায় স্ত্রীকে তালাক দিয়েছেন। এ করণে তার স্ত্রী মাকসুদা পারভীন আমেনা সন্তানদের নিয়ে পথে পথে ঘুরছেন।
ফারুকুজ্জামান মোবাইল ফোনে এই প্রতিবেদককে জানান, মাকসুদা পারভীন আমেনা তার স্ত্রী থাকাকালীন বিভিন্ন অপবাদ দিয়েছে তাকে। নিজে বিভিন্ন লোকের সাথে ঘোরাঘুরি করত। এসব কারণে তিনি আইন অনুযায়ী তাকে তালাক দিয়েছেন। তবে তার সন্তাররা তার কাছে এলে তিনি দেখাশোনা করবেন বলে জানান।
এ ব্যাপারে সামসুল হক হারান জানান, তার বউমা তার ছেলেকে বিভিন্ন লোকজন দিয়ে মারপিট করেছে। তিনি ছেলে-বউয়ের গোলযোগ মিটিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু বউমা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন ছেলের বিরুদ্ধে। সে কারণে মেটানো সম্ভব হয়নি।
এমএসএম / জামান
আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের
গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়
নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০
ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান
সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ
হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল